কে.এম. আমিনুল ইসলাম
অবয়ব
এয়ার ভাইস মার্শাল (অবঃ) কে.এম. আমিনুল ইসলাম পিএসএ | |
|---|---|
| মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ই মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | মোহাম্মদ জামাল হোসেন |
| বাংলাদেশের ধর্মমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৯ নভেম্বর ১৯৮৫ – ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ | |
| পূর্বসূরী | খন্দকার আবু বকর |
| উত্তরসূরী | এ কে এম নূরুল ইসলাম |
| গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৯ জুলাই ১৯৮৬ – ৩০ নভেম্বর ১৯৮৬ | |
| পূর্বসূরী | সালাউদ্দিন কাদের চৌধুরী |
| উত্তরসূরী | শফিকুল গনি স্বপন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | মেদিনী মন্ডল, লৌহজং, মুন্সীগঞ্জ |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
| দাম্পত্য সঙ্গী | ফেরদেৌস-আরা-ইসলাম |
| পিতামাতা | মৌলভী সেজাল খান (পিতা) |
কে.এম. আমিনুল ইসলাম বাংলাদেশি রাজনীতিবিদ ও বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] এরশাদ সরকারের মন্ত্রীসভায় তিনি ধর্মমন্ত্রী ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কে.এম. আমিনুল ইসলাম মুন্সীগঞ্জের লৌহজংএর মেদিনী মন্ডলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী সেজাল খান। আমিনুলের স্ত্রী ফেরদেৌস-আরা-ইসলাম।[৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কে.এম. আমিনুল ইসলাম ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
তিনি এরশাদ সরকারের মন্ত্রীসভায় ৯ নভেম্বর ১৯৮৫ থেকে ১৬ ফেব্রুয়ারি ১৯৮৬ সাল পর্যন্ত ধর্মমন্ত্রী ও ২৪ মার্চ ১৯৮৬ থেকে ২৫ মে ১৯৮৬ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "সাবেক মন্ত্রীদের নামের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২১।
- 1 2 "ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণের নাম ও কর্মকাল"। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০।
- ↑ "BAF Freedom Fighters, BAF Officer"। বাংলাদেশ বিমান বাহিনী। ১৩ জুলাই ২০১৯। ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |