আবদুল কাদের সিকদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল কাদের সিকদার
নড়াইল-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬
পূর্বসূরীশরীফ খসরুজ্জামান
উত্তরসূরীশরীফ খসরুজ্জামান
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫৬
রঘুনাথপুর, আউড়িয়া, নড়াইল
মৃত্যু২০ মে ২০২১
সমাধিস্থলরঘুনাথপুর, আউড়িয়া, নড়াইল
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তান১ মেয়ে
পেশারাজনীতিবিদ, ব্যবসা
ডাকনামএ কাদের সিকদার

আবদুল কাদের সিকদার যিনি এ কাদের সিকদার নামেও পরিচিত। (আনু. ১৯৫৬ - ২০ মে ২০২১) ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আবদুল কাদের সিকদার আনু. ১৯৫৬ সালে নড়াইলের আওড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিবাহিত জীবনে তার এক মেয়ে।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

এ কাদের সিকদার রাজনৈতিক জীবনের শুরু জাতীয় পার্টি দিয়ে।[২]

নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন তিনি।[২]

তিনি নড়াইল জেলা বিএনপির ২ মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।[২]

তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মননয়নে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১]

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও নড়াইল-২ আসন থেকে বিএনপির মননয়নে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি।[৩]

মৃত্যু[সম্পাদনা]

আবদুল কাদের সিকদার ২০ মে ২০২১ সালে মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "নড়াইলে সাবেক এমপি আব্দুল কাদেরের ইন্তেকাল"দৈনিক নয়াদিগন্ত। ২২ মে ২০২১। ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "এ কাদের সিকদার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮