জ্ঞান বিজেকুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্ঞান বিজেকুন
ගයාන් විජේකෝන්
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামবিজেকুন মুদিয়ানেলাগে জ্ঞান রম্যকুমারা
জন্ম (1976-12-21) ২১ ডিসেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
গাম্পাহা, শ্রীলঙ্কা
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১০২)
১৩ জুলাই ২০০৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৫ জুলাই ২০০৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৮)
১৪ সেপ্টেম্বর ২০০৭ বনাম কেনিয়া
শেষ টি২০আই১৭ সেপ্টেম্বর ২০০৭ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৬/৯৭তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব
১৯৯৭/৯৮সিংহলীজ স্পোর্টস ক্লাব
১৯৯৮/৯৯–২০০২/০৩তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব
২০০৩/০৪–-চিল মারিয়ান্স ক্রিকেট ক্লাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট টি২০আই এলএ
ম্যাচ সংখ্যা ১১১
রানের সংখ্যা ৩৮ ২২৩০
ব্যাটিং গড় ১২.৬৬ ১.০০ ২৫.৩৪
১০০/৫০ ০/০ ০/০ ১/৯
সর্বোচ্চ রান ১৪ ১* ১১৬
বল করেছে ১১৪ ৬৬ ৪৩৯৭
উইকেট ১১৯
বোলিং গড় ৩৩.০০ ৫০.৫০ ২৩.৪৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৪৯ ১/১২ ৬/৩৩
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ০/– ২২/–
উৎস: ‌ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ জুলাই ২০২০

বিজেকুন মুদিয়ানেলাগে জ্ঞান রম্যকুমারা (তামিল: கயான் விஜயகோன்; জন্ম: ২১ ডিসেম্বর, ১৯৭৬) গাম্পাহা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাসনাহিরা নর্থ, চিল মারিয়ান্স ক্রিকেট ক্লাব, সিংহলীজ স্পোর্টস ক্লাব, তামিল ইউনিয়ন ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বামহাতে মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শী ছিলেন জ্ঞান বিজেকুন

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

গুরুকুলা কলেজে অধ্যয়ন করেছিলেন জ্ঞান বিজেকুন। ১৯৯৬-৯৭ মৌসুম থেকে ২০১৪ সাল পর্যন্ত জ্ঞান বিজেকুনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। প্রয়োজনীয় যোগ্যতা নিয়ে অল-রাউন্ডার হিসেবে জ্ঞান বিজেকুনের আবির্ভাব ঘটেছিল। সজীব ভঙ্গীমায় বামহাতি মিডিয়াম পেসার ও বামহাতি ব্যাটসম্যান হিসেবে অনেকগুলো বছর তামিল ইউনিয়নের পক্ষে ব্যাটিং ও বোলিং উদ্বোধনে নেমেছিলেন। এরপর, ২০০৩-০৪ মৌসুমে চিল ম্যারিয়ান্স সিসি’র সদস্যভূক্ত হন।

বেশ কয়েকবার শ্রীলঙ্কা এ দলের পক্ষে খেলেছেন তিনি। সফরকারী দলগুলোর বিপক্ষে প্রতিটি সুযোগ কাজে লাগান ও শ্রীলঙ্কা এ-দলের সদস্যরূপে বিদেশ গমন করেন। তবে, জাতীয় দলে ঠাঁই পেতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়। বিজেকুনের তুলনায় কম যোগ্যতাসম্পন্নদেরকে অগ্রাধিকার দেয় দল নির্বাচকমণ্ডলীউপুল চন্দনামাহেলা জয়াবর্ধনের কাছ থেকে ব্যাপক প্রতিবন্ধকতার মুখোমুখি হন জ্ঞান বিজেকুন। অবশেষে, ২০০৪-০৫ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্যে তাকে মনোনয়ন দেয়া হয়।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও তিনটিমাত্র টি২০আইয়ে অংশগ্রহণ করেছেন জ্ঞান বিজেকুন। সবগুলো টেস্টই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। ১৩ জুলাই, ২০০৫ তারিখে কলম্বোয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২২ জুলাই, ২০০৫ তারিখে ক্যান্ডিতে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। কোন একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ পাননি তিনি।

২০০৪-০৫ মৌসুমে নিউজিল্যান্ড গমনার্থে শ্রীলঙ্কা দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। জুলাই, ২০০৫ সালে নিজদেশে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। তবে, খুব কম সফলতা পান। দুই উইকেট লাভ করেছিলেন তিনি। দুই বছর জাতীয় দলের বাইরে থাকেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৭ সালের আইসিসি টুয়েন্টি২০ বিশ্ব চ্যাম্পিয়নশীপে খেলার জন্যে তাকে পুনরায় আমন্ত্রণ জানানো হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. List of Sri Lanka Test Cricketers
  2. "Sri Lanka – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 
  3. "Sri Lanka – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]