উইকিপিডিয়া:আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীদের সাহায্য
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
|
সরাসরি চলুন: সূচিপত্রে ↓ প্রথম আলোচনায় ↓ পাদদেশের আলোচনায় ↓ |
[নোটিশ]: নতুন নিবন্ধ টহল নীতিমালা ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে
প্রিয় সবাই, নতুন অবদানকারীদের জন্য বাংলা উইকিপিডিয়ার পরিবেশ আরো বন্ধুত্বপূর্ণ করার জন্য ২০১৬ সালে আমরা একটি নীতিমালা তৈরি করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল, পরে আর সেটি কার্যকর করতে কোন উদ্যোগই নেওয়া হয়নি যার সিংহভাগ দায় আমার উপরেই যদিও। তারপরও দেরীতে হলেও উক্ত আলোচনার ভিত্তিতে উইকিপিডিয়া:নতুন নিবন্ধ টহল নীতিমালা পাতাটি তৈরি করেছি। যেহেতু টহলদানকারীদের জানতেও কিছুটা সময় লাগবে তাই সাথে সাথে এটি কার্যকর না করে নতুন বছরের শুরু থেকে এটি কার্যকর হবে। সবাইকে আলাপ পাতায় বার্তা দিয়ে ১ জানুয়ারিতে জানিয়ে দেব। আর এই কয়েকদিন এখানে এবং নজর তালিকা নোটিশে দিয়ে দিবো। ১ জানুয়ারি থেকে কার্যকরের আরো একটি কারণ হলো যাতে এই কয়েকদিনে যাঁরা সে সময় আলোচনাতে অংশ নেননি বা পরে যুক্ত হয়েছেন উইকিপিডিয়ায়, তাঁরাও কোন মতামত থাকলে সেটিও জানাতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৮, ২২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- প্রশ্ন: কেউ উপপাতায় নিবন্ধ তৈরি করে পাঁচদিন পর মূল নামস্থানে স্থানান্তর করলেন। এখন ৪৮ ঘন্টা উপপাতায় তৈরি হওয়ার সময় থেকে গণনা হবে, নাকি মূল নামস্থানে আসার সময় থেকে গণনা হবে। — Ahmad ০৯:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
- মূল পাতাতে স্থানান্তরের থেকে হওয়া উচিত। কারণ টেকনিক্যালি উপপাতায় থাকা পর্যন্ত সেটা নিবন্ধ হিসেবে যেহেতু গণনা করা হচ্ছে না। নিবন্ধ তখনই যখন সেটা নিবন্ধ বা প্রধান নামস্থানে আসে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫২, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
প্রশাসনিক বিভাগের কাঠামো সংক্রান্ত নিবন্ধ
প্রশাসনিক বিভাগ/উপবিভাগ সংক্রান্ত নিবন্ধ খুঁঁজতে গিয়ে কয়েকটা ব্যাপার চোখে পড়লো, সেগুলো এখানে তুলে ধরছি।
প্রথমে এই বিভাগগুলির নামকরেণের ব্যাপারটা দেখা যাক। ইতালির প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের নাম হচ্ছে regione (~রেজোনে), ইংরেজিতে যাকে region বলা হয়ে থাকে। ইতালির দ্বিতীয় স্তরের বিভাগকে বলা হয় province (~প্রোভিঞ্চে), ইংরেজিতে যাকে province বলা হয়ে থাকে। প্রথমটার ক্ষেত্রে বাংলায় "প্রদেশ" এবং দ্বিতীয়টার ক্ষেত্রে "অঞ্চল" ব্যবহার হয়েছে, যদিও region বোঝাতে সাধারণত অঞ্চল শব্দটি ব্যবহার হয়ে থাকে।
জাপানের প্রথম স্তরের বিভাগকে ইংরেজিতে প্রিফেকচার বলা হয়। বাংলায় সেটা ব্যবহার করা হয়নি, তাতে কোন অসুবিধা নেই। কিন্তু নিবন্ধের শিরোনামে আবার প্রশাসনিক অঞ্চল শব্দগুলো ব্যবহার হয়েছে, যার মাধ্যমে মনে হতে পারে এই নিবন্ধে জাপানের সর্ব স্তরের প্রশাসনিক অঞ্চলের বিবরণ দেওয়া হয়েছে (যদিও অন্যান্য ভাষার উইকিপিডিয়ার বিষয়বস্তুতে তা দেখা যাচ্ছে না)। অন্যদিকে সিরিয়ার প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে গভর্নরেট শব্দ ব্যবহার করা হয়েছে, যেহেতু ইংরেজি নিবন্ধে সেটা ব্যবহার করা হয়েছ। কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে ইংরেজি নিবন্ধে governorate থাকলেও বাংলায় প্রদেশ ব্যবহার করা হয়েছে।
এরপর দেখি শিরোনামে বহুবচন কীভাবে বোঝানো হয়েছে। ইতালির প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের কাঠামো সংক্রান্ত নিবন্ধের ক্ষেত্রে শিরোনাম রয়েছে ইতালীর প্রদেশসমূহ (-লী কেন ব্যবহার হয়েছে জানি না), আবার আফগানিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানের প্রদেশ। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে -সমূহ ব্যবহার হয়নি, আবার ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে -সমূহ ব্যবহার হয়েছে।
এখন আমার প্রশ্নগুলো হলো:
- ১) কোনো দেশের প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের কাঠামো সংক্রান্ত নিবন্ধ/তালিকার শিরোনামের নামকরণ কী ভাবে করা হবে?
- ২) কোথায় প্রদেশ, কোথায় অঞ্চল আর কোথায় যে দেশের বিভাগ, সেই দেশে ব্যবহৃত শব্দই ব্যবহার হবে সেটা কীভাবে বোঝা যাবে?
- ৩) আর -সমূহ কি ব্যবহার করা হবে?
সকলের মতামতের আশায় রইলাম। ধন্যবাদান্তে, তনয় ✉ ১০:০৪, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- @Tanay barisha: ইতালিরটা ঠিক ধরেছেন। regione হল অঞ্চল (প্রদেশ না)। আমি ঠিক করে দিলাম ওটা। জাপানেরটা ক্ষেত্রে শিরোনাম পরিবর্তন করে প্রিফেক্চারসমূহ (বা যদি বাংলা থাকে) দেয়া দরকার। গভর্নোরেট মূলত প্রদেশের মতই যা আরব দেশগুলিতে ব্যবহৃত। এখানে প্রদেশ বাদ দিয়ে গভর্নোরেট (বা যদি বাংলা থাকে) দেয়া দরকার। আর সর্বশেষ -সমূহ, যদিও আমরা বিষয়শ্রেণীতে -সমূহ ব্যবহার করি না কিন্তু নিবন্ধের শিরোনামে করি। আমি সবগুলির সামঞ্জস্যতা বজায় রাখতে শিরোনামে -সমূহ যোগ করতে বলব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৭, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
মন্তব্য: এই আলোচনার নিষ্পত্তিকে ত্বরান্বিত করার জন্য নীচে যারা প্রথম স্তরে সংক্রান্ত নিবন্ধ লিখেছেন (অন্তত আমি যাদের নাম খুঁঁজে পেয়েছি) তাদের পিং করছি, এবং প্রথম স্তরের প্রশাসনিক বিভাগের জন্য বিভিন্ন দেশে যে শব্দ ব্যবহার হয় (১, ২) তার একটা পরিসংখ্যান (এবং সেই শব্দগুলির সম্ভাব্য অনুবাদ) দিলাম:
- ১) @Zaheen, ব্যা করণ, MD Abu Siyam, Bellayet, Tanweer Morshed, Meghmollar2017, খাঁ শুভেন্দু, MustafaKamal, S. M. Nazmus Shakib, Jonoikobangali, Ashiq Shawon, এবং Shahidul Hasan Roman:
- ২) পরিসংখ্যান:
প্রশাসনিক বিভাগ | সংখ্যা | বাংলা |
---|---|---|
Districts | ৭১ | জেলা |
Provinces | ৪৭ | প্রদেশ |
Regions | ৩৬ | অঞ্চল |
Municipalities | ৩৫ | পৌর সংস্থা |
Departments | ১৯ | বিভাগ |
Counties | ১৯ | কাউন্টি |
States | ১১ | রাজ্য |
Governorates | ১১ | গভর্নরেট |
Parishes | ৭ | প্যারিশ |
Prefectures | ৫ | প্রেফেকচার |
Cantons | ৫ | ক্যান্টন |
Communes | ৪ | প্রজাসভা |
Divisions | ২ | বিভাগ |
এখানে কিছু শব্দে দ্বিতীয় স্তরের প্রশাসনিক বিভাগের পরিসংখ্যানও সংযুক্ত করা হয়েছে। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলি একটা দেশের ক্ষেত্রে ব্যবহার হয়েছে: Federal subjects - যুক্তরাষ্ট্রীয় বিভাগ, Emirates - আমিরাত, Autonomous islands - স্বায়ত্তশাসিত দ্বীপ, Regional circumscriptions - আঞ্চলিক সীমায়িত বিভাগ, Local councils - স্থানীয় কাউন্সিল, Regional corporations - আঞ্চলিক পৌরনিগম, Oblasts - ওব্লাস্ত, Territories - অঞ্চল, Okruhas - ওক্রুহা, Voivodeships - ভয়ভুড, Autonomous communities - স্বায়ত্তশাসিত সম্প্রদায়। এছাড়াও যেগুলো বাংলা করতে পারলাম না: Quarters, Entities।
আপনাদের মতামত একান্তভাবে কাম্য। আর আমি "-সমূহ বিরোধি" :-)। তনয় ✉ ১৭:৩৬, ৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- যতদূর মনে পড়ে, কয়েক বছর আগে আমি ভারত ও বাংলাদেশ সংক্রান্ত নিবন্ধগুলির ক্ষেত্রে উইকিপিডিয়ানদের কাছে যথাক্রমে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও বাংলা একাডেমীর বানানরীতি ব্যবহারের অনুরোধ জানিয়েছিলাম। প্রথমোক্ত সংস্থাটি একটি প্রশাসনিক পরিভাষাকোষও প্রকাশ করেছে। বাংলা একাডেমীরও নিজস্ব পরিভাষাকোষ আছে বলেই জানি। তাই এই দুই দেশের প্রশাসনিক বিভাগগুলির নামকরণে ওই পরিভাষাকোষ ব্যবহার করলে সমস্যা থাকবে না। অন্যান্য দেশের ক্ষেত্রে কয়েকটি সমস্যা আছে। জেলা (district), বিভাগ (division), রাজ্য (state) ও অঞ্চল (territory/region) নামক বিভাগগুলির কোনও না কোনওটি ভারতে ও বাংলাদেশে আছে। ব্রিটিশ ভারতে ও পূর্ব পাকিস্তানে প্রদেশ (province) ছিল। তাই এই নামগুলি নিয়ে সমস্যা নেই। অন্যান্য দেশের district, division, state, region বা province-এর বাংলা হিসাবে আমরা জেলা, বিভাগ, রাজ্য, অঞ্চল বা প্রদেশ ব্যবহার করতে পারি। কিন্তু county, governorate, parish, prefecture, canton, commune ইত্যাদি নামের বিভাগগুলি যেহেতু আমাদের দুই দেশের কোথাও নেই, সেহেতু ওই ইংরেজি নামগুলিই বাংলা অক্ষরে অর্থাৎ কাউন্টি, গভর্নরেট, প্যারিশ, প্রিফেকচার, ক্যান্টন, কমিউন ইত্যাদিক্রমে রাখা যায়। এসব ক্ষেত্রে স্থানীয় ভাষায় যে নাম ব্যবহৃত হয়, তাও উইকিপিডিয়ায় প্রচলিত নাম-ব্যবহার নীতির প্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে ব্যবহার করা যায়। ভারতীয় উইকিপিডিয়ানদের একটি বিষয়ে সতর্ক থাকতে বলছি। ভারতে তিন ধরনের শহর রয়েছে municipal corporation (পৌরসংস্থা বা পৌরনিগম), municipality (পুরসভা) ও census town (জনগণনা নগরী)। জনসংখ্যার ভিত্তিতে তিন ধরনের শহরের সংজ্ঞাও আলাদা। অন্য দেশের শহরের ক্ষেত্রে এই নিয়ম তাই খাটে না। সেই বুঝে আমাদের পরিভাষা নির্বাচন করতে হবে। সেই সঙ্গে বিশেষভাবে বলতে চাই - উইকিপিডিয়া:রাষ্ট্রবিজ্ঞান পরিভাষা পৃষ্ঠাটির উন্নতিসাধনের দিকে আমাদের যত্নবান হওয়া উচিত। "-সমূহ" প্রসঙ্গে জানাই, ব্যক্তিগতভাবে আমি সাধুভাষার "-সমূহ" শব্দটির পরিবর্তে চলিত ভাষার "-গুলি" শব্দটির পক্ষপাতী। ধন্যবাদান্তে --অর্ণব দত্ত (আলাপ) ০৯:০৯, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- আরও একটি বিষয়ের উল্লেখ করতে চাই। ভারত ও বাংলাদেশে কিছু কিছু প্রশাসনিক পরিভাষা আলাদা। যেমন, ministry-কে বাংলাদেশে বলা হয় 'মন্ত্রণালয়'; কিন্তু ভারতে বাংলায় বলে 'মন্ত্রক' (হিন্দিতে 'মন্ত্রণালয়' কথাটি ব্যবহার করা হয়)। আবার গ্রামস্তরে বাংলাদেশে 'ইউনিয়ন' শব্দটি প্রচলিত; ভারতে ত্রিস্তর পঞ্চায়েত স্তরে 'গ্রাম পঞ্চায়েত', 'পঞ্চায়েত সমিতি' ও 'জেলা পরিষদ' শব্দ তিনটি বাংলাতেও প্রচলিত। এছাড়া বাংলাদেশে 'মহাপরিচালক' নামে একটি পদের অস্তিত্ব রয়েছে, যেটির সমতুল্য পদ ভারতে সম্ভবত কোনও সংস্থার 'সভাপতি'। 'মহকুমা' শব্দটি বাংলাদেশে জেলা-পুনর্গঠনের পূর্ববর্তী একটি প্রশাসনিক বিভাগ; ভারতে এটির অস্তিত্ব এখনও আছে। জেলার নিম্নবর্তী স্তরে বাংলাদেশে 'উপজেলা'; কিন্তু ভারতে প্রথমে মহকুমা এবং তার নিচে 'সমষ্টি উন্নয়ন ব্লক'। তাই অন্য কোনও দেশের প্রশাসনিক পরিভাষা নির্বাচনের ক্ষেত্রে আমাদের এমন পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে আমাদের দুই দেশের প্রশাসনিক বিভাগ সম্পর্কে আমাদের যা ধারণা তার সঙ্গে অন্য কোনও দেশের প্রশাসনিক বিভাগ সম্পর্কে ধারণা অর্জনে কোনও বিভ্রান্তি না সৃষ্টি হয়। বিভ্রান্তি কেন হতে পারে তার একটি উদাহরণ দিই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার দ্বিস্তরীয় - কাউন্টি ও মিউনিসিপ্যালিটি। কাউন্টি হল সে দেশের অঙ্গরাজ্যের একটি প্রশাসনিক ও রাজনৈতিক বিভাগ। এটি সে-দেশের দ্বিতীয় স্তরের বিভাগ। এছাড়া সেদেশে কয়েকটি স্বাধীন শহর (indipendent city) আছে, যেগুলি কাউন্টির সমতুল্য মর্যাদা ভোগ করে। কাউন্টির পরবর্তী বিভাগ মিউনিসিপ্যালিটি ও minor civil division. মিউনিসিপ্যালিটি স্তরে city, town, borough, village সহ বিভিন্ন ধরনের এক্তিয়ার-এলাকা আছে। এই ধারণা ভারতে বা বাংলাদেশে অপ্রচলিত। ভিলেজ মানে আমরা বাঙালিরা বুঝি গ্রাম; তাই মার্কিন 'গ্রাম' যে মিউনিসিপ্যালিটির অঙ্গ হতে পারে, সেটা সাধারণ পাঠকের বুঝতে সমস্যা হতে পারে। সেই বুঝে পরিভাষা নির্বাচন করা উচিত। --অর্ণব দত্ত (আলাপ) ০৯:৪০, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
যেগুলোর বাংলা প্রতিশব্দ বাংলায় আছে, সেগুলো অবশ্যই বাংলা প্রতিশব্দ (যেমন:state – রাজ্য) ব্যবহার করতে হবে।
বাংলাদেশে municipality শব্দের প্রতিশব্দ হিসেবে পৌরসভা বহুল ব্যবহৃত। এক্ষেত্রে, পুরসভা বা পৌরসভা যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। Governorate এর বাংলা প্রতিশব্দ হিসেবে প্রতিবর্ণীকৃত শব্দ ব্যবহার করা যেতে পারে। তবে হ্যাঁ, ইরাকে governorate কে কখনো কখনো province বলা হয়। ইরাকের ক্ষেত্রে কখনো কখনো প্রদেশ ব্যবহার করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে ইরাকের ক্ষেত্রে প্রদেশ ব্যবহারের পক্ষে। যত কম শব্দঋণ করা যায়, ততই ভালো। অন্যান্যগুলো oblast – অঞ্চল, okruha – প্রশাসনিক বিভাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে (ইংরেজি প্রতিশব্দ অনুসারে)। আর, voivodeships এর ক্ষেত্রে প্রদেশ (শুধু পোল্যান্ড) ও প্রতিবর্ণীকরণ করা যেতে পারে।
ইংরেজি উইকিপিডিয়ায় থাকা quarters নিবন্ধ পড়ে মনে হল এর বাংলা হিসেবে নগরাঞ্চল শব্দটি ব্যবহার করা যেতে পারে। entities এর ক্ষেত্রে অঞ্চল। disputed entities এর বাংলা হিসেবে বাংলা পত্রপত্রিকায় বিবাদমান অঞ্চল লেখা হতে দেখেছি। Local Council এর বাংলা স্থানীয় পরিষদ লেখা যেতে পারে।S. M. Nazmus Shakib (আলাপ) ১৪:৩০, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- @Jonoikobangali এবং S. M. Nazmus Shakib: আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ।
- অর্ণব দত্ত, -সমূহ ব্যবহারের বিষয়ে একটু প্রশ্ন থেকে গেল। ধরুন ইংরেজি নিবন্ধ Districts of Bhutan, এর বাংলা কী হবে? ভুটানের জেলা না ভুটানের জেলাসমূহ না ভুটানের জেলাগুলি? এছাড়াও এই বিষয়শ্রেণীর বাংলা কী হবে? এল সালভাদোরের বিভাগ না বিভাগসমূহ না ডিপার্টমেন্টসমূহ না ডিপার্টমেন্টগুলি?
তনয় ✉ ১৫:১৪, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- আমার জানা মতে, কোনও দেশেরই প্রশাসনিক বিভাগ একটি হয় না। যেমন ধরুন, একটি জেলা নিয়ে তো বাংলাদেশ গঠিত নয়। আবার একটি রাজ্য নিয়েও ভারত গঠিত নয়। সেক্ষেত্রে বহুবচন ব্যবহার না করলেও স্বাভাবিকভাবেই সেটা বহুবচনই বোঝাবে। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যখন বলা হয়, তখন এখানে বহুবচনই বোঝায়। আলাদা করে ইংরেজির অনুকরণে "ভারতের রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ" না বললেও চলে। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:০৯, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- আবার ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের রাজধানীর তালিকা - নিবন্ধটিতে দেখুন, রাজ্যগুলির ক্ষেত্রে সমূহ ব্যবহৃত হয়নি, শুধু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে হয়েছে। তাহলেও একটি রাজ্য বোঝায়নি। --অর্ণব দত্ত (আলাপ) ১৯:১০, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- আপনাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। এই আলোচনার ভিত্তিতে যা করবো ভাবছি তা হলো যে প্রশাসনিক বিভক্তির অনুবাদ সরাসরি বাংলায় ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে বাংলায় ব্যবহৃত শব্দ ব্যবহার করবো, আর বাকি শব্দের ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ ব্যবহার করবো। আর -সমূহ শব্দ ব্যবহার করবো না, অর্থাৎ ইতালির প্রশাসনিক অঞ্চল এবং বাংলাদেশের জেলা (ইতিমধ্যেই বাংলাদেশের উপজেলা রয়েছে)। নিবন্ধ, বিষয়শ্রেণী এবং টেমপ্লেটের শিরোনামে এই নিয়ম অনুসরণ করবো। তনয় ✉ ১৬:০০, ৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
Wikimedia Movement Strategy: 2020 Community Conversations
Dear Wikimedians,
Greetings! Wishing you a very happy new year!
We have an update for the next steps of the Movement Strategy! We're preparing for a final round of community conversations with Wikimedia affiliates and online communities around a synthesized set of draft recommendations to start around late/mid January. In the meantime, recommendations’ writers and strategy team has been working on integrating community ideas and feedback into these recommendations. Thank you, for all of your contributions!
What's New?
The recommendations writers have been working to consolidate the 89 recommendations produced by the working groups. They met in Berlin a few weeks back for an in-person session to produce a synthesized recommendations document which will be shared for public comment around late/mid January. A number of common areas for change were reflected in the recommendations, and the writers assessed and clustered them around these areas. The goal was to outline the overall direction of the change and present one set that is clearly understood, implementable and demonstrates the reasoning behind each.
What's Next?
We will be reaching out to you to help engage your affiliate in discussing this new synthesized version. Your input in helping us refine and advance key ideas will be invaluable, and we are looking forward to engaging with you for a period of thirty days from late/mid January. Our final consultation round is to give communities a chance to "review and discuss" the draft recommendations, highlighting areas of support and concern as well as indicating how your community would be affected.
Please share ideas on how you would like to meet and discuss the final draft recommendations when they are released near Mid January whether through your strategy salons, joining us at global and regional events, joining online conversations, or sending in notes from affiliate discussions. We couldn't do this without you, and hope that you will enjoy seeing your input reflected in the next draft and final recommendations. This will be an opportunity for the movement to review and respond to the recommendations before they are finalized.
If possible, we'd love if you could feature a discussion of the draft recommendations at the next in-person meeting of your affiliate, ideally between the last week of January and the first week of February. If not, please let us know how we can help support you with online conversations and discussing how the draft recommendations fit with the ideas shared at your strategy salon (when applicable).
The input communities have shared so far has been carefully documented, analyzed, and folded into the synthesized draft recommendations. Communities will be able to see footnotes referencing community ideas. What they share again in January/February will be given the same care, seriousness, and transparency.
This final round of community feedback will be presented to the Board of Trustees alongside the final recommendations that will be shared at the Wikimedia Summit.
Warmly -- User:RSharma (WMF) ১৫:৫৮, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ
বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতাকে হালনাগাদ করতে হবে, অথবা নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ পাতা তৈরি করতে হবে।
সমস্যা
যেহেতু বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতায় কমন্সে থাকা চিত্র গুলো দেখায়, সেজন্য প্রকৃত পক্ষে যে সকল চিত্রের প্রয়োজন সেগুলো অনুসরণ করা কঠিন হয়ে পরে।
কি করা যেতে পারে
১. বিশেষ:আবশ্যিক ফাইলসমূহের তালিকা থেকে কমন্সে থাকা চিত্রগুলো বাদদেওয়া হওক।
২. নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ তৈরি করা হওক।
মন্তব্য
আপনি চাইলে সরাসরি মন্তব্যের অনুরোধ পাতায় আপনার মন্তব্য প্রদান করতে পারেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৮:৪৬, ৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
Project Tiger 2.0 - last date of the contest
- Excuse us for writing in English, kindly translate the message if possible
Greetings from CIS-A2K!
It has been 86 days since Project Tiger 2.0 article writing contest started and all 15 communities have been performing extremely well, beyond the expectations.
The 3-month contest will come to an end on 11 January 2020 at 11.59 PM IST. We thank all the Wikipedians who have been contributing tirelessly since the last 2 months and wish you continue the same in these last 5 days!
Thanks for your attention
using --MediaWiki message delivery (আলাপ) ১৩:৩৫, ৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
সালতামামি ২০১৯: সবচেয়ে বেশি দেখা হয়েছে বাংলা উইকিপিডিয়ার যে সব নিবন্ধ
২০১৮ থেকে এই ধারাবাহিক লেখাটি শুরু করেছিলাম। এবারও তথ্য উপাত্ত সংগ্রহ করে লিখে ফেললাম। আপনারাও এক নজর দেখে নিতে পারেন কোন নিবন্ধগুলোতে পাঠকের আগ্রহ বেশি ছিলো গত বছর। ধন্যবাদ।
- ২০১৯ সালে বাংলা উইকিপিডিয়ার সর্বাধিক জনপ্রিয় পাতা ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৫, ৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী:Nocturnal306 এর বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য অভিযোগের বিষয়ে!
সম্মানিত সম্প্রদায়, সম্প্রতি কিছুদিন পূর্বে একজন মিডিয়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এবং ব্যবহারকারী:Nocturnal306 এর বিরুদ্ধে উইকিপিডিয়া সম্প্রদায়ের নিকটে একটি অভিযোগ তুলে ধরতে অনুরোধ জানিয়েছেন। ব্যবহারকারী:Nocturnal306 ব্যবহারকারীর বিরুদ্ধে কিছু অভিযোগ নিয়ে ফেসবুকের ডিএসই গ্রুপে তিনি পোস্ট করেছিলেন। পোস্ট করার পরবর্তী সময়ে নিজেকে লুকোনোর জন্য ব্যবহারকারী:NahalAhmed থেকে ব্যবহারকারী:Nocturnal306 নামে পরিবর্তন করেছেন বলে অভিযোগে জানিয়েছেন। অভিযোগে Nocturnal306-এর বিভিন্ন অভিনেতা, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিবন্ধ করিয়ে দেয়ার জন্য টাকা নেন এবং বেশকিছু অ্যাকাউন্ট থেকে তিনি সম্পাদনা চালিয়ে আসছেন বলে অভিযোগকারী জানান। Nocturnal306-এর বিভিন্ন অভিনেতা, মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে নিবন্ধ করিয়ে দেয়ার জন্য ফোনে টাকা চাওয়ার কন্ঠবার্তার অনুলিপি আমাকে পাঠানো হয়। সেখানে সে নিবন্ধ প্রতি ৪-৫ হাজার টাকা দাবী করেন। অনেকের সাথে টাকা না দেওয়ায় নিবন্ধ অপসারণের হুমকি দিয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন। Nocturnal306 সম্প্রতি সময়ে মিডিয়া ব্যক্তিত্ব শামিম হাসান সরকার ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিত্ব জনাব ইলিয়াসের নিকট থেকে নিবন্ধ তৈরি করার শর্তে টাকা দাবী করেছেন। এবং শামিম হাসান সরকার টাকা প্রদানের শর্তে রাজি না হওয়ায় তাকে হুমকিমূলক বার্তা পাঠিয়েছেন (এই অভিযোগের শক্ত প্রমানাদি পাওয়া যায়নি)। তার সে সময়ের কন্ঠবার্তা গুগল ড্রাইভে এখানে পাবেন।
পরবর্তী সময়ে জনাব নেহাল তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে পারলে আমাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠায় এবং বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন তিনি বাংলা লিখতে ধীরগতির ফলে বেশিরভাগ সময়ে ইংরেজি উইকিতে সময় দেন। যা তার পূর্বের এই কন্ঠবার্তার সাথে মিলে যায়। ফলে প্রাথমিকভাবে এটা অনুমান করা যায় টাকা দাবী করা উক্ত বার্তা Nocturnal306-এর। এছাড়া "তার প্রতি আনিত সকল অভিযোগ মিথ্যা" এটি ব্যাখ্যা করার সময়ে তিনি আমাকে কন্ঠবার্তার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং তার পূর্বে ধারন করা কণ্ঠবার্তার সাথে পরের কণ্ঠবার্তার কথা বলার ধরন, গলার স্বর ইত্যাদির মিল খুঁজে পাওয়া যায়। এতে সহজেই প্রতীয়মান হয় যে কন্ঠবার্তার ব্যক্তি তিনি নিজেই। পরবর্তী সময়ে কণ্ঠবার্তা এখানে পাবেন। এমতাবস্থায় এটি প্রতীয়মান হয় যে জনাব নাহাল সাহেব অস্বীকার করলেও যেহেতু তার পূর্বের এবং পরের কণ্ঠবার্তার মিল খুঁজে পাওয়া গেছে, সেহেতু তিনি গোপনে আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলে বলে ধারনা করা যায়। যা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী কাজ। উইকিপিডিয়াতে না জানিয়ে অর্থের বিনিময়ে সম্পাদনা নিষিদ্ধ। তিনি তিনি না জানিয়ে অর্থের বিনিময়ে সম্পাদনা করেছেন এবং উইকিপিডিয়া সম্পর্কে সকলের মাঝে নেতিবাচক ধারনার জন্ম দিতে কাজ করছেন। এতে উইকি-সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ণ হয় এবং সেচ্ছাসেবীদের নৈতিকতা নিয়েও সকলের মনে প্রশ্ন জাগে। যা স্পষ্ট উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন করে। ফলে বিষয়টি নিয়ে সম্প্রদায়ের নজরে আনতে আগ্রহ অনুভব করছি। উক্ত বিষয় খুবই স্পর্শকাতর হওয়ায় সম্প্রদায়ের মতামত এবং প্রশাসক, ব্যুরোক্র্যাট, ব্যবহারকারী পরীক্ষক সহ সকলকে আলোচনা সহ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি. (উল্লেখ্যঃNocturnal306-এর বিষয়ে অভিযোগকারী ইতিমধ্য এহেন কর্মকান্ড সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগে জানিয়েছেন।) - শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ২১:২৬, ১২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- সম্প্রদায়ের আলাপ পাতায় এই আলোচনা শুরুর পরে জনাব নাহাল আহমেদ অভিনেতা শামিম হাসান, ইলিয়াস, ইমান খানকে নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ আলাপ খুলেছেন। সেখানে "Abdullah Zubayer" নামে একটি অ্যাকাউন্ট থেকে আলাপটি শুরু করা হয়। বর্তমানে অ্যাকাউন্টটি নিস্ক্রিয় করে রাখা হয়েছে। গ্রুপ আলাপ পাতার স্কিনশট পাবেন এখানে এবং এখানে। স্কিনশট দেখে সহজেই বুঝা যাচ্ছে আবদুল্লাহ যুবায়ের এবং নাহাল আহমেদ একই ব্যক্তি। দ্বিতীয়ত আবদুল্লাহ যুবায়ের নামের আইডি থেকে তিনি বিভিন্ন অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্বদের সাথে যোগাযোগ চালিয়ে গেছেন। সেখানে তিনি টাকার বিনিময়ে সম্পাদনার কথা বলেছেন যা আমি এই লেখার প্রথম দিকে সংযুক্তি হিসাবে কিছু কন্ঠবার্তা দিয়েছি। এখানে ফেসবুক আলাপের কিছু স্কিনশট পাবেন, যার মাধ্যমে দেখতে পাবেন তিনি মিডিয়া ব্যক্তিত্বদের হুমকিমূলক বার্তা দিয়েছেন। দ্বিতীয়তঃ এই স্কিনশটের আবদুল্লাহ জুবাইয়ের এর ছবি জনাব নাহাল সাহেবের ফ্লিকার অ্যাকাউন্টের ছবির সাথে মিলে যায়, ছবি দেখুন এখানে। সর্বোপরি এটা থেকেও বুঝা যাচ্ছে আবদুল্লাহ জুবায়ের এবং নাহাল আহমেদ এর আইডি একজনই নিয়ন্ত্রণ করেন। সেক্ষেত্রে পূর্বে প্রদান করা কন্ঠবার্তা, স্কিনশট এটাই প্রমান করে জনাব নাহাল সাহেব সম্প্রদায়কে না জানিয়ে আর্থিক লেনদেনের সাথে জড়িত তাতে কোন দ্বিধা নেই, তিনি মিডিয়া ব্যক্তিত্বদের হুমকি, তুচ্ছ তাচ্ছিল্য করে বার্তা দিয়েছেন যখন তারা টাকার বিনিময়ে তাদের উইকি নিবন্ধ তৈরি করাতে চান নি। ফলে তার হতে সংগঠিত অপরাধ প্রমান হতে আর কিছু বাকি থাকে না।- শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ০৬:২৭, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
মতামত
- অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বেশ বড় একটি সক ফার্ম সক্রিয়। এই অ্যাকাউন্ট সেই সক ফার্মের অংশ। কিছুক্ষণ পরে আমি আরো বিস্তারিত মন্তব্য করছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫৮, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- মন্তব্য। মিডিয়া ব্যক্তিত্ব, উঠতি পরিচালক, উঠতি সাহিত্যিক পরিচয় দেয়া কিছু লোকও খুব সক্রিয়। তারা উইকিপিডিয়ানদের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে পাতা তৈরি কতে দেয়ার অনুরোধ করেন। এমনকি টাকাও অফার করে থাকেন। ব্যক্তিগত অভিজ্ঞতা: একজন তথাকথিত পরিচালক প্রায় এক বছর আগে আমার সোশ্যাল মিডিয়া থেকে ফোন নাম্বার সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করেন (এরপর থেকে ফোন নাম্বার প্রকাশ করি না।)। তিনি প্রায়ই ফোন করে আমাকে পাতা তৈরি করে দেয়ার অনুরোধ করতেন। উইকিপিডিয়ার নীতিমালা তাকে বুঝিয়ে বলায় তিনি প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকার লিঙ্কও আমাকে দেন। যেগুলোর সবগুলোই ম্যানিপুলেটেড মনে হয়েছে। আমি বিনয়ের সাথে তার প্রস্তাব অস্বীকার করার পরও তিনি প্রায় ছয় মাস যোগাযোগ রেখেছেন, দেখা করতে চেয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে রূঢ় কথা শোনানোর পর থেকে আর যোগাযোগ করেন নি। উইকিপিডিয়ার নীতিমালাগুলো বোঝার পর থেকে শুধু সাদকায়ে জারিয়ার নিয়তে সম্পাদনা করি। আমি আমার জায়গা সৎ থাকতে পারলেও, অনেকেই হয়তো পারবে না। কারণ, তাদের অফারগুলো বেশ লোভনীয় হয়। প্রশাসকদের প্রতি অনুরোধ, মিডিয়া ব্যক্তিত্বদের নিবন্ধে পর্যাপ্ত তথ্যসূত্র থাকলেও যাতে একাধিকবার পর্যালোচনা করা হয়। --ইয়াহিয়া (✉) ১০:৩৫, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- ইয়াহিয়া ভাই, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছেন তা যেমন সত্য তেমনি এটির ফলে উইকিপিডিয়ার নীতিমালা লঙ্ঘন হয় এটিও সত্য। আপনি উপরে প্রদত্ত কন্ঠবার্তাগুলো শুনলে বুঝতে পারবেন জনাব নাহাল ভাইয়ের ক্ষেত্রে তিনি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করেছেন। এবং তার কন্ঠবার্তায় স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে যে, তিনি অনেকগুলো নিবন্ধ করেছেন এবং বড় পরিমানের টাকাও কামিয়েছেন। যখন কোন একজন তার প্রস্তাবের সাথে রাজি হলো না তখন তিনি রুঢ় আচরন (হুমকি) পর্যন্ত দিয়েছেন। এবং সহজে ধারনা করা যায় সম্প্রদায়কে না জানিয়ে তার এহেন কাজ নির্দ্বিধায় পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরেই চালিয়ে আসছিলেন বলে মনে হচ্ছে। এছাড়া একাধিক একাউন্ট তিনি ব্যবহার করছেন বলে ধারনা করছি, এটিও স্পষ্ট নীতিমালা লঙ্ঘন। মিডিয়া ব্যক্তিদের নিবন্ধ যেমন ভালোভাবে পর্যালোচনা করা উচিৎ, সেরকম একই ভাবে এজাতীয় কাজ চালিয়ে যাচ্ছে এরকম ব্যবহারকারীদের ব্যবস্থা গ্রহন করা উচিৎ - শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ১১:০০, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- মন্তব্য এই পুরো বিষয়ে বিস্তারিত আমার অনেক মন্তব্য হয়েছে. আমি এই পুরো ব্যাপারটাই উত্তর দিব. আমাকে পেইড এডিটর বলে মন্তব্য করা অর্থহীন. "Abdullah Zubayer " আমার পরিচিত এবং আমার ফেসবুক ফ্রেন্ড + কাজিন. যে দুজনের নাম বলা হয়েছে তাদের ব্যাপারে আর্টিকেল বানানোর জন্য আমাকে আব্দুল্লাহ জুবায়ের অফার করে , তারা কোন রকম উল্লেখযোগ্য নয় এবং আমি তাকে না করে দিয়েছি. আমি কোন প্রকার টাকা-পয়সা কারো কাছে চাইনি কোনদিন ( যদি সেটা হতো তাহলে আমি শুধু আর্টিকেল ই ক্রিয়েট করতাম উইকিপিডিয়াতে ). আমি এই ব্যাপারে পুরো বর্ণনা করব.আমি কোন সক নয় এবং আমার কোন একাধিক অ্যাকাউন্ট নেই -Nocturnal306talk ১৪:২৫, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- মন্তব্য নাহাল, অনুগ্রহ করে বাংলায় শব্দ লিখুন। "আর্টিকেল", "অফার", "কাজিন", "পেইড", "এডিটর", "ক্রিয়েট", এছাড়া "." (আমরা দাড়ি দেই, বিন্দু না)। বাহ। আমরা যদি সামান্য নিজের ভাষায় শব্দগুলি না লিখতে পারি তবে কিসের বাঙালী। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৩, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- মন্তব্য Nocturnal306 আপনার বক্তব্য যদি সত্য হয়ে থাকে তবে আপনার কণ্ঠবার্তার ব্যাপারে কিভাবে ব্যাখ্যা করবেন। আপনার টাকা চাওয়ার কণ্ঠবার্তা এবং পরবর্তীতে আমাকে সামাজিক মাধ্যমে যে কণ্ঠবার্তা পাঠিয়েছেন তাতে আপনার পূর্বের এবং বর্তমান বার্তায় আপনার স্বর, কথা বলার ধরন ইত্যাদি মিলে যাচ্ছে। আপনার কণ্ঠবার্তায় যেসকল নিবন্ধের নাম বলা হয়েছে (বাংলা+ইংরেজি) তার প্রায় প্রতিটি নিবন্ধে আপনার অ্যাকাউন্ট থেকে সম্পাদনা রয়েছে। ফলে আপনি নিজেকে নির্দোষ প্রমান করতে চাইলেও আলোচনায় উপস্থাপিত প্রমাণাদি আপনাকে দোষী করছে। যদি আপনার কাছে এগুলো খণ্ডন করার মত কোন ব্যাখ্যা থাকে তবে সম্প্রদায়ের নিকটে উপস্থাপন করুন। "Abdullah Zubayer " আপনার পরিচিত এবং "ফেসবুক ফ্রেন্ড + কাজিন" বলে আপনি উপরের মন্তব্যতে জানিয়েছেন। কিন্তু আপনার কণ্ঠবার্তা কিন্তু সে দিকে নির্দেশ করছে না। এছাড়া আপনার বক্তব্য অনুযায়ী স্বাভাবিকভাবে এটা বুঝা যাচ্ছে আপনিও এটির সাথে জড়িত (যদি ধরা হয় সে আপনার আত্মীয়)।- শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ১৫:২৬, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- মন্তব্য প্রিয় User:Nocturnal306 বা নাহাল, আমি আপনার মিথ্যায় অত্যন্ত মর্মাহত, কেননা আপনার একাধিক ব্যবহারকারী পাতার তথ্য ব্যবহারকারী পরীক্ষক দ্বারা প্রমাণিত হয়েছে এবং তাছাড়াও আপনি নিজেই এ ব্যাপারে একাধিকবার আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে স্বীকার করেছেন যে আপনি ভুল করেছেন ভবিষ্যৎ এ আর করবেন না, এর প্রমাণ রয়েছে আমাদের গ্রুপ এ। আমি আপনার কাছে এ ব্যাপারে কৌফিয়ত আশা করছি।এফ আর শুভ (আলাপ) ১৫:৪৪, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
- বাধা দেওয়া হয়েছে ব্যবহারকারী এখানে মিথ্যা বলেছেন। Abdullah Zubayer এবং আরো অনেক তার সরাসরি অ্যাকাউন্ট। এটা পরীক্ষ ছাড়াই প্রমাণ করা যায়। এই ব্যবহারকারীর জন্য ইতোমধ্যে থাকা তদন্ত পাতা Wikipedia:Sockpuppet investigations/Abdullah Zubayer/Archive। এছাড়াও উইকিপিডিয়াতে এখন পর্যন্ত খুঁজে পাওয়া সক ফার্মের মধ্যে রয়েছে Wikipedia:Sockpuppet investigations/Borhankhan01 যা বাংলাতে উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/Ismailim এবং Wikipedia:Sockpuppet investigations/Rajiul Huda Dipto। ব্যবহারকারীকে ইতোমধ্যে বৈশ্বিক অবরুদ্ধ করা হয়েছে সাথে সাথে এখানেও বাধা দেওয়া হয়েছে। আরো অ্যাকাউন্ট আছে কিনা সেটি বিস্তারিত তদন্তের জন্য সময় লাগবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫০, ১৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)