২০২৩ ফ্রান্স নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ ফ্রান্স নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
 
  অস্ট্রিয়া ফ্রান্স
তারিখ ৫ মে ২০২৩ – ৭ মে ২০২৩
অধিনায়ক জো-অঁতোয়ানেত স্টিশলিৎস মারি ভিওলো
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ফ্রান্স ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আন্দ্রেয়া-মে ৎসেপেডা (৭৪) পপি ম্যাকগিওন (১২৪)
ইনেস ম্যাককিওন (১২৪)
সর্বাধিক উইকেট আশমান সাইফি (৫) এমা প্যাটেল (৭)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামি সেডন (ফ্রান্স)

ফ্রান্স নারী ক্রিকেট দল ২০২৩ সালের মে মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[১] সিরিজের ম্যাচসমূহ নিম্ন অস্ট্রিয়ার জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজটি ফ্রান্সের জন্য ২০২৩ নারী টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের দ্বিতীয় বিভাগের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩]

সিরিজের পাঁচটি ম্যাচেই জয়ী হয় ফ্রান্স।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া  ফ্রান্স[৫]
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস (অধি.)
  • আনিশা নূকল (উই.)
  • আন্দ্রেয়া-মে ৎসেপেডা
  • আশমান সাইফি
  • এলভিরা আভদিলায়
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • শ্রিয়া কোমতি রেড্ডি
  • সুশমা কাট্টিমণি
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • স্মৃতি কোহলি
  • হরজীবন ভুল্লার
  • হাদিয়া সিদ্দিকি
  • হানা সিম্পসন-পার্কার
  • মারি ভিওলো (অধি.)
  • অ্যামি সেডন
  • আনিকা বেস্টার
  • আলিক্স ব্রোদাঁ
  • ইনেস ম্যাককিওন (উই.)
  • এমা প্যাটেল
  • এমানুয়েল ব্রেলিভে
  • গণেশ পূজা (উই.)
  • ডরোথিয়া গ্রাহাম
  • তারা ব্রিটন (উই.)
  • পপি ম্যাকগিওন
  • ব্লঁদিন ভেরদোঁ
  • লারা আরমাস
  • লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৫ মে ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ফ্রান্স 
১২২/৮ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৭৯ (১৭.৫ ওভার)
অ্যামি সেডন ৩৩* (৩৬)
সুশমা কাট্টিমণি ২/২৫ (৪ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ২১* (২৭)
এমা প্যাটেল ২/১২ (৩ ওভার)
ফ্রান্স ৪৩ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও শিবকৃষ্ণ দোনেপূড়ি (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামি সেডন (ফ্রান্স)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুশমা কাট্টিমণি, হাদিয়া সিদ্দিকি (অস্ট্রিয়া), অ্যামি সেডন, আনিকা বেস্টার, ইনেস ম্যাককিওন ও এমা প্যাটেল (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৫ মে ২০২৩
১৫:০০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৬/৪ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৯৪/৮ (২০ ওভার)
পপি ম্যাকগিওন ৬১* (৪৮)
আশমান সাইফি ২/৩৩ (৪ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ২৩* (১৯)
ডরোথিয়া গ্রাহাম ৩/২২ (৪ ওভার)
ফ্রান্স ৬২ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও শিবকৃষ্ণ দোনেপূড়ি (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পপি ম্যাকগিওন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৬ মে ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
ফ্রান্স 
১৫৫/৬ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৫৬/৯ (২০ ওভার)
ইনেস ম্যাককিওন ৪৪ (৩০)
আশমান সাইফি ৩/২১ (৪ ওভার)
প্রিয়া সাবু ১০ (২৬)
এমা প্যাটেল ২/১২ (৩ ওভার)
ফ্রান্স ৯৯ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পপি ম্যাকগিওন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

৬ মে ২০২৩
১৫:১৫
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
৭৩/২ (১২ ওভার)
 ফ্রান্স
৯১/৬ (১১.৪ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৩২ (২৬)
পপি ম্যাকগিওন ২/৯ (২ ওভার)
অ্যামি সেডন ২২* (২০)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ২/১৫ (২ ওভার)
ফ্রান্স ৪ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: আর্সলান আরিফ (অস্ট্রিয়া) ও প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইনেস ম্যাককিওন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১২ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে ফ্রান্সের লক্ষ্য ১২ ওভারে ৯১ নির্ধারণ করা হয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৭ মে ২০২৩
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
৭৫/৮ (২০ ওভার)
 ফ্রান্স
৭৯/২ (১১ ওভার)
বুসরা উজা ২৫ (৬১)
এমা প্যাটেল ২/১৮ (৪ ওভার)
ইনেস ম্যাককিওন ৩৭* (৩০)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ১/২০ (৩ ওভার)
ফ্রান্স ৮ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইনেস ম্যাককিওন (ফ্রান্স)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "WOMEN T20I"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "France Women's Tour of Austria: Venue, Fixtures, Live, Ranking Points and many more"হোম অব টি২০ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২৩ 
  3. "France Women to tour Austria ahead of Europe qualifiers in May 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  4. "First ever T20Is in Gibraltar highlight busy weekend of European international cricket"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 
  5. "Voici notre équipe de France 🇫🇷 masculine et féminine qui sera en tournée en Italie 🇮🇹 du 06 au 07 mai et en Autriche 🇦🇹 du 05 au 07 mai 2023 respectivement"ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]