ঠাকুরনগর
ঠাকুরনগর | |
---|---|
শহর | |
ডাকনাম: শ্রী ধাম ঠাকুরনগর | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৫′২৮″ উত্তর ৮৮°৪৬′৪০″ পূর্ব / ২২.৯২৪৪৪° উত্তর ৮৮.৭৭৭৭৮° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর চব্বিশ পরগনা |
সরকার | |
• ধরন | নগর পঞ্চায়েত |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৫,০০০ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | 743287 |
Telephone | 03215 |
আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
যানবাহন নিবন্ধন | WB-23, WB-24, WB-25, WB-26, WB-27, WB-28. |
Division | Presidency Division |
Vidhanshabha Constituency | Gaighata |
Lokshaba Constituency | Bangaon |
ওয়েবসাইট | http://www.north24parganas.nic.in |
ঠাকুরনগর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা অন্তর্গত একটি সেন্সাস টাউন। এটি গাইঘাটা থানা ও গাইঘাটা ব্লক-এর অন্তর্গত। এখানে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন নামে একটি স্টেশন রয়েছে। রেল স্টেশনটি কলকাতা, বারাসাত ও বনগাঁ শহরের যোগাযোগ রক্ষা করে।এছা্ড়া ঠাকুরনগর থেকে রানাঘাট, নবদ্বীপ ও গাইঘাটার জন্য বাস পরিসেবা রয়েছে বর্তমানে এই শহরে একটি পৌরসভা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার।[১]
ভূগোল
[সম্পাদনা]ঠাকুরনগর সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত।এই এলাকা অর্সেনিক কবলিত।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ঠাকুরনগর কে পৌরসভা এলাকায় রূপান্তরিত করার প্রস্তাব দিয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]ঠাকুরনগরে দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।এগুলি হল-
- ঠাকুরনগর হাই স্কুল
- ঠাকুনগর উচ্চবালিকা বিদ্যালয়।
ঠাকুরনগর একটি সরকারি মহাবিদ্যালয় বা কলেজ বর্তমানে চালু হয়েছে।
ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম
[সম্পাদনা]মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মতুয়া তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে। মতুয়া ধাম ঠাকুরনগর রেল স্টেশন থেকে ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রতিবছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের গুরু ও সমাজসংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মেলা বসে যা ঠাকুরনগরের মেলা হিসাবে পরিচিত [২]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Meet the matuas"। Indian Express। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৬।
- ↑ "মতুয়া বিষয়ে কিছু সওয়াল জবাব"। আনন্দবাজার পত্রিকা। ৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারী ২০১৭।