ছায়ানট (কাব্যগ্রন্থ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছায়ানট কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি বর্মণ পাবলিশিং হাউস, ১৯৩ কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলকাতা হতে ১৯২৫ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন ব্রজবিহারী বর্মণরায়। এতে রয়েছে নজরুলের ৫০টি কবিতা[১]

কবিতার তালিকা[সম্পাদনা]

উল্লেখযোগ্য কবিতা

  1. বিজয়নী
  2. কমল-কাঁটা
  3. চৈতী হাওয়া
  4. পলাতকা
  5. চিরশিশু
  6. দূরের বন্ধু
  7. সন্ধ্যাতারা
  8. আশা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আবদুল কাদির সম্পাদিত ও বাংলা একাডেমী প্রকাশিত "নজরুল রচনাবলী"র নতুন সংস্করন থেকে নেয়া