ব্যবহারকারী আলাপ:Md Enamul H

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এপিক এয়ার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য এপিক এয়ার পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের জন্য বিচারধারার স৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ an organization or company। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের জন্য বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:০২, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম,[সম্পাদনা]

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৩:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধে অন্য উইকির লিঙ্ক[সম্পাদনা]

আশা করি, ভালো আছেন। আপনার লেখা নিবন্ধ ছোট্ট একটি জিনিস খেয়াল করলাম। তা হল, আপনি লেখায় যেসব নিবন্ধ বাংলা উইকিতে নেই সেসব ক্ষেত্রে বন্ধনীতে ইংরেজি উইকির লিঙ্ক দিচ্ছেন (উদা:মাভেন)। এতে নিবন্ধ দেখতে খারাপ লাগছে (মুদ্রণ)+ এভাবে প্রতি শব্দের জন্য বন্ধনীতে ইংরেজি লেখা উইকির রচনাশৈলীতে পড়ে না। তাই, এই রকম করার দরকার নেই। আর যদি কোন ইংরেজির বাংলা না পান তাহলে এই রকম ভাবে লিখতে পারেন: [[AAAA|আআআ]] এতে নিবন্ধে লাল লিঙ্ক আসবে, তাও করতে পারেন। (এভাবে দেওয়ার প্রয়োজন নেই)।

আপনাকে কিছু পরামর্শ দিতেই এই বার্তা দেয়া। না বুঝলে জানাবেন। --আফতাব (আলাপ) ১৪:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
-:) জি আমি বুঝতে পেরেছি। আমি ভবিষ্যতে আপনি যেভাবে বলেছেন সেভাবে করবো। আমি শিখেছিলাম যে techno এবং বৈজ্ঞানিক terms সম্পর্কিত ইংরেজি শব্দ গুলোর সরাসরি বাংলা যদি অবোধ্য হয় তাহলে বন্ধনীতে ইংরেজি লিখতে হয়। আর যেহেতু ইংরেজি দিয়েছি তাই ইংরেজি লিঙ্ক দিতাম, যা হোক ইংরেজি লিঙ্ক দেব না।

আমি মাভেন এডিট করে দিয়েছি, সকল ইংরেজি লিঙ্ক সরিয়ে দিয়েছি ১/২ টি বন্ধনীতে ইংরেজি রেখেছি সেগুলো সরালে ওই শব্দর ভুল মানে হবে।

আপনাকে ধন্যবাদ মুল্যবান পরামর্শ দেবার জন্য।--Enamul (আলাপ) ২৩:১৩, ৩০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অনাথ অ-মুক্ত চিত্র:ইউএস-বাংলা এয়ারলাইন্সের লোগো.jpg সম্পর্কে[সম্পাদনা]

⚠

চিত্র:ইউএস-বাংলা এয়ারলাইন্সের লোগো.jpg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।

লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ০৮:০১, ৫ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]