রাজবন্দীর জবানবন্দী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজবন্দীর জবানবন্দী
লেখককাজী নজরুল ইসলাম
ভাষাবাংলা
ধরনপ্রবন্ধ
প্রকাশনার তারিখ
১৯২৩ সাল
মিডিয়া ধরনমুদ্রণ

রাজবন্দীর জবানবন্দী কাজী নজরুল ইসলাম লিখিত একটি প্রবন্ধ। নজরূল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। সেই পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে ও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দীর জবানবন্দী নামে পরিচিত। ১৯২৩ সালের ৭ ই জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি জেলে বসে তিনি এই চার পৃষ্ঠার জবানবন্দী রচনা করেন।[১] পরে বিভিন্ন পত্র পত্রিকা যেমন, ধুমকেতু, প্রবর্তক, উপাসনা ইত্যাদি তে ১৯২৩ সালেই তা প্রকাশিত হয়।

উদ্ধৃতি[সম্পাদনা]

এই জবানবন্দীতে নজরুল বলেছেন:[২]

মূলভাব[সম্পাদনা]

নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসেবে ধরেছেন। জবানবন্দিতে সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. তারিক মনজুর (২২ মে ২০১৫)। "বিদ্রোহের বহুমাত্রা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. হোসাইন, আহমদ (২০১৮-০৮-৩১)। "আদালতে নজরুলের জবানবন্দী"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৪ 
  3. "প্রদর্শিত হলো কবি নজরুলের 'রাজবন্দীর জবানবন্দী'"আজকের পত্রিকা। ২০২১-১২-২২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৪