ভারতের সাধারণ নির্বাচন, ১৯৬২
| ||||||||||||||||||||||||||||
লোকসভার ৪৯৪ টা কেন্দ্রের অন্যতমগুলিতে ভোটগ্রহণ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৪৮টি আসন | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
ভারতের সাধারণ নির্বাচন, ১৯৬২ তৃতীয় লোকসভা গঠনের উদ্দেশ্যে ১৯৬২ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পূর্ববর্তী নির্বাচনের মত এই নির্বাচনেও কোনো লোকসভা কেন্দ্রে দুজন করে সাংসদ নির্বাচন করা হয়নি৷ এই নির্বাচনটিকে ধরে পরবর্তী সাধারণ নির্বাচনের একটি কেন্দ্রে একজন করে সাংসদ নির্বাচন করা পদ্ধতি প্রচলিত হয়েছিল। এর আগের দুটি নির্বাচনে ৯১টা লোকসভা কেন্দ্রে দুজন করে সাংসদ নির্বাচন করা হয়েছিল। ভারতের ১৮টি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট ৪৯৪টা কেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।[১]
জওহরলাল নেহরু তৃতীয় এবং জীবনের শেষ নির্বাচনটিতে আগের দুটির মতো প্রভূত বিজয় লাভ করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস ৪৪.৭% ভোটে ৩৬১টি আসন লাভ করেছিল। অবশ্য এই সংখ্যা পূর্ববর্তী নির্বাচন দুটির তুলনায় সামান্য কম ছিল, যদিও লোকসভার ৭০% আসন লাভ করতে সক্ষম হয়েছিল। ৯.৯৪ শতাংশ ভোটে ২৯টি আসন পেয়ে ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিতীয় স্থান লাভ করেছিল। এক বছরে জওহরলাল নেহরুর প্রধান মন্ত্রিত্বে ২ এপ্রিল তৃতীয় লোকসভা গঠন করা হয়েছিল।[২]
প্রেক্ষাপট
[সম্পাদনা]দুটি সফল কার্যকাল শেষ করা নেহরু সরকারকে বিভিন্ন প্রত্যাহ্বানের সম্মুখীন হতে হয়েছিল। ইতিমধ্যে পাকিস্তান এবং চীনের সাথে দুটি যুদ্ধে ভারতকে লিপ্ত হতে হয়েছিল। চীনের সাথে শোচনীয় পরাজয় বরণ করা নেহরু সরকারের সামরিক দিকটির দুর্বলতার জন্য যথেষ্ট সমালোচনা হয়েছিল এবং যারজন্য প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেননকে অপসারণও করা হয়েছিল। অর্থনৈতিক সংকট, নিবনুবা সমস্যা, টাকার অবমূল্যায়ন, দারিদ্র, মিজো বিদ্রাহ, দুর্ভিক্ষ ইত্যাদি বিভিন্ন সমস্যা সরকারটিকে জর্জরিত করেছিল।[২]
ফলাফল
[সম্পাদনা]দলগত ফলাফল
[সম্পাদনা]লোকসভা নির্বাচন, ১৯৬২ ভোটদান ৫৫.৪২% |
% | বিজয়ী (মোট ৪৯৪) | |
---|---|---|---|
ভারতীয় জন সংঘ | BJS | 6.44 | 14 |
ভারতের কমিউনিস্ট পার্টি | CPI | 9.94 | 29 |
ভারতীয় জাতীয় কংগ্রেস | INC | 44.72 | 361 |
প্রজা সোসালিস্ট পার্টি | PSP | 6.81 | 12 |
সোসালিস্ট পার্টি (ভারত) | SSP | 2.69 | 6 |
স্বতন্ত্র পার্টি | SP | 7.89 | 18 |
আকালি দল | AD | 0.72 | 3 |
অখিল ভারতীয় হিন্দু মহাসভা | ABHM | 0.65 | 1 |
অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ | RRP | 0.6 | 2 |
অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক | AIFB | 0.72 | 2 |
অল পার্টি হিল লিডারসা কনফারেন্স | APHLC | 0.08 | 1 |
ছোটা নাগপুর সান্থাল পরগনাজ্ জনতা পার্টি | CNSPJP | 0.41 | 3 |
দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগম | DMK | 2.01 | 7 |
গণতন্ত্র পরিষদ | GP | 0.3 | 4 |
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ | IUML | 0.36 | 2 |
পিজেণ্টস্ অ্যান্ড ওয়ার্কার্স পার্টি অব ইন্ডিয়া | PWPI | 0.1 | 0 |
রিপাব্লিক পার্টি অব ইন্ডিয়া | RPI | 2.83 | 3 |
হারিয়ানা লোক সমিতি | HLS | 0.1 | 1 |
লোকসেবক সংঘ | LSS | 0.24 | 2 |
নুতন মহা গুজরাত জনতা পরিষদ | NMGJP | 0.17 | 1 |
রিভুলশনারী পার্টি | RSP | 0.39 | 2 |
নির্দলীয় | - | 11.05 | 20 |
ইংগ-ভারতীয় মনোনীত সদস্য | - | - | 2 |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statistical Report On General Elections, 1962 To The Third Lok Sabha" (পিডিএফ)। Election Commission of India। ১৮ জুলাই ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৪।
- ↑ ক খ "1962 Lok Sabha elections: an easy win for Congress, but troubled tenure thereafter"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
ভারতের রাজনীতি |
---|
আইন ও কেন্দ্রীয় সরকার |
নির্বাচন ও রাজনৈতিক দল |
প্রশাসনিক বিভাগ ও যুক্তরাষ্ট্রবাদ |
ভারত প্রবেশদ্বার |