২০২৩ এশিয়া কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ এশিয়া কাপ
২০২৩ এশিয়া কাপের লোগো
তারিখ৩০ আগস্ট ২০২৩ – ১৭ সেপ্টেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কএশীয় ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক পাকিস্তান
 শ্রীলঙ্কা
বিজয়ী ভারত (৮ম শিরোপা)
রানার-আপ শ্রীলঙ্কা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৩
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ভারত কুলদীপ যাদব
সর্বাধিক রান সংগ্রহকারীভারত শুভমান গিল (৩০২)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা মতীশ পতিরণ (১১)

২০২৩ এশিয়া কাপ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি পুরুষ এশিয়া কাপের ষোড়শ আসর হিসেবে ২০২৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে,[২] এবং টুর্নামেন্টের ম্যাচসমূহ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[৩] টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করে পাকিস্তান ও শ্রীলঙ্কা; পাকিস্তানে মোট চারটি ও শ্রীলঙ্কায় মোট নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।[৪]

২০২২ সালের ডিসেম্বর মাসে এশীয় ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটিতে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া ঘোষণা করে,[৫] যে ঘোষণায় টুর্নামেন্টটির ফরম্যাট ও শুরুর সময় উল্লেখ করা হয়।[৬] ২০২৩ সালের জুলাই মাসে টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[৭]

টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের অষ্টম শিরোপা লাভ করে ভারত[৮]

প্রেক্ষাপট[সম্পাদনা]

২০২০ সালের জুন মাসে এশীয় ক্রিকেট কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় যে টুর্নামেন্টে অংশ নিতে ভারত পাকিস্তানে যেতে সমর্থ না হওয়ায় এশিয়া কাপের ২০২০ সালের আসর আয়োজনের দায়িত্ব শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করবে পাকিস্তান।[৯] ২০২০ সালের সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২০ সালের জুলাই মাসে এসিসি কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার সংবাদ নিশ্চিত করে।[১০] ২০২১ সালের মে মাসে টুর্নামেন্টটি পুনরায় স্থগিত করা হয় ও ২০২৩ সালে টুর্নামেন্টটি আয়োজিত হবে বলে ঘোষণা দেয়া হয়।[১১] ২০২২ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব সে সময় পাকিস্তানের কাছে ছিল,[১২] কিন্তু পরবর্তীতে ২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায় ও ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়।[১৩]

২০২২ সালের অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর সচিব ও এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ জানান যে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তানে ভারত ভ্রমণ করবে না।[১৪] তিনি আরও জানান যে আয়োজনের স্বত্ব পাকিস্তানের কাছে থাকা সত্ত্বেও টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ আয়োজনস্থলে অনুষ্ঠিত হবে।[১৫] পাকিস্তান ক্রিকেট বোর্ড এ মন্তব্যে আপত্তি জানায় এবং এ পরিস্থিতির কারণে ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ও ভারতে আয়োজিত হতে যাওয়া অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ প্রভাবিত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে।[১৬] পিসিবির তৎকালীন সভাপতি রমিজ রাজা জানান যে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হলে টুর্নামেন্ট থেকে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে।[১৭] কিন্তু ২০২৩ সালের জানুয়ারি মাসে জয় শাহ এশিয়া কাপের দল ও গ্রুপ বিভাগ ঘোষণা করেন, যেখানে ভারত ও পাকিস্তান উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়।[১৮]

২০২৩ সালের মার্চ মাসে টুর্নামেন্টের কিছু ম্যাচ পাকিস্তানে ও ভারতের ম্যাচসহ অবশিষ্ট ম্যাচসমূহ অন্য কোথাও আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়,[১৯] কিন্তু এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে বাংলাদেশশ্রীলঙ্কা[২০] কিন্তু ২০২৩ সালের মে মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এ প্রস্তাবে রাজি হয়।[২১] ২০২৩ সালের জুন মাসে এসিসি টুর্নামেন্টের সূচি ঘোষণা করে, যেখানে আয়োজক হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম নিশ্চিত করা হয়।[২২]

ফরম্যাট[সম্পাদনা]

২০২৩ সালের জানুয়ারি মাসে টুর্নামেন্টের ফরম্যাট ঘোষণা করা হয়।[২৩] অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়।[২৪] পাকিস্তান, ভারত২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ টুর্নামেন্টের বিজয়ী নেপালকে একটি গ্রুপে এবং শ্রীলঙ্কা, আফগানিস্তানবাংলাদেশকে অপর গ্রুপে রাখা হয়।[২৫][২৬] উভয় গ্রুপের সেরা দুটি দল সুপার ফোর পর্বে উত্তীর্ণ হয়, যে পর্বের সেরা দুটি অবস্থানে থাকা দলদ্বয়ের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়।[২৭]

সুপার ফোর পর্বের জন্য পাকিস্তানকে এ১, ভারতকে এ২, শ্রীলঙ্কাকে বি১ ও বাংলাদেশকে বি২ অবস্থান প্রদান করা হয়; নেপাল বা আফগানিস্তান সুপার ফোর পর্বে উত্তীর্ণ হলে সুপার ফোর পর্বে উত্তীর্ণ হতে অসমর্থ হওয়া দলের অবস্থান লাভ করবে নেপাল বা আফগানিস্তান বলে উল্লেখ করা হয় সূচিতে।[২৮]

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য একটি সংরক্ষিত দিন পূর্বনির্ধারিত করা হয়,[২৯] কিন্তু গ্রুপ পর্ব থেকে ভারত ও পাকিস্তান সুপার ফোর পর্বে উত্তীর্ণ হওয়ার পর টুর্নামেন্টের আনুষ্ঠানিক নিয়মে পরিবর্তন এনে সুপার ফোর পর্বের পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটির জন্যও একটি সংরক্ষিত দিন যোগ করা হয়।[৩০]

দলসমূহ[সম্পাদনা]

  পূর্ণ সদস্য হিসেবে এশিয়া কাপে উত্তীর্ণ
  ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ থেকে এশিয়া কাপে উত্তীর্ণ
  ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপে অংশগ্রহণ করেও এশিয়া কাপে উত্তীর্ণ হতে ব্যর্থ

২০২৩ সালের এপ্রিল ও মে মাসে নেপালে অনুষ্ঠিত ২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ টুর্নামেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে উত্তীর্ণ হয় নেপাল।[৩১]

উত্তরণের যোগ্যতা তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যপদ  আফগানিস্তান
 পাকিস্তান
 বাংলাদেশ
 ভারত
 শ্রীলঙ্কা
২০২৩ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ১৮ এপ্রিল ২০২৩ – ১ মে ২০২৩ নেপাল নেপাল    নেপাল
মোট

দলীয় সদস্য[সম্পাদনা]

 আফগানিস্তান[৩২]    নেপাল[৩৩]  পাকিস্তান[৩৪]  বাংলাদেশ[৩৫]  ভারত[৩৬]  শ্রীলঙ্কা[৩৭]

ভারত দলে সঞ্জু স্যামসনকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৩৮] ২০২৩ সালের ২২ আগস্ট চোটের কারণে বাংলাদেশ দল থেকে এবাদত হোসেন ছিটকে গেল তাঁর পরিবর্তে বাংলাদেশ দলে তানজিম হাসান সাকিবকে নেয়া হয়।[৩৯] ২০২৩ সালের ২৬ আগস্ট পাকিস্তান দলে সউদ শাকিলকে যোগ করা হয় ও তৈয়ব তাহিরকে মূল দলে থেকে রিজার্ভ তালিকায় নিয়ে যাওয়া হয়।[৪০] ২০২৩ সালের ৩০ আগস্ট চোটের কারণে লিটন কুমার দাস বাংলাদেশ দলে থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে বাংলাদেশ দলে এনামুল হক বিজয়কে অন্তর্ভুক্ত করা হয়।[৪১] সুপার ফোর পর্বের আগে লিটন কুমার দাসকে পুনরায় বাংলাদেশ দলে যোগ করা হয়।[৪২] সুপার ফোর পর্ব চলাকালে পাকিস্তান দলে জামান খান ও শাহনেওয়াজ দাহানিকে যোগ করা হয়।[৪৩] ফাইনালের আগে শ্রীলঙ্কা দলে সহন আরচ্চিগেকে যোগ করা হয়।[৪৪] একই দিনে ভারত দলে ওয়াশিংটন সুন্দরকে যোগ করা হয়।[৪৫]

মাঠ[সম্পাদনা]

টুর্নামেন্টের ম্যাচসমূহ পাকিস্তান ও শ্রীলঙ্কার মোট চারটি মাঠে অনুষ্ঠিত হয়।[৪৬]

পাকিস্তানের ম্যাচ আয়োজনকারী মাঠ
২০২৩ এশিয়া কাপ শ্রীলঙ্কা-এ অবস্থিত
বলগোল্লা
বলগোল্লা
শ্রীলঙ্কার ম্যাচ আয়োজনকারী মাঠ
পাকিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
মুলতান লাহোর কলম্বো বলগোল্লা
মুলতান ক্রিকেট স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়াম আর. প্রেমাদাসা স্টেডিয়াম পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০০০০[৪৭] ধারণক্ষমতা: ২৭০০০ ধারণক্ষমতা: ৩৫০০০[৪৮] ধারণক্ষমতা: ৩৫০০০[৪৯]

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা গন[সম্পাদনা]

২০২৩ সালের আগস্ট মাসে টুর্নামেন্টের ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছিল।[৫০]

ম্যাচ রেফারি

আম্পায়ার

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 পাকিস্তান (H) +৪.৭৬০
 ভারত +১.০২৮
   নেপাল −৩.৫৭২
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     সুপার ফোরে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৩০ আগস্ট ২০২৩
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
৩৪২/৬ (৫০ ওভার)
   নেপাল
১০৪ (২৩.৪ ওভার)
বাবর আজম ১৫১ (১৩১)
সোমপাল কামি ২/৮৫ (১০ ওভার)
সোমপাল কামি ২৮ (৪৬)
শাদাব খান ৪/২৭ (৬.৪ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইফতিখার আহমেদ (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৫১]

২ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২৬৬ (৪৮.৫ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৪ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেপাল   
২৩০ (৪৮.২ ওভার)
 ভারত
১৪৭/০ (২০.১ ওভার)
আসিফ শেখ ৫৮ (৯৭)
রবীন্দ্র জাদেজা ৩/৪০ (১০ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য ২৩ ওভারে ১৪৫ নির্ধারণ করা হয়।

গ্রুপ বি[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 শ্রীলঙ্কা +০.৫৯৪
 বাংলাদেশ +০.৩৭৩
 আফগানিস্তান −০.৯১০

     সুপার ফোরে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৩১ আগস্ট ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৬৪ (৪২.৪ ওভার)
 শ্রীলঙ্কা
১৬৫/৫ (৩৯ ওভার)
নাজমুল হোসেন শান্ত ৮৯ (১২২)
মতীশ পতিরণ ৪/৩২ (৭.৪ ওভার)
চরিত আশালংকা ৬২* (৯২)
সাকিব আল হাসান ২/২৯ (১০ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তানজিদ হাসান (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২৩
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
৩৩৪/৫ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৪৫ (৪৪.৩ ওভার)
বাংলাদেশ ৮৯ রানে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শামীম হোসেন (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৯১/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৮৯ (৩৭.৪ ওভার)
কুশল মেন্ডিস ৯২ (৮৪)
গুলবাদিন নাইব ৪/৬০ (১০ ওভার)
মোহাম্মদ নবি ৬৫ (৩২)
কসুন রজিতা ৪/৭৯ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

সুপার ফোর[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 ভারত +১.৭৫৩
 শ্রীলঙ্কা −০.১৩৩
 বাংলাদেশ −০.৪৬৩
 পাকিস্তান (H) −০.৯৭৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৬ সেপ্টেম্বর ২০২৩
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৯৩ (৩৮.৪ ওভার)
 পাকিস্তান
১৯৪/৩ (৩৯.৩ ওভার)
মুশফিকুর রহিম ৬৪ (৮৭)
হারিস রউফ ৪/১৯ (৬ ওভার)
ইমাম-উল-হক ৭৮ (৮৪)
শরিফুল ইসলাম ১/২৪ (৮ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: হারিস রউফ (পাকিস্তান)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৯ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
২৫৭/৯ (৫০ ওভার)
 বাংলাদেশ
২৩৬ (৪৮.১ ওভার)
তাওহীদ হৃদয় ৮২ (৯৭)
দাসুন শানাকা ৩/২৮ (৯ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১০ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩৫৬/২ (৫০ ওভার)
 পাকিস্তান
১২৮ (৩২ ওভার)
বিরাট কোহলি ১২২* (৯৪)
শাদাব খান ১/৭১ (১০ ওভার)
ফখর জামান ২৭ (৫০)
কুলদীপ যাদব ৫/২৫ (৮ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করার জন্য সংরক্ষিত দিন (১১ সেপ্টেম্বর ২০২৩) ব্যবহার করা হয়।

১২ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
২১৩ (৪৯.১ ওভার)
 শ্রীলঙ্কা
১৭২ (৪১.৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৫২]

১৪ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান 
২৫২/৭ (৪২ ওভার)
 শ্রীলঙ্কা
২৫২/৮ (৪২ ওভার)
শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪২ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ৪২ ওভারে ২৫২ নির্ধারণ করা হয়।
  • জামান খান (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।

১৫ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৬৫/৮ (৫০ ওভার)
 ভারত
২৫৯ (৪৯.৫ ওভার)
সাকিব আল হাসান ৮০ (৮৫)
শার্দুল ঠাকুর ৩/৬৫ (১০ ওভার)
শুভমান গিল ১২১ (১৩৩)
মুস্তাফিজুর রহমান ৩/৫০ (৮ ওভার)

ফাইনাল[সম্পাদনা]

১৭ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
৫০ (১৫.২ ওভার)
 ভারত
৫১/০ (৬.১ ওভার)
ভারত ১০ উইকেটে জয়ী
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ (ভারত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ সিরাজ (ভারত) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৫৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Asia Cup 2023 - Where, when, who, what, and everything else"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  2. "Asia Cup 2023: 50-over format tournament in September; India-Pakistan in same group"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  3. "Asia Cup 2023 dates: Matches start on August 31; Four in Pakistan, nine in Sri Lanka"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  4. "Four Asia Cup matches in Pakistan; remaining nine in Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  5. "Asian Cricket Council announces new pathway structure and calendar for 2023 & 2024"এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ 
  6. "ACC announces Asia Cup schedule"দ্য ডেইলি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  7. "MEN'S ODI ASIA CUP 2023"এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  8. "Siraj's spell for the ages gives India eighth Asia Cup title"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "Asia Cup likely in Sri Lanka; PCB offers SLC to swap hosting rights"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০ 
  10. "Asia Cup 2020 postponed"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০ 
  11. "Asia Cup 2021 officially pushed back by two years"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১ 
  12. "Asia Cup likely in Sri Lanka; PCB offers SLC to swap hosting rights"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২০ 
  13. "Asia Cup 2023 to be played in Pakistan, confirms PCB chief Ramiz Raja"ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১ 
  14. "India won't travel to Pakistan for 2023 Asia Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২ 
  15. "India won't visit Pakistan for Asia Cup 2023, neutral venue not unprecedented: BCCI secretary"ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২২ 
  16. "Jay Shah statement could 'impact Pakistan's visit to India' for 2023 ODI World Cup, says PCB"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২ 
  17. "PCB could pull out of 2023 Asia Cup if tournament is moved out of Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২২ 
  18. "Najam Sethi takes a dig at Jay Shah for 'unilaterally presenting' Asian Cricket Council calendar for 2023-2024"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  19. "2023 Asia Cup likely in Pakistan and one other overseas venue for India games"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২৩ 
  20. "Asia Cup 2023: Sri Lanka, Bangladesh give thumbs down to PCB's hybrid hosting model"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২৩ 
  21. "Blow to India: Sri Lanka, Bangladesh back Pakistan's hybrid proposal on Asia Cup 2023"জিও নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩ 
  22. "Asia Cup 2023 | Dates and Venues Announced | Media Release"এশীয় ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৩ 
  23. "Groups and format announced for Men's Asia Cup 2023"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  24. "Asia Cup Cricket: Bangladesh grouped with Sri Lanka, Afghanistan"দ্য ডেইলি অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩ 
  25. "Asia Cup 2023 cricket groups announced: Will India, Pakistan face each other in September?"খলিজ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৩ 
  26. "Asia Cup 2023 schedule announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  27. "India, Pakistan placed in same group at 2023 Asia Cup"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  28. "Pakistan vs India set for September 2 in Kandy in Asia Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  29. "India vs Pakistan the only Asia Cup Super Four game with a reserve day"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩ 
  30. "ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে 'রিজার্ভ ডে'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩ 
  31. "Nepal book India, Pakistan meetings at Asia Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  32. "Karim Janat, Najibullah Zadran back in Afghanistan squad for Asia Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ 
  33. "Nepal pick Dhakal and Jora in Asia Cup squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৩ 
  34. "Faheem in, Masood out as Pakistan name squads for Asia Cup and Afghanistan ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৩ 
  35. "Tanzid and Naim step up as Bangladesh look to the future with Asia Cup squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩ 
  36. "Rahul, Shreyas and Tilak make it to India's Asia Cup squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  37. "Sri Lanka bring in Binura Fernando, Pramod Madushan, Dushan Hemantha for Asia Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩ 
  38. "India's squad for Asia Cup 2023 announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৩ 
  39. "Injured Ebadot out of Asia Cup, Tanzim Hasan named replacement"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩ 
  40. "Pakistan make changes to Asia Cup squad"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  41. "Litton Das ruled out of Asia Cup, replaced by Anamul Haque"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  42. "Bangladesh opener returns to squad for Asia Cup Super 4 stage"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৩ 
  43. "Pakistan call up duo for Asia Cup to cover injured stars"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ 
  44. "Injured Theekshana out of Asia Cup final, will be fit for World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  45. "India call up Washington as cover for Axar ahead of Asia Cup final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  46. "All you need to know about the Asia Cup 2023"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  47. "Multan Cricket Stadium"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ 
  48. "R.Premadasa Stadium"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ 
  49. "Pallekele International Cricket Stadium"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ 
  50. "এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই অন ফিল্ড আম্পায়ার মুকুল"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  51. "Babar and Iftikhar centuries serve up Pakistan victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  52. "Rohit, bowlers break SL's winning streak to put India in final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩ 
  53. "Red-hot Siraj scorches Sri Lanka in lopsided Asia Cup final"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]