গুরু গোবিন্দ সিংয়ের ৫২ হুকাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুরুদুয়ারা হাজুর সাহিব, নান্দেদে খোদিত ৫২ হুকাম।

গুরু গোবিন্দ সিংয়ের ৫২ হুকাম হলো ১৭০৮ সালে ভারতের মহারাষ্ট্রের নান্দেদে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং কর্তৃক নির্ধারিত শিখধর্মের ৫২টি নির্দেশের একটি সংকলন।[১][২] এই আদেশগুলি খালসাদের আদর্শ জীবনযাত্রার সংক্ষিপ্তসার এবং খালসা পন্থের আচরণবিধি হিসাবে বিবেচিত হয়। খালসার সদস্যদের (বাপ্তিস্মপ্রাপ্ত শিখ) এই ৫২টি আদেশ অনুসরণ করার লক্ষ্য রাখে।

নির্দেশনার তালিকা[সম্পাদনা]

৫২টি নির্দেশের তালিকা নিম্নরূপ:

  • ধর্মা দী কিরাত কারণে - ধার্মিক জীবনযাপন করুন।
  • দশভাণ্ড দেনা - আপনার উপার্জনের এক দশমাংশ দান করুন।
  • গুরবাণী কণ্ঠে কারণে - গুরবাণী মুখস্ত করুন।
  • অমৃত ভেলা উঠনা - অমৃত ভেলায় (প্রত্যুষে) ঘুম হতে উঠো।
  • শিখ সেবক দী সেভা রুচী নাল কারণে - নিষ্ঠার সাথে শিখের সেবা করুন যারা অন্যদের সেবা করে।


আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Singh, Balawindara (২০০৪)। Fifty-Two Commandments Of Guru Gobind Singh। Michigan, US: Singh Bros.। পৃষ্ঠা 9। 
  2. Singh, Satbir (১৯৯১)। Aad Sikh Te Aad Sakhian। Jalandhar: New Book Company। 

বহিঃসংযোগ[সম্পাদনা]