২০২৩ ক্রোয়েশিয়া পুরুষ ক্রিকেট দলের হাঙ্গেরি সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ক্রোয়েশিয়া পুরুষ ক্রিকেট দলের হাঙ্গেরি সফর
 
  হাঙ্গেরি ক্রোয়েশিয়া
তারিখ ৫ আগস্ট ২০২৩ – ৬ আগস্ট ২০২৩
অধিনায়ক বিনোদ রবীন্দ্রন ভেদরান জানকো
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে হাঙ্গেরি ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শেখ রাসিক (৭৮) নাসিম খান (৪১)
সর্বাধিক উইকেট আব্বাস গনি (৪) ক্রিস্টোফার অসবোর্ন (৩)
সিরিজ সেরা খেলোয়াড় শেখ রাসিক (হাঙ্গেরি)

ক্রোয়েশিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য হাঙ্গেরি সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ সোদলিগেতের গ্লোভার বোনাস ওভালে অনুষ্ঠিত হয়।[২] সিরিজে হাঙ্গেরি ২–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 হাঙ্গেরি[৪]  ক্রোয়েশিয়া[৫]
  • বিনোদ রবীন্দ্রন (অধি.) (উই.)
  • অভিজিত আহুজা
  • অভিতেশ পরাশর
  • অভিষেক আহুজা (উই.)
  • অভিষেক রাজ
  • আব্বাস গনি
  • আলি ইয়ালমাজ
  • ক্রিস্টোফ ডাউল
  • খাইবার দেলদার
  • জাহির সাফি মোহাম্মদ
  • জিশান খান কুকিখেল
  • ভবানীপ্রসাদ আডপক
  • যাদবিন্দর সিং
  • শেখ রাসিক
  • সন্দীপ মোহনদাস
  • ভেদরান জানকো (অধি.)
  • আমান মহেশ্বরী
  • আলেন মাগদালেনিচ
  • ইভান মাতিচ
  • ইভান স্লিপচেভিচ (উই.)
  • ওয়াসাল কামাল
  • ক্রিস্টোফার অসবোর্ন
  • নাসিম খান
  • পেরো বোসনিয়াক (উই.)
  • বসু পুলিবন্তী
  • সোহেল আহমদ

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৫ আগস্ট ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
২০৯/৮ (২০ ওভার)
 ক্রোয়েশিয়া
৬৪ (১৪.৪ ওভার)
শেখ রাসিক ৫৩ (৩১)
ক্রিস্টোফার অসবোর্ন ৩/২৫ (৩ ওভার)
ওয়াসাল কামাল ২৭ (১০)
সন্দীপ মোহনদাস ৩/৩৩ (৪ ওভার)
হাঙ্গেরি ১৪৫ রানে জয়ী
গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত
আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেখ রাসিক (হাঙ্গেরি)
  • হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আব্বাস গনি, শেখ রাসিক (হাঙ্গেরি), ক্রিস্টোফার অসবোর্ন, ইভান মাতিচ, ইভান স্লিপচেভিচ ও বসু পুলিবন্তী (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৬ আগস্ট ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত
আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

৩য় টি২০আই[সম্পাদনা]

৬ আগস্ট ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৬৩ (১৬.৩ ওভার)
 হাঙ্গেরি
৬৮/৩ (৭.২ ওভার)
নাসিম খান ২৭ (২২)
বিনোদ রবীন্দ্রন ৩/৬ (৩.৩ ওভার)
শেখ রাসিক ২৫* (১৪)
নাসিম খান ১/৮ (১ ওভার)
হাঙ্গেরি ৭ উইকেটে জয়ী
গ্লোভার বোনাস ওভাল, সোদলিগেত
আম্পায়ার: শ্রীনিবাস মণ্ডলি (হাঙ্গেরি) ও সাই গৌতম (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেখ রাসিক (হাঙ্গেরি)
  • ক্রোয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • যাদবিন্দর সিং (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hungary Cricket to host Croatia Men for T20 International series in August"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ 
  2. "HCA is pleased to announce that our very own GB Oval has been approved by ICC to host T20I's"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Champions of Budapest Cup - 2023!!"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Here is our squad for the upcoming"হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Budapest Cup T20 2023: Full schedule, squads, match timings, and live-streaming details"স্পোর্টসকিড়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]