২০২৩ গ্রিস চতুর্দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ গ্রিস চতুর্দেশীয় সিরিজ
তারিখ৫ সেপ্টেম্বর ২০২৩ – ৯ সেপ্টেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কহেলেনীয় ক্রিকেট ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক গ্রিস
বিজয়ী গ্রিস
রানার-আপ রোমানিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
সর্বাধিক রান সংগ্রহকারীরোমানিয়া রেবেকা ব্লেক (২৩৯)
সর্বাধিক উইকেটধারীগ্রিস মারিয়া সিরিওতি (৬)

২০২৩ গ্রিস চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গ্রিসে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক গ্রিসের সঙ্গে অংশগ্রহণ করে রোমানিয়া, লুক্সেমবুর্গসার্বিয়া[২] এ টুর্নামেন্টেই লুক্সেমবুর্গ নিজেদের প্রথম নারী টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে।[৩]

টুর্নামেন্টের ফাইনালে রোমানিয়াকে পরাজিত করে বিজয়ী হয় গ্রিস।

দলীয় সদস্য[সম্পাদনা]

 গ্রিস  রোমানিয়া  লুক্সেমবুর্গ[৪]  সার্বিয়া
  • নেফেলি ইয়েওরগোতা (অধি.)
  • আংগেলিকি সাভানি
  • আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু (উই.)
  • আদামান্তিয়া মাকরি
  • এভাংগেলিয়া-স্পিরিদুলা গ্রামেনু
  • খ্রিসুলা কান্তা
  • জোয়ি গ্রামেনু
  • থেওদোরা পারিসি-মেসিমেরি (উই.)
  • দাফনি সোফিয়া ভ্লাখোপুলু
  • ভাসিলিকি মুলিনু
  • মারিয়া পলিমেরি
  • মারিয়া ভেরভিৎসিওতি
  • মারিয়া সিরিওতি
  • সোফিয়া-থেওদোসিয়া ভারজাকাকু
  • রেবেকা ব্লেক (অধি.)
  • ইউলিয়ানা মুনতেয়ান
  • কিরিল্য জেনিফার আনা
  • ক্রিনা হোৎসেস্কু
  • ক্রিস্তিনা ক্যিরলিগ
  • ক্লারা পোপা
  • দানিয়েলা কিরিৎস্য
  • ফ্লোরেন্তিনা রাদু
  • মাদালিনা মারিন (উই.)
  • রামোনা কিরিল্য
  • র‍্যদুকু আন্দ্রেয়া
  • সোরিনা মোইসে
  • স্তেফানিয়া তুদোরাকে
  • কেরি ফ্রেজার (অধি.)
  • জর্জিয়া ব্রিলি (সহ-অধি.)
  • অশনী ত্রিবেদী
  • আরতি প্রিয়া
  • খুশবু কান্ডপাল
  • জাগৃতি দুবে
  • দিব্যা কান্ডপাল
  • নবনীত ভামরা
  • ফ্রান্সেসকা এলিংওয়ার্থ
  • বনজাক্ষি জগদীশ (উই.)
  • মারিয়া সেরফিওতি (উই.)
  • শিফ্রা ললর
  • শিবানী সতী
  • মাগদালেনা নিকোলিচ (অধি.)
  • আনা মিলেউসনিচ (উই.)
  • আনা ম্রাতিনকোভিচ (উই.)
  • ইয়োভানা বার্টন
  • এলেনা প্রোকিচ
  • তামারা ত্রায়কোভিচ
  • তেওদোরা মার্তিচ
  • নাজা নোয়িচ
  • নাতালিয়া ইয়োভিচেভিচ
  • ভেরা বিসলিমোভিচ
  • মারিয়া ম্রাতিনকোভিচ
  • মিরসাদা বিসলিমোভিচ
  • মিরিয়ানা ম্রাতিনকোভিচ
  • সারা সিমিচ
  • স্লাজানা মাতিয়েভিচ

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 গ্রিস (H) +২.৮৫৭
 লুক্সেমবুর্গ +১.৭০৩
 রোমানিয়া −০.৫৭০
 সার্বিয়া −৪.৬৩৩
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     প্লেঅফে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
৯৩/৫ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
৯৪/১ (১১.২ ওভার)
মাগদালেনা নিকোলিচ ১৫ (৪১)
আরতি প্রিয়া ২/২২ (৪ ওভার)
শিফ্রা ললর ৩০* (৩৬)
স্লাজানা মাতিয়েভিচ ১/২৭ (৩ ওভার)
লুক্সেমবুর্গ ৯ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: আরতি প্রিয়া (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অশনী ত্রিবেদী, আরতি প্রিয়া, কেরি ফ্রেজার, খুশবু কান্ডপাল, জর্জিয়া ব্রিলি, জাগৃতি দুবে, নবনীত ভামরা, ফ্রান্সেসকা এলিংওয়ার্থ, বনজাক্ষি জগদীশ, শিফ্রা ললর, শিবানী সতী (লুক্সেমবুর্গ), ইয়োভানা বার্টন, ভেরা বিসলিমোভিচ, মিরসাদা বিসলিমোভিচ ও সারা সিমিচ (সার্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৩৩/৪ (২০ ওভার)
 গ্রিস
১৩৪/২ (১৮.২ ওভার)
রেবেকা ব্লেক ৭৫* (৭২)
মারিয়া সিরিওতি ১/১৬ (৪ ওভার)
মারিয়া ভেরভিৎসিওতি ১/১৬ (৪ ওভার)
মারিয়া সিরিওতি ৩৭ (৩৫)
ক্লারা পোপা ১/১৮ (৪ ওভার)
গ্রিস ৮ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া সিরিওতি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জোয়ি গ্রামেনু (গ্রিস), ক্রিনা হোৎসেস্কু ও ফ্লোরেন্তিনা রাদু (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৬ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
৭৫/৭ (২০ ওভার)
 গ্রিস
৪১/০ (৭ ওভার)
কেরি ফ্রেজার ১২ (২৫)
আদামান্তিয়া মাকরি ২/১৭ (৩ ওভার)
আংগেলিকি-ইওয়ানা আর্‌য়িরোপুলু ১৮* (২৪)
গ্রিস ১৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: আদামান্তিয়া মাকরি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে গ্রিসের লক্ষ্য ১২ ওভারে ৪৯ নির্ধারণ করা হয়।
  • ভাসিলিকি মুলিনু (গ্রিস), দিব্যা কান্ডপাল ও মারিয়া সেরফিওতি (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
০৯:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
৯৪/৩ (১০ ওভার)
 সার্বিয়া
৭৯/৩ (১০ ওভার)
রেবেকা ব্লেক ৩৭ (২৩)
স্লাজানা মাতিয়েভিচ ১/৮ (১ ওভার)
স্লাজানা মাতিয়েভিচ ২৬ (২০)
কিরিল্য জেনিফার আনা ১/১১ (২ ওভার)
স্তেফানিয়া তুদোরাকে ১/১১ (২ ওভার)
রোমানিয়া ১৫ রানে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: রেবেকা ব্লেক (রোমানিয়া)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১০ ওভারে খেলা হয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
১২:৩০
স্কোরকার্ড
রোমানিয়া 
১৩৩/৩ (১৮ ওভার)
 লুক্সেমবুর্গ
১৩৪/২ (১৪.৪ ওভার)
রেবেকা ব্লেক ৭৩* (৬৩)
আরতি প্রিয়া ১/১৭ (৩ ওভার)
কেরি ফ্রেজার ২৫* (৩২)
স্তেফানিয়া তুদোরাকে ১/১৭ (২ ওভার)
লুক্সেমবুর্গ ৮ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জিয়া ব্রিলি (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • দানিয়েলা কিরিৎস্য (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
১৬:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
১১ (৮.৫ ওভার)
 গ্রিস
১২/০ (১.১ ওভার)
তামারা ত্রায়কোভিচ ২ (৭)
মারিয়া সিরিওতি ৩/৭ (৩ ওভার)
আংগেলিকি সাভানি ৬* (৬)
গ্রিস ১০ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া সিরিওতি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
  • এলেনা প্রোকিচ (সার্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

প্লেঅফ[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

  সেমিফাইনাল     ফাইনাল
                 
   সার্বিয়া ৮৮ (১৯.৩)  
   গ্রিস ৮৯/৪ (১২.৩)    
       রোমানিয়া ৯১/৭ (২০)
       গ্রিস ৯২/১ (১৫.১)
   রোমানিয়া ১২৭/৭ (২০)    
   লুক্সেমবুর্গ ১২০/৯ (২০)   ৩য় স্থান নির্ধারণী
 
 লুক্সেমবুর্গ ১৪৮/৯ (২০)
   সার্বিয়া ৮৫/৩৯ (২০)

সেমিফাইনাল[সম্পাদনা]

১ম সেমিফাইনাল[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সার্বিয়া 
৮৮ (১৯.৩ ওভার)
 গ্রিস
৮৯/৪ (১২.৩ ওভার)
আনা মিলেউসনিচ ১৯ (২৯)
দাফনি সোফিয়া ভ্লাখোপুলু ২/১০ (২.৩ ওভার)
আদামান্তিয়া মাকরি ৩০ (৪৪)
নাজা নোয়িচ ২/১৯ (৪ ওভার)
গ্রিস ৬ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: আদামান্তিয়া মাকরি (গ্রিস)
  • গ্রিস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
১২৭/৭ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
১২০/৯ (২০ ওভার)
রেবেকা ব্লেক ৫৪ (৪৯)
শিবানী সতী ২/১৭ (৩ ওভার)
শিফ্রা ললর ২৫ (৪০)
স্তেফানিয়া তুদোরাকে ৩/২৫ (৪ ওভার)
রোমানিয়া ৭ রানে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: রেবেকা ব্লেক (রোমানিয়া)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রামোনা কিরিল্য (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২৩
১০:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৪৮/৯ (২০ ওভার)
 সার্বিয়া
৮৫/৩ (২০ ওভার)
জর্জিয়া ব্রিলি ৫৪ (৪৬)
নাজা নোয়িচ ৩/১৮ (৪ ওভার)
স্লাজানা মাতিয়েভিচ ১৭* (১৮)
আরতি প্রিয়া ১/১২ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ৬৩ রানে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জিয়া ব্রিলি (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
রোমানিয়া 
৯১/৭ (২০ ওভার)
 গ্রিস
৯২/১ (১৫.১ ওভার)
রেবেকা ব্লেক ৫২* (৬২)
মারিয়া সিরিওতি ৩/১৫ (৪ ওভার)
আদামান্তিয়া মাকরি ৪৯* (৫৫)
কিরিল্য জেনিফার আনা ১/১৭ (৪ ওভার)
গ্রিস ৯ উইকেটে জয়ী
মেরিনা মাঠ, কোন্তোকালি
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিয়া সিরিওতি (গ্রিস)
  • রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ΠΡΌΓΡΑΜΜΑ ΑΓΩΝΩΝ ΕΥΡΩΠΑΙΚΟΥ ΠΡΩΤΑΘΛΗΜΑΤΟΣ ΓΥΝΑΙΚΩΝ T20 I ΣΕΠΤΕΜΒΡΙΟΣ 2023"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Οι επετειακές εκδηλώσεις της για τα 200 χρόνια Κρίκετ συνεχίζονται δυναμικά όπως ξεκίνησαν. Μετά τις επιτυχίες των Εθνικών μας συγκροτημάτων Ανδρών και Γυναικών σε διοργανώσεις εξωτερικού σε πρωταθλήματα του Εuropean Cricket Network αλλά και της Παγκόσμιας Ομοσπονδίας Κρίκετ,"হেলেনীয় ক্রিকেট ফেডারেশন (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Greece Cricket to host European Women's Championship T20 in September 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩ 
  4. "📣 Squad Announcement! 📣"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]