সিংহলীজ স্পোর্টস ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিংহলীজ স্পোর্টস ক্লাব
কর্মীবৃন্দ
অধিনায়কশ্রীলঙ্কা সচিত্র সেনানায়েকে
কোচশ্রীলঙ্কা অভিষ্কা গুণবর্ধনে
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৯৯
স্বাগতিক মাঠসিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
ধারণক্ষমতা১০,০০০
ইতিহাস
প্রিমিয়ার ট্রফি জয়৩১ (৩-বার যৌথভাবে)
প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্ট জয়
টুয়েন্টি২০ টুর্নামেন্ট জয়১ (২০০৫-০৬)
দাপ্তরিক ওয়েবসাইটwww.ssc.lk

সিংহলীজ স্পোর্টস ক্লাব শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণকারী ক্লাব। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক সফলতম ক্লাব হিসেবে এ ক্লাবের ব্যাপক পরিচিতি রয়েছে। ২৭ মার্চ, ১৮৯৯ তারিখে এ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।[১] ২০১৩ সাল পর্যন্ত রেকর্ডসংখ্যক ৩১বার প্রিমিয়ার ট্রফির শিরোপা লাভ করেছে এ ক্লাবটি।

অর্জনসমূহ[সম্পাদনা]

  • প্রিমিয়ার ট্রফি (৩১) – ১৯৩৮-৩৯, ১৯৩৯-৪০, ১৯৪৩-৪৪, ১৯৪৪-৪৫, ১৯৪৬-৪৭, ১৯৪৭-৪৮, ১৯৪৮-৪৯, ১৯৪৯-৫০, ১৯৫১-৫২, ১৯৫৮-৫৯, ১৯৫৯-৬০, ১৯৬১-৬২, ১৯৬৬-৬৭, ১৯৬৮-৬৯, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫, ১৯৭৭-৭৮, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬*, ১৯৮৬-৮৭, ১৯৮৮-৮৯*, ১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ১৯৯২-৯৩, ১৯৯৪-৯৫*, ১৯৯৭-৯৮, ২০০৫-০৬, ২০০৭-০৮, ২০১২-১৩

(যৌথভাবে শিরোপার ক্ষেত্রে * চিহ্ন দেখানো হয়েছে )

উল্লেখযোগ্য খেলোয়াড়[সম্পাদনা]

টেস্ট ক্রিকেটে নিম্নবর্ণিত খেলোয়াড়গণ অংশগ্রহণ করেছেন:

বর্তমান সদস্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History of Cricket"ssc। ১৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৫ 

গ্রন্থপঞ্জী[সম্পাদনা]

  • Wisden Cricketers Almanack (annual)

বহিঃসংযোগ[সম্পাদনা]