উইকিপিডিয়া:নটর ডেম উইকি আলাপন ১.০
অন্তঃকলেজ নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯
উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালনায় ও নটর আবৃত্তি দলের সহযোগিতায় আয়োজিত উইকিমিডিয়া প্রকল্প কর্মশালা নটর ডেম উইকি আলাপন ১.০ উপলক্ষে ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এই অন্তঃকলেজ নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব, কুইজ পরীক্ষায় উত্তীর্ণ শুধুমাত্র নটর ডেম কলেজের ৬০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সাহায্যের জন্য নবীনেরা আলাপ পাতায় উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটির একটি বার্তা পাবেন, যাতে নিবন্ধ তৈরির প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে। (নিবন্ধ তৈরিতে সুবিধার জন্য বার্তাটি ভালো করে পড়ুন ও লিঙ্কগুলোতে গিয়ে বিস্তারিত জানুন) এছাড়া অন্য যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা রাখুন। এছাড়া নতুন অবদানকারীগণ, আপনারা নিবন্ধ তৈরির জন্য এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।
- নিয়মাবলী
- যেকোন লগ-ইনকৃত/প্রবেশরত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে। উল্লেখ্য, উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট ছাড়াও সম্পাদনা করা যায় তবে এই প্রতিযোগিতার জন্য অবশ্যই অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে। (যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)
- এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যে-কোনো নিবন্ধ অনুবাদ করতে পারেন। আপনাকে অবশ্যই পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে।
(প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘‘বাংলা নাম’’ অংশ থেকে লাল লিংক যুক্ত যে-কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। কাজ চলাকালীন সময়ে অসম্পূর্ণ নিবন্ধের সবার উপর{{কাজ চলছে/২০১৯}}
কোডটি কপি করে বসিয়ে দিন। এরপর তৈরি হওয়া নিবন্ধে আপনার সময় অনুসারে অনুবাদ যুক্ত করে শেষ করতে পারেন। ) - একটি নিবন্ধ জমা দিয়ে অন্য একটি নিবন্ধ নিতে পারবেন। একের অধিক নিবন্ধ এক সাথে নেওয়া যাবে না।
(যদি নেওয়া হয় তাহলে তা অপসারণ করা হবে যাতে সেগুলো অন্য কেউ তৈরি করতে পারেন। একটি নিবন্ধ জমা দিয়ে অন্য আরেকটি নিবন্ধের কাজ শুরু করতে পারবেন। নিবন্ধ জমা দেওয়ার পর অনুবাদ কিংবা সম্পাদনা গ্রহণযোগ্য হবে না। জমাদানের সময় নিবন্ধের অবস্থার ওপর পর্যালোচনা করা হবে।) - অন্য কোনো পাতার অনুবাদ করতে চাইলে আলাপ পাতায় প্রস্তাব করতে পারেন।
- যান্ত্রিক অনুবাদ কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
- ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
- প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
- প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের পর্যালোচনার জন্য জমাদান অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষরসহ যুক্ত করুন।
- কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন প্রতিযোগিতার দ্বিতীয় অংশ হিসেবে অংশ নিতে পারবেন।
- নির্বাচিত ৬০ জনের বাইরে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
- এই প্রতিযোগিতার নিবন্ধসমূহ ব্যাঘ্র প্রকল্প (প্রস্তাবিত) ও উইকিপিডিয়া এশীয় মাস নিবন্ধ প্রতিযোগিতায় (বাংলাদেশ ও ভারত ব্যতীত শুধু এশিয়া সংক্রান্ত নিবন্ধ) যোগ করা যাবে।
- পুরস্কার
বিস্তারিত এখানে দেখুন।
(অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন।)(আপনি লগ-ইন বা প্রবেশ করেননি। লগ-ইন বা প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)
- অংশগ্রহণকারী সবার তালিকা পাওয়া যাবে এখানে।
- অংশগ্রহণকারীরা তাদের ব্যবহারকারী পাতায় ব্যবহারকারী বাক্স হিসেবে
{{ব্যবহারকারী/উইকি আলাপন ১.০}}
যোগ করতে পারেন।
নিবন্ধের অনুবাদ শেষ করেছেন? পর্যালোচনার জন্য
। জমাদানের সময় নিবন্ধের নামের পাশে ~~~~ যোগ করে স্বাক্ষর দিতে ভুলবেন না।(এই তালিকাটি বড় হয়ে যাওয়ায় মাঝে মাঝেই এখান থেকে নিবন্ধ সংগ্রহশালায় স্থানান্তর করা হয়। সুতরাং বিভ্রান্ত হবেন না। আপনার জমাদানকৃত নিবন্ধটির অবস্থা দেখতে এই পাতার নিচের দিকের তালিকাটি দেখুন।)
- Meghmollar2017 (আলাপ · অবদান)
- Nokib Sarkar (আলাপ · অবদান)
- ছোট মুদ্রণ
এই প্রতিযোগিতা মূলত উইকিমিডিয়া বাংলাদেশ ও নটর ডেম আবৃত্তি দল কর্তৃক আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে উইকিমিডিয়া বাংলাদেশ ও নটর ডেম আবৃত্তি দলের যৌথ সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।