আলেয়া (নাটক)
লেখক | কাজী নজরুল ইসলাম |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
বিষয় | ত্রিভুজ প্রেম, ট্র্যাজেডি |
ধরন | নাটক |
প্রকাশিত | ১৯৩১ |
আইএসবিএন | 98440101035[১] |
আলেয়া কাজী নজরুল ইসলাম রচিত দ্বিতীয় নাটক। এটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। ত্রিভুজ প্রেম ও তার পরিণয় এই নাটকের প্রধান বিষয়বস্তু।[২] নাটকের কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্র্যাজিক পরিণয়ের দিকে নিয়ে গেছে।[৩] রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকের সাথে এর বিষয়বস্তুর মিল থাকলেও নজরুল গল্পের জটিলতা ও নাট্যের তীব্র গতি দিয়ে একে স্বতন্ত্র করে তুলেছেন।[৪]
পরিচ্ছেদসমূহ
প্রধান চরিত্র[সম্পাদনা]
- জয়ন্তী
- মীনকেতু
- উগ্রাদিত্য
মঞ্চায়ণ[সম্পাদনা]
আলেয়া নাটকটি সেকালের সেরা রঙ্গালয় কলকাতার নাট্য নিকেতনে মঞ্চস্থ হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রবোধচন্দ্র গুহ এবং নীহারবালা। নাটকটি বেশ জনপ্রিয় হয়েছিল ও দীর্ঘদিন মঞ্চস্থ হয়েছিল। একজনের অনুপস্থিতিতে দু'একবার নজরুলও এই নাটকে অভিনয় করেছিলেন।[৫] ২০১২ সালে আলেয়া নাটক অবলম্বনে প্রাঙ্গণে মোর মঞ্চস্থ করে দ্রোহ, প্রেম ও নারী। নাট্যকর্মী রামিজ রাজু নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, সরোয়ার আলম সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর প্রমুখ।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "আলেয়া"। রকমারি.কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আহমদ, আফসার (২৫ মে ২০১৬)। "শাশ্বতকালের বাংলা নাট্যের ধারায় নজরুলের নাটক"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ রুমন, শাহাদৎ (২৪ মে ২০১৫)। "নাট্যকার নজরুল"। রাইজিংবিডি ডট কম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আহমদ, আফসার (২৭ আগস্ট ২০১০)। "মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধা - নাটকে নজরুল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ আবদুল মান্নান সৈয়দ (১৭ সেপ্টেম্বর ২০১০)। "নজরুলের নাটক বিপুল এবং বিচিত্র"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।
- ↑ বৈদ্য, ভাস্কর (মে ২৮, ২০১৪)। "কবি নজরুল ও তার নাটক"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬।