গুরু মানিও গ্রন্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


গুরু মানিও গ্রন্থ (গুরুমুখী: ਗੁਰੂ ਮਾਨਿਓ ਗ੍ਰੰਥ, বা, ਗੁਰੂ ਮਾਨਯੋ ਗ੍ਰੰਥ; উচ্চারণ: gurū māni'ō gratha; অর্থ: "গ্রন্থ তোমার গুরু হোক") হলো ১০ম শিখ গুরু গুরু গোবিন্দ সিং (১৬৬৬-১৭০৮) -এর মৃত্যুর কিছু আগে তার উত্তরসূরি হিসাবে পবিত্র ধর্মগ্রন্থ আদি গ্রন্থকে নিশ্চিত করার পূর্বে দেয়া ঐতিহাসিক বক্তব্যকে বুঝায়, যার ফলে মানব গুরুদের ধারাবাহিকতা শেষ হয়ে যায়। গুরু গ্রন্থ সাহিব হিসাবে গৃহিত হওয়া এটি এখন শিখধর্মের কেন্দ্রীয় পবিত্র ধর্মগ্রন্থ এবং সমস্ত শিখদের চিরজীবী গুরু। এটি শিখ উপাসনার কেন্দ্রবিন্দু কারণ এতে দশজন শিখ গুরুর মধ্যে উদ্ভাসিত স্রষ্টার একই আলোকে ধারণ করার জন্য বলা হয়েছে - দশটি রূপে থাকা একই আত্মা যার মূল বক্তব্য।[১]

১৭০৮ সালের ২০ অক্টোবর নান্দেদে (বর্তমান মহারাষ্ট্র) ঘটনাটি ঘটে, যখন গুরু গোবিন্দ সিং শিখধর্মের গুরু হিসাবে আদি গ্রন্থকে তার উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছিলেন, নরবুদ সিং নামে একজন প্রত্যক্ষদর্শী কর্তৃক যা ভট্ট ভাহি (একটি চারণ কাব্য)-তে সংরক্ষিত হয়;[২][৩][৪] এবং এখন গুরু গদ্দি (গুরু গাদ্দি দিবস) হিসেবে পালিত হয়। গুরু গোবিন্দ সিং-এর বিবৃতি কেন্দ্রীয় মন্ত্র "সব শিখান কো হুকাম হ্যায়, গুরু মানিও গ্রন্থ।"[৫] ২০০৮ সালের অক্টোবরকে গুরু গ্রন্থ সাহিবের গুরুত্বের ত্রিশতবর্ষী বছর হিসাবে চিহ্নিত এবং বিশ্বব্যাপী শিখদের কর্তৃক প্রধান উদযাপন হিসাবে চিহ্নিত করা হয়।[৬] নান্দেদে, বিশেষ করে তখত শ্রী হাজুর সাহিবে বছরব্যাপী উদযাপন করা হয়।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The making of the eternal Guru"The Hindu। অক্টো ২৬, ২০০৮। অক্টোবর ২৯, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Singh, Gurbachan; Sondeep Shankar (১৯৯৮)। The Sikhs : Faith, Philosophy and Folks। Roli & Janssen। পৃষ্ঠা 55আইএসবিএন 81-7436-037-9 
  3. Kainth, Gursharan Singh (১৯৯৯)। "3. Historical Background of Sri Guru Granth Sahib"। The Granth be Thy Guru: Guru Maneyo Granth। Daya Books। পৃষ্ঠা 28। আইএসবিএন 81-86030-97-2। ২০২২-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২১ 
  4. Partridge, Christopher Hugh (২০০৫)। Introduction to World Religions। পৃষ্ঠা 223। 
  5. "Chants of Guru Maneyo Granth rend the air"The Indian Express। সেপ্টে ২, ২০০৪। নভেম্বর ১৮, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০১০ 
  6. Jagmohan Singh (মার্চ ১৯, ২০০৮)। "Guru Maneyo Granth"। World Sikh News। ফেব্রুয়ারি ৭, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০১০ 
  7. "Non-Sikh family donates van for Gurgaddi Divas fest"The Tribune। নভেম্বর ১৪, ২০০৭। ডিসেম্বর ১৬, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৩, ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

  • গুরু মানিও গ্রন্থ : হারনাম দাশ সাহরাই। লোকগীত প্রকাশন, ১৯৮৯।