কাজী সব্যসাচী
কাজী সব্যসাচী | |
---|---|
![]() | |
মৃত্যু | ১৯৭৯ |
জাতীয়তা | বাঙালি |
পেশা | আবৃত্তিকার |
সন্তান | খিলখিল কাজী[১]; মিষ্টি কাজী |
পিতা-মাতা | কাজী নজরুল ইসলাম (বাবা), প্রমীলা দেবী |
কাজী সব্যসাচী (মৃত্যু: আনু. ১৯৭৯ খ্রিষ্টাব্দ) একজন বাঙালি আবৃত্তিকার ছিলেন। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে ছিলেন।
বিংশ শতাব্দির ষাট ও সত্তরের দশকে সব্যসাচী আবৃত্তিকার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন। ১৯৬৬ সালে তিনি বিদ্রোহী কবিতাটি, কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা, প্রথমবারের মত রেকর্ড করেন।
উত্তরাধিকার[সম্পাদনা]
২০১৬ সালে সব্যসাচী স্মরণে তার পরিবার “কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার” চালু করে।[২] প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারত-এর দুইজন আবৃত্তিকারকে প্রদান করা হয়ে থাকে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আইজিসিসি'তে খিলখিল কাজী'র আবৃত্তি ও সঙ্গীতসন্ধ্যা"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "ঢাকায় কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার নেবেন সৌমিত্র"। মানবজমিন। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।