শিকদার (পদবি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিকদার বা সিকদার বাঙালিদের ঐতিহাসিক পদবী । 'সিক' মানে সিকি অর্থাৎ সিকিভাগের বা এক - চতুর্থাংশের রাজস্ব সংগ্রহের মালিক যারা , দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে সিকদার ,শিকদার। শিকদারা মূলত পরগনার ভূস্বামী হিসেবে দায়িত্ব পালন করতো। বৃটিশ শাসন আমলে দশটির বেশি তালুকার মালিকানা লাভের পর ভূস্বামীদের শিকদার পদটি প্রদান করা হতো।



শিকদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তিত্ব[সম্পাদনা]

অন্যান্য[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]