উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/আবশ্যিক ফাইলসমূহ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
একজন সম্পাদক নীচে বর্ণনা করা সমস্যা উপর মন্তব্য করার অনুরোধ করেছে। আপনার সুচিন্তিত মতামত দিতে দ্বিধাবোধ করবেন না।
মনোনয়ন[সম্পাদনা]
বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতাকে হালনাগাদ করতে হবে, অথবা নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ পাতা তৈরি করতে হবে।
সমস্যা[সম্পাদনা]
যেহেতু বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতায় কমন্সে থাকা চিত্র গুলো দেখায়, সেজন্য প্রকৃত পক্ষে যে সকল চিত্রের প্রয়োজন সেগুলো অনুসরণ করা কঠিন হয়ে পরে।
কি করা যেতে পারে[সম্পাদনা]
১. বিশেষ:আবশ্যিক ফাইলসমূহের তালিকা থেকে কমন্সে থাকা চিত্রগুলো বাদদেওয়া হওক।
২. নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ তৈরি করা হওক।
মন্তব্য[সম্পাদনা]
- কোন আপত্তি নেই। ১ নং, ১ নং না সম্ভব হলে ২ নং। এখন দেখার বিষয় আমাদের মত ছোট উইকির আবেদন গ্রহণ করে কিনা মিডিয়াউইকির প্রোগ্রামারগণ (২ নংয়ের জন্য)। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৮, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- ঠিক তাই -- — 180.148.210.66 (আলাপ) থেকে ০০:৫৬, ১২ নভেম্বর ২০১৯ (UTC) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।