২০২৩ আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের ব্রাজিল সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের ব্রাজিল সফর
 
  ব্রাজিল আর্জেন্টিনা
তারিখ ১৭ জুন ২০২৩ – ১৯ জুন ২০২৩
অধিনায়ক রোবের্তা মোরেত্তি অ্যালিসন স্টকস
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ব্রাজিল ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লরা আগাথা (১৬৫) ভেরোনিকা ভাসকেস (৭৭)
সর্বাধিক উইকেট কারোলিনা নাসিমেন্তো (৭)
লাউরা কারদোসো (৭)
লুসিয়া টেলর (৬)

আর্জেন্টিনা নারী ক্রিকেট দল ২০২৩ সালের জুন মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ব্রাজিল সফর করে।[১] সিরিজটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ।[২] ২০২৩ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩] সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] সিরিজে ব্রাজিল ৫–০ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 ব্রাজিল[৫]  আর্জেন্টিনা[৬]
  • রোবের্তা মোরেত্তি (অধি.)
  • লিন্ডসে ভিলাস বোয়াস (সহ-অধি.) (উই.)
  • আনা ক্লারা সাবিনো
  • উইনি পেরেইরা আলভিস
  • এভেলিন মুলার
  • কামিলি ফের্নান্‌জিস তোরিস
  • কারোলিনা নাসিমেন্তো
  • জুলিয়া আগাথা
  • নিকোল মোন্তেইরো
  • মায়ারা ব্রুনা
  • মারিআন আর্তুর
  • মারিয়া এদুয়ার্দা রিবেইরো
  • মারিয়া সিলভা
  • মোনিকে রুফিনো মাশাদো (উই.)
  • রেনাতা জি সোউজা
  • লরা আগাথা
  • লাইরা রিবেইরো বেন্তো
  • লাউরা কারদোসো
  • অ্যালিসন স্টকস (অধি.)
  • অ্যালিসন প্রিন্স
  • আলবের্তিনা গালান
  • আলিনা এম্‌চ
  • কাতালিনা গ্রেলোনি
  • তামারা বাসিলে
  • নারা পাত্রোন ফুয়েন্তেস (উই.)
  • ফ্রান্সেসকা গালান
  • ভেরোনিকা ভাসকেস
  • মারিয়া কাস্তিনিয়েইরাস
  • মারিয়ানা মার্তিনেস
  • মার্তিনা কুইন
  • লুসিয়া টেলর
  • সোফিয়া ব্রুনো

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৭ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
আর্জেন্টিনা 
৭৪/৯ (২০ ওভার)
 ব্রাজিল
৭৮/০ (৯.৩ ওভার)
লুসিয়া টেলর ২০ (২২)
লাউরা কারদোসো ৪/১৩ (৪ ওভার)
লিন্ডসে ভিলাস বোয়াস ৪৪* (৩৪)
ব্রাজিল ১০ উইকেটে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও লুকাস ম্যাক্সিমো (ব্রাজিল)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আলিনা এম্‌চ (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৭ জুন ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
১৪৭/৬ (২০ ওভার)
 আর্জেন্টিনা
৬২ (১৫.৪ ওভার)
লরা আগাথা ৪৫ (৪৪)
অ্যালিসন স্টকস ২/২৩ (৪ ওভার)
অ্যালিসন প্রিন্স ১৫* (২১)
কারোলিনা নাসিমেন্তো ২/৮ (২ ওভার)
ব্রাজিল ৮৫ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনা ক্লারা সাবিনো (ব্রাজিল), ফ্রান্সেসকা গালান ও মার্তিনা কুইন (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৮ জুন ২০২৩
১০:০০
স্কোরকার্ড
ব্রাজিল 
১৯৩/২ (২০ ওভার)
 আর্জেন্টিনা
৭৪/৫ (২০ ওভার)
লরা আগাথা ৯৩* (৭৩)
মারিয়ানা মার্তিনেস ১/২৩ (৪ ওভার)
আলবের্তিনা গালান ১৬ (৩৫)
নিকোল মোন্তেইরো ২/৯ (৩ ওভার)
ব্রাজিল ১১৯ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও লুকাস ম্যাক্সিমো (ব্রাজিল)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরা আগাথা (ব্রাজিল)
  • আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১৯ জুন ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ব্রাজিল 
১৫৩ (১৯.৩ ওভার)
 আর্জেন্টিনা
৬৪/৯ (২০ ওভার)
লাউরা কারদোসো ৪৫ (২৬)
আলবের্তিনা গালান ৩/২৮ (৪ ওভার)
লুসিয়া টেলর ১৫ (১৭)
কারোলিনা নাসিমেন্তো ২/৭ (৪ ওভার)
ব্রাজিল ৮৯ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাউরা কারদোসো (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কামিলি ফের্নান্‌জিস তোরিস (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

১৯ জুন ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
ব্রাজিল 
১৪৫/৫ (২০ ওভার)
 আর্জেন্টিনা
১০০/৬ (২০ ওভার)
রোবের্তা মোরেত্তি ৪৩* (৪৪)
লুসিয়া টেলর ৩/২৫ (৪ ওভার)
ভেরোনিকা ভাসকেস ৩৩ (৪৪)
রেনাতা জি সোউজা ৪/১২ (৪ ওভার)
ব্রাজিল ৪৫ রানে জয়ী
পোসোস ওভাল, পোসোস জি কালদাস
আম্পায়ার: উইলিয়াম ম্যাক্সিমো (ব্রাজিল) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেনাতা জি সোউজা (ব্রাজিল)
  • ব্রাজিল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইনি পেরেইরা আলভিস, এভেলিন মুলার ও মায়ারা ব্রুনা (ব্রাজিল)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "👉🏻 Seleccionado Nacional FEMENINO 🇦🇷 🤩💪🏻🏏 - Gira Brasil 2023 - 🌎"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Cricket Brazil to host Argentina Women's team for T20 Internationals in June 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ 
  3. "🏏 ¡Atención familia cricketera! 🔜 Las fechas de la Gira Brasil 2023 🙌"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Argentina Women's tour of Brazil 2023 | Squad, Schedule"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৩ 
  5. "Vocês já sabem que o clássico está chegando!"ব্রাজিলীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩ – ইনস্টাগ্রাম-এর মাধ্যমে। 
  6. "👉🏻 Seleccionado Nacional FEMENINO 🇦🇷 🤩💪🏻🏏 - Gira Brasil 2023 - 🌎"ক্রিকেট আর্জেন্টিনা (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]