২০২৩ বুলগেরিয়া চতুর্দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ বুলগেরিয়া চতুর্দেশীয় সিরিজ
তারিখ২৩ জুন ২০২৩ – ২৫ জুন ২০২৩
তত্ত্বাবধায়কবুলগেরীয় ক্রিকেট ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক বুলগেরিয়া
বিজয়ী সার্বিয়া
 বুলগেরিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
সর্বাধিক রান সংগ্রহকারীসার্বিয়া আলেকজান্ডার দিজিয়া (১১১)
সর্বাধিক উইকেটধারীসার্বিয়া মার্ক পাভলোভিচ (১১)

২০২৩ বুলগেরিয়া চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুন মাসে বুলগেরিয়ায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক বুলগেরিয়ার সঙ্গে অংশগ্রহণ করে ক্রোয়েশিয়া, তুরস্কসার্বিয়া[২]

টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয় বুলগেরিয়া ও সার্বিয়া, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি খেলা সম্ভব না হওয়ায় বুলগেরিয়া ও সার্বিয়াকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ক্রোয়েশিয়া  তুরস্ক  বুলগেরিয়া[৪]  সার্বিয়া
  • ভেদরান জানকো (অধি.)
  • অক্ষয় দক্ষিণী
  • আন্তোনিও ফালেতার
  • আলেন মাগদালেনিচ
  • ওয়াসাল কামাল
  • দোমিনিক ফালেতার
  • নাসিম খান
  • পেরো বোসনিয়াক (উই.)
  • লুকা স্টাবস
  • সোহেল আহমদ
  • হ্‌র্‌ভোইয়ে হায়নিচ
  • মাজিদ ওজতুর্ক (অধি.)
  • আলি তুর্কমেন
  • আহমেদ দুরসাক
  • ইলিয়াস আতাউল্লাহ (উই.)
  • ইসহাক এলেচ
  • গোকখান আলতা
  • জিহান আলতুন
  • বাতুখান জেম শাহিন (উই.)
  • মুরাদ ইপেক
  • মুরাদ ইয়ুলমাজ
  • মুরাদ ওজবেক
  • মোহাম্মদ কুরশাদ জানবাজ
  • মোহাম্মদ তুর্কমেন
  • মোহাম্মদ ফাহাদ (উই.)
  • মোহাম্মদ বিচের
  • রোমিও নাথ (উই.)
  • দিমো নিকোলোভ (অধি.)
  • আতাগুল আহমধেল
  • ইসা জারু
  • গগনদীপ সিং
  • জাইন আসিফ
  • জিরাক চুগতাই
  • ডেলরিক ভারগিজ
  • দানিয়াল রাজা
  • প্রকাশ মিশ্র
  • বখতিয়ার তাহিরি
  • ভাসিল হ্রিস্তোভ (উই.)
  • রোহিত ধীমান
  • সায়েম হোসেন (উই.)
  • সৈয়দ জায়েদ সুলাত (উই.)
  • হুজাইফ ইউসুফ
  • হ্রিস্তো লাকোভ
  • মার্ক পাভলোভিচ (অধি.)
  • অ্যালিস্টার গায়িচ
  • আয়ো মেনে-এজেগি
  • আলেকজান্ডার দিজিয়া
  • উইন্টলি বার্টন (উই.)
  • নিকোলাস জনস-উইকবার্গ
  • নেমানিয়া জিমোন্‌য়িচ
  • বোগদান দুগিচ
  • ভুকাশিন জিমোন্‌য়িচ
  • মাতিয়া শারেনাৎস
  • রবিন ভাইটাস
  • রহমান আদেমি
  • লেসলি ডানবার (উই.)
  • স্লোবোদান তোশিচ

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সার্বিয়া +৩.০৫৪
 বুলগেরিয়া (H) +২.৬৪৫
 তুরস্ক +০.১২৫
 ক্রোয়েশিয়া −৭.৫৭৬
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২৩ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
১৮১/৮ (২০ ওভার)
 তুরস্ক
১১১ (১৮.২ ওভার)
আলেকজান্ডার দিজিয়া ৯১ (৪৭)
আলি তুর্কমেন ৩/২১ (৪ ওভার)
রোমিও নাথ ৩৮ (২৮)
মার্ক পাভলোভিচ ৪/১৩ (৩.২ ওভার)
সার্বিয়া ৭০ রানে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও বেসিল বিজু (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: আলেকজান্ডার দিজিয়া (সার্বিয়া)
  • সার্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বাতুখান জেম শাহিন, মুরাদ ইপেক, মুরাদ ইয়ুলমাজ, মোহাম্মদ কুরশাদ জানবাজ, মোহাম্মদ তুর্কমেন ও মোহাম্মদ বিচের (তুরস্ক)-এর টি২০আই অভিষেক হয়।
  • মার্ক পাভলোভিচ প্রথম সার্বীয় ‍ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।

২৩ জুন ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৭৫ (১২.৪ ‍ওভার)
 বুলগেরিয়া
৭৬/১ (৬.৩ ওভার)
ওয়াসাল কামাল ২৭ (২০)
প্রকাশ মিশ্র ৫/১৬ (৩.৪ ওভার)
জাইন আসিফ ৪৩ (২২)
ভেদরান জানকো ১/৬ (০.৩ ওভার)
বুলগেরিয়া ৯ উইকেটে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও স্যাম রোমিও রঞ্জন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্রকাশ মিশ্র (বুলগেরিয়া)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইসা জারু, গগনদীপ সিং, জাইন আসিফ, জিরাক চুগতাই, দানিয়াল রাজা, সৈয়দ জায়েদ সুলাত, হুজাইফ ইউসুফ (বুলগেরিয়া), অক্ষয় দক্ষিণী, আন্তোনিও ফালেতার, আলেন মাগদালেনিচ, দোমিনিক ফালেতার, পেরো বোসনিয়াক, ভেদরান জানকো, লুকা স্টাবস ও হ্‌র্‌ভোইয়ে হায়নিচ (ক্রোয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • প্রকাশ মিশ্র প্রথম বুলগেরীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

২৩ জুন ২০২৩
১৭:০০
স্কোরকার্ড
বুলগেরিয়া 
১৬৬/৮ (২০ ওভার)
 সার্বিয়া
১৬৮/৫ (১৯.১ ওভার)
জিরাক চুগতাই ৪৪ (৪০)
মার্ক পাভলোভিচ ৪/২৯ (৪ ওভার)
লেসলি ডানবার ৪৭ (২৬)
দানিয়াল রাজা ২/২২ (৪ ওভার)
সার্বিয়া ৫ উইকেটে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: বেসিল বিজু (ইংল্যান্ড) ও স্যাম রোমিও রঞ্জন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্ক পাভলোভিচ (সার্বিয়া)
  • সার্বিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৮৩/৮ (২০ ওভার)
 তুরস্ক
৮৮/২ (৬ ওভার)
সোহেল আহমদ ২০ (১৬)
মোহাম্মদ তুর্কমেন ৩/৭ (৩ ওভার)
আলি তুর্কমেন ৪০* (১৮)
ভেদরান জানকো ২/৯ (২ ওভার)
তুরস্ক ৮ উইকেটে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও স্যাম রোমিও রঞ্জন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ তুর্কমেন (তুরস্ক)
  • ক্রোয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিহান আলতুন (তুরস্ক)-এর টি২০আই অভিষেক হয়।

২৪ জুন ২০২৩
১৩:০০
স্কোরকার্ড
ক্রোয়েশিয়া 
৭৬ (১৯.৪ ওভার)
 সার্বিয়া
৭৭/১ (৮.৩ ওভার)
ওয়াসাল কামাল ৩২* (২৭)
মার্ক পাভলোভিচ ৩/৭ (২ ওভার)
উইন্টলি বার্টন ৪৫* (৩৩)
ওয়াসাল কামাল ১/২২ (৪ ওভার)
সার্বিয়া ৯ উইকেটে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: বেসিল বিজু (ইংল্যান্ড) ও স্যাম রোমিও রঞ্জন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাতিয়া শারেনাৎস (সার্বিয়া)
  • ক্রোয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জুন ২০২৩
১৭:০০
স্কোরকার্ড
তুরস্ক 
১৪৭ (১৯.৪ ওভার)
 বুলগেরিয়া
১৪৯/২ (১৫.৫ ওভার)
ইসহাক এলেচ ৫২ (৫৭)
প্রকাশ মিশ্র ২/২৫ (৪ ওভার)
সায়েম হোসেন ৪৬ (৪৩)
মাজিদ ওজতুর্ক ১/৩৫ (৪ ওভার)
বুলগেরিয়া ৮ উইকেটে জয়ী
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও বেসিল বিজু (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৈয়দ জায়েদ সুলাত (বুলগেরিয়া)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

২৫ জুন ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও বেসিল বিজু (ইংল্যান্ড)
  • ক্রোয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

ফাইনাল[সম্পাদনা]

২৫ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
জাতীয় ক্রীড়া অ্যাকাডেমি ক্রিকেট মাঠ, সফিয়া
আম্পায়ার: ইভান দিমিত্রোভ (বুলগেরিয়া) ও স্যাম রোমিও রঞ্জন (আয়ারল্যান্ড)
  • বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bulgaria Cricket to host Quadrangular T20 International series in June 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৩ 
  2. "Bulgaria to host Quadrangular T20I Series in June 2023"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  3. "Bulgaria Quadrangular T20I Series 2023: Serbia and Bulgaria share the trophy"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৩ 
  4. "🏏 Предстои първият за националния ни отбор турнир T20I за тази година. България ще бъде домакин на срещите с Турция 🇹🇷, Сърбия 🇷🇸 и Хърватия 🇭🇷. Мачовете ще бъдат на НСА "Васил Левски", София/National Sports Academy "Vassil Levski", Bulgaria на 23, 24 и 25 юни"বুলগেরীয় ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]