আবদুস সোবহান সিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুস সোবহান সিকদার
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর কার্যালয়
কাজের মেয়াদ
১১ ফেব্রুয়ারি ২০১৪ – ১৫ ফেব্রুয়ারি ২০১৫
পূর্বসূরীশেখ মোহাম্মদ ওয়াহিদ উজ জামান
উত্তরসূরীআবুল কালাম আজাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1956-02-16) ১৬ ফেব্রুয়ারি ১৯৫৬ (বয়স ৬৮)
বরিশাল, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

আবদুস সোবহান সিকদার বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন। এছাড়া তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আবদুস সোবহান ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

আবদুস সোবহান সিকদার বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসর লাভের পর তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।[৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সোবহান সিকদার"বাংলা ট্রিবিউন। ৩০ মে ২০১৬। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  2. "ইতালির রাষ্ট্রদূত হলেন সোবহান সিকদার"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ জুন ২০১৬। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  3. "মুখ্য সচিব হলেন আব্দুস সোবহান সিকদার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  4. "ইতালিতে নতুন রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার"জাগোনিউজ২৪.কম। ৩১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  5. "প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হচ্ছেন আবুল কালাম"ঢাকাটাইমস। ১৫ ফেব্রুয়ারি ২০১৫। ৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২