রুমা
রুমা | |
---|---|
দাম্পত্য সঙ্গী |
রুমা প্রাচীন ভারতীয় হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত অন্যতম চরিত্র সুগ্রীবের পত্নী। রামায়ণের চতুর্থ সর্গ কিষ্কিন্ধ্যাকাণ্ডে তাঁকে উপস্থাপিত করা হয়েছে। রুমা ও সুগ্রীব একে-অপরের সাথে প্রেমে জড়িয়ে পড়ে ও তাঁরা বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে পোষণ করে। তবে, রুমার পিতা বিয়েতে বাদ সাধেন। অতঃপর, হনুমানের সহায়তা নিয়ে রুমাকে অপহরণ করে নিয়ে যান ও তাঁরা বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেন। দুই বানর ভ্রাতার কলহের খেসারতস্বরূপ বালী তাঁকে ছিনিয়ে নিয়ে যান।
রামের হাতে বালী নিহত হলে রুমাকে উদ্ধার করা হয় ও সুগ্রীবকে কিষ্কিন্ধ্যার স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করা হয়। রামের তীরে কপটতা ও অপ্রত্যাশিতভাবে হননের শিকারে পরিণত হলে বালী তাঁকে দোষারোপ করলে রাম তাঁকে সুগ্রীবের বিবাহিত পত্নী রুমাকে বলপূর্বক অপহরণ ও নিজের মনোরঞ্জনে ব্যবহারের শাস্তি হিসেবে হত্যা করতে বাধ্য হয়েছেন বলে জানান।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899
- ↑ Valmiki Ramayana translated by Ralph T. H. Griffith (1870–1874). Book IV.
- ↑ Ramayana. William Buck, B. A. van Nooten, Shirley Triest. University of California Press, 2000. আইএসবিএন ০৫২০২২৭০৩৪, 9780520227033