২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড
তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩ – ১৫ অক্টোবর ২০২৩
অধিনায়ক লরা ভোলফার্ড্‌ট সোফি ডিভাইন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লরা ভোলফার্ড্‌ট (১৯৮) অ্যামেলিয়া কের (২১০)
সর্বাধিক উইকেট মাসাবাতা ক্লাস (৬) লিয়া-মারি তাহুহু (৫)
সিরিজ সেরা খেলোয়াড় লরা ভোলফার্ড্‌ট (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়

নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফর করছে।[১] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হচ্ছে।[২]

দলীয় সদস্য[সম্পাদনা]

 দক্ষিণ আফ্রিকা  নিউজিল্যান্ড
ওডিআই ও টি২০আই[৩] ওডিআই[৪] টি২০আই[৫]
  • সোফি ডিভাইন (অধি.)
  • অ্যামেলিয়া কের
  • ইডেন কারসন
  • ইসাবেলা গেজ (উই.)
  • কেট অ্যান্ডারসন
  • জর্জিয়া প্লিমার
  • জেস কের
  • ফ্র্যান জোনাস
  • বের্নাডিন বেজাইডেনহাউট (উই.)
  • ব্রুক হ্যালিডে
  • মলি পেনফোল্ড
  • ম্যাডি গ্রিন (উই.)
  • লিয়া-মারি তাহুহু
  • সুজি বেটস
  • হানা রো
  • সোফি ডিভাইন (অধি.)
  • অ্যামেলিয়া কের
  • ইডেন কারসন
  • ইসাবেলা গেজ (উই.)
  • কেট অ্যান্ডারসন
  • জর্জিয়া প্লিমার
  • জেস কের
  • ফ্র্যান জোনাস
  • বের্নাডিন বেজাইডেনহাউট (উই.)
  • বেলা আর্মস্ট্রং
  • ব্রুক হ্যালিডে
  • মলি পেনফোল্ড
  • ম্যাডি গ্রিন (উই.)
  • লিয়া-মারি তাহুহু
  • সুজি বেটস
  • হানা রো

সিরিজ শুরুর আগে অসুস্থতার কারণে সফরের নিউজিল্যান্ড দল থেকে ছিটকে যান বের্নাডিন বেজাইডেনহাউট, যে কারণে নিউজিল্যান্ডের টি২০আই দলে ইসাবেলা গেজকে অন্তর্ভুক্ত করা হয়।[৬]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

২১ সেপ্টেম্বর ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩৪৫/৭ (৫০ ওভার)
ব্রুক হ্যালিডে ৮৭* (৭৪)
মিয়ানে স্মিট ২/৩৬ (৬ ওভার)
মিয়ানে স্মিট ৩৪ (৪২)
অ্যামেলিয়া কের ২/৭ (৩ ওভার)
নিউজিল্যান্ড ২৩২ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও সিপেলেলে গাসা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৪ সেপ্টেম্বর ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৩৫/৮ (৫০ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৩৬/৬ (৪৭.১ ওভার)
ব্রুক হ্যালিডে ৭৬ (৯২)
মাসাবাতা ক্লাস ৩/৬০ (৯ ওভার)
ক্লোয়ি-লেসলি ট্রাইঅন ৭১ (৫৮)
হানা রো ২/২৬ (৬ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী
সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সিপেলেলে গাসা (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাদিন দে ক্লের্ক (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ২, নিউজিল্যান্ড ০।

২য় ওডিআই[সম্পাদনা]

২৮ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৫৩ (৪৯.৫ ওভার)
 দক্ষিণ আফ্রিকা
২৫৭/৩ (৪৫.২ ওভার)
অ্যামেলিয়া কের ৮৮ (১১০)
নোনকুলুলেকো ম্লাবা ৩/৪১ (১০ ওভার)
লরা ভোলফার্ড্‌ট ১২৪* (১৪১)
লিয়া-মারি তাহুহু ২/৪০ (৭.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিটি ওভাল, পিটারমারিৎসবার্গ
আম্পায়ার: আর্নো ইয়াকোবস (দক্ষিণ আফ্রিকা) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরা ভোলফার্ড্‌ট (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ২, নিউজিল্যান্ড ০।

৩য় ওডিআই[সম্পাদনা]

১ অক্টোবর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
২০৯ (৪৪.৩ ওভার)
 নিউজিল্যান্ড
২১০/৪ (৪৩.২ ওভার)
মারিজান কাপ ৭২ (৭৩)
সোফি ডিভাইন ৩/৩৩ (৯ ওভার)
অ্যামেলিয়া কের ১০০*(১১৭)
নোনকুলুলেকো ম্লাবা ২/৪১ (৯ ওভার)
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী
কিংসমিড ক্রিকেট মাঠ, ডারবান
আম্পায়ার: আর্নো ইয়াকোবস (দক্ষিণ আফ্রিকা) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, দক্ষিণ আফ্রিকা ০।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৬ অক্টোবর ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: সিপেলেলে গাসা (দক্ষিণ আফ্রিকা) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

২য় টি২০আই[সম্পাদনা]

৮ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১১১/৯ (২০ ওভার)
ম্যাডি গ্রিন ৪৫* (৩৬)
ক্লোয়ি-লেসলি ট্রাইঅন ৪/১৫ (৪ ওভার)
ফলাফল হয়নি
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও আর্নো ইয়াকোবস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • কেট অ্যান্ডারসন ও বেলা আর্মস্ট্রং (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১০ অক্টোবর ২০২৩
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
বাফেলো পার্ক, পূর্ব লন্ডন
আম্পায়ার: সিপেলেলে গাসা (দক্ষিণ আফ্রিকা) ও কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১৪ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৭২/৪ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৭৪/২ (১৮.৫ ওভার)
লরা ভোলফার্ড্‌ট ৫৩ (৪৪)
জেস কের ২/৪১ (৪ ওভার)
অ্যামেলিয়া কের ৭০* (৪৬)
মাসাবাতা ক্লাস ১/২৯ (৩ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: সিপেলেলে গাসা (দক্ষিণ আফ্রিকা) ও আর্নো ইয়াকোবস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

১৫ অক্টোবর ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৫৫/৫ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৪/৮ (২০ ওভার)
তাজমিন ব্রিটস ৪৫ (৩৮)
লিয়া-মারি তাহুহু ২/২০ (৪ ওভারস)
অ্যামেলিয়া কের ৬১ (৪৭)
নাদিন দে ক্লের্ক ৩/২৪ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১১ রানে জয়ী
উইলোমুর পার্ক, বেনোনি
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাসাবাতা ক্লাস (দক্ষিণ আফ্রিকা)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "White Ferns bring in new blood for South Africa tour as Kate Anderson earns first call-up"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "Star all-rounder returns as Proteas name squad for New Zealand ODIs and T20Is"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "Chloe Tryon returns for South Africa's home series against New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "Anderson & Armstrong called up for South Africa tour | Jess Kerr returns from injury"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Kate Anderson, Bella Armstrong get New Zealand call-ups"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৩ 
  6. "Medical condition rules out New Zealand keeper from South Africa tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]