গুরুদ্বার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুরুদ্বার বা গুরুদুয়ার (গুরুদ্বার; যার অর্থ "গুরুর দরজা") শিখদের সমাবেশ ও উপাসনার স্থান। [১] শিখরা গুরুদ্বারগুলিকে গুরুদ্বার সাহেবও বলে। প্রতিটি গুরুদ্বারে একটি দরবার সাহেব রয়েছে যেখানে শিখদের বর্তমান ও চিরস্থায়ী গুরু ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে একটি তাখাত (একটি উন্নত সিংহাসন) একটি বিশিষ্ট কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয়েছে। রাগীরা (যারা রাগগুলি গায়) মণ্ডলীর উপস্থিতিতে গুরু গ্রন্থ সাহেবের আয়াতগুলি আবৃত্তি করেন, গান করেন এবং ব্যাখ্যা করেন।

ইতিহাস[সম্পাদনা]

ষষ্ঠ শিখগুরু গুরু হরগোবিন্দ গুরুদ্বার শব্দটির প্রচলন করেন। কয়েকটি প্রধান গুরুদ্বার এর তালিকা নিচে দেয়া হলো :

উল্লেখযোগ্য গুরুদ্বার
নাম প্রতিষ্ঠা কাল প্রতিষ্ঠাতা রাষ্ট্র
গুরুদ্বার জনম আস্থান ১৪৯০ গুরু নানক  পাকিস্তান
সুলতানপুর লোধি ১৪৯৯ গুরু নানক  ভারত
গুরুদ্বার দরবার সাহেব করতারপুর ১৫২১ গুরু নানক  পাকিস্তান
খদুর সাহেব ১৫৩৯ গুরু অঙ্গদ  ভারত
গোয়িন্দওয়াল সাহেব ১৫৫২ গুরু অমর দাশ  ভারত
হরমন্দির সাহিব ১৫৭৭ গুরু রামদাস  ভারত
তরন তারন সাহিব ১৫৯০ গুরু অর্জন  ভারত
করতারপুর সাহিব জলন্ধর ১৫৯৪ গুরু অর্জন  ভারত
শ্রী হরগোবিন্দপুর ~১৬০০ গুরু অর্জন  ভারত
কিরতপুর সাহেব ১৬২৭ গুরু হরগোবিন্দ  ভারত
আনন্দপুর সাহিব ১৬৬৫ গুরু তেগ বাহাদুর  ভারত
গুরুদ্বার পাওন্ত সাহেব ১৬৮৫ গুরু গোবিন্দ সিংহ  ভারত

বর্তমান কালে পাঞ্জ তখত বা পাঁচ তখ্ত সামগ্রিক শিখ সম্প্রদায়ের পরিচালনার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে।

পাঞ্জ তখত[সম্পাদনা]

পাঞ্জ তখত
নাম প্রতিষ্ঠা কাল প্রতিষ্ঠাতা জেলা রাজ্য
অকাল তখত ১৬০৯ গুরু হরগোবিন্দ অমৃতসর জেলা পাঞ্জাব
আনন্দপুর সাহিব ১৬৯৯ গুরু গোবিন্দ সিংহ রূপনগর জেলা পাঞ্জাব
তখত শ্রী দমদমা সাহেব ১৭০৫ গুরু গোবিন্দ সিংহ ভাথিন্দা জেলা পাঞ্জাব
তখত শ্রী পাটনা সাহেব ~১৮০০ রঞ্জিত সিং পাটনা জেলা বিহার
হাজুর সাহেব ১৮৩২ তৃতীয় আসাফ জাহ নান্দেড় জেলা মহারাষ্ট্র

বর্ণনা[সম্পাদনা]

একটি গুরুদ্বারে একটি দরবার নামে একটি মূল হল, একটি ল্যঙ্গার নামে একটি সম্প্রদায় রান্নাঘর এবং অন্যান্য সুবিধা রয়েছে।[২]

চিত্রপট[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. "Gurdwara | Sikh Place of Worship, History & Significance | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-০৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৬ 
  2. "বেহালা গুরুদ্বার" 

বহিঃসংযোগ[সম্পাদনা]