উইকিপিডিয়া আলোচনা:আলোচনাসভা
এই পাতাটি আলোচনাসভা পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
বড় অক্ষরে লেখা[সম্পাদনা]
আমার মতে আলোচনাসভা পাতার শুরুটায় বড় বড় হরফে এত জিনিসপত্র রাখার কোন দরকার নেই। বহুদূর স্ক্রল করে নিচে নেমে আলোচনায় পৌঁছাতে হয়। এসমস্ত জিনিস যত কম রাখা যায় তত ভাল। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৫৪, ২৩ নভেম্বর ২০০৯ (UTC)
আমি ফাংশনালিটি পরিবর্তন না করে কিছু কাঁটছাঁট করে দিলাম। এখন পড়তে খানিকটা সুবিধা হবে। তারপরেও ইন্ট্রোটা বেশ জবরজং ও বিরক্তিকর। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩০, ২৩ নভেম্বর ২০০৯ (UTC)
"আগ্নেয়াস্ত্র" এর প্রকারভেদ বর্ণনায় ইংরেজি "Long gun" এর বর্ণনায় "কাঠফল" বা "আঁশফল" বা আঞ্চলিক বাংলা ভাষায় "বুবি" ফলের বিবরণ দেওয়া হয়েছে । এখানে সংশোধন প্রয়োজন। — Noni Gopal Singha (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
কেটে দেয়া লেখা রাখা[সম্পাদনা]
কেটে দেয়া লেখা রাখার দরকার আছে কি?---Cool BD (আলাপ | অবদান) ০৭:১৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)
প্রশ্ন[সম্পাদনা]
এখানেই কি আমি প্রশ্ন করতে পারবো??--মোঃ আনোয়ার হোসাইন
- আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতায় কোথায় কোন বিষয়ে প্রশ্ন করবেন সে সম্পর্কিত প্রশ্ন করতে পারবেন। যাইহোক, এটাও কিন্তু প্রশ্ন ছিলো :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫২, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)
- আলোচনাসভায় আপনার প্রশ্ন/মন্তব্য/জিজ্ঞাসা রাখতে পারেন। ধন্যবাদ। – তানভির (আলাপ) ১৫:৩১, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)
ধন্যবাদ[সম্পাদনা]
ধন্যবাদ ভাই তানভির মোঃ আনোয়ার হোসাইন
আমার ১টি প্রশ্ন "বাদাম"সম্পর্কে।[সম্পাদনা]
আমার এই ছোট্ট প্রশ্নটির উত্তর জানা থাকলে দয়া করে জানানোর অনুরোধ রোইলো। বাদাম কি কিনো ভাবে ঘা শুকাতে সাহায্য করে?
উত্তরের অপেক্ষাই থাকবো। ব্যবহারকারী:মোঃ আনোয়ার হোসাইন
- মি. হোসাইন, উইকিপিডিয়া কোনো চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেয় না। বিস্তারিত জানতে দেখুন: উইকিপিডিয়া:চিকিৎসা দাবিত্যাগ। ধন্যবাদ। — তানভির • ০৪:২৭, ১৯ মার্চ ২০১৬ (ইউটিসি)
তাহলে আমার এই প্রোশ্নের উত্তরটি কথাই পাবো????? মোঃ আনোয়ার হোসাইন
নিরাপদ নাকি নয়?[সম্পাদনা]
ভাই,আমার ১টি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে,আমার নিজস্ব লিখা কয়েকটি কবিতা আছে।সেগুলোকি উইকিপিডিয়া কিংবা উইকিবইতে দেওয়া নিরাপদ হবে? এই বিষটি আমাকে বিস্তারিত যানানোর অনুরোধ রইলো। উত্তরের আশায় থাকব। ব্যবহারকারী:মোঃ আনোয়ার হোসাইন
কেনো ভাই? বিস্তারিত তো বললেননা। ব্যবহারকারী:মোঃ আনোয়ার হোসাইন
@মোঃ আনোয়ার হোসাইন: আপনার কাছে দুটি প্রশ্ন:
- আপনি কি কোন উল্লেখযোগ্য ব্যক্তি ?
- আপনার কবিতা বা আপনি কি কোন উল্লেখ যোগ্য পুরস্কার লাভ করেছেন ?
বিস্তারিত বলুন[সম্পাদনা]
@Safi Mahfouz: এখানে প্রায় সবাই উর্দু বা ফারসির সাথে তেমন পরিচিত না। তাই আপনার আলোচনাটি বিস্তারিতভাবে উপস্থাপন করুন। যুক্তিগুলো উপস্থাপন করুন, স্পষ্ট করুন। - ওয়াইস আলাপ ১৫:৩৭, ১৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)