দৈনিক সমকাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Miraj bappy (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৩ নং লাইন: ২৩ নং লাইন:
}}
}}


'''''দৈনিক সমকাল''''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা]] থেকে প্রকাশিত একটি [[বাংলা ভাষা|বাংলা]] দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১শে মে হতে প্রকাশিত হয়ে আসছে। বিখ্যাত সাংবাদিক গোলাম সারওয়ার এই পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আবুল কালাম আযাদ এর প্রকাশক। ২০০৭ সাল পর্যন্ত ''সমকাল''-এর অনুলিপির সংখ্যা ছিল দুই লাখের মধ্যে। <ref name="সমকাল">[http://archive.is/M3v54 Samakal], দৈনিক সমকাল</ref>
'''''দৈনিক সমকাল''''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা]] থেকে প্রকাশিত একটি [[বাংলা ভাষা|বাংলা]] দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। গোলাম সারওয়ার এই পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির প্রকাশক এ.কে. আজাদ।


==নিয়মিত আয়োজন==
==নিয়মিত আয়োজন==

১২:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে সংশোধিত সংস্করণ

দৈনিক সমকাল
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
প্রকাশকআবুল কালাম আযাদ
সম্পাদকগোলাম সারওয়ার
প্রতিষ্ঠাকাল৩১ মে ২০০৫
ভাষাবাংলা, ইংরেজি (শুধুমাত্র অনলাইন)
সদর দপ্তর১৩৬, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২০৮
প্রচলন২,০৭,৪৪৫ কপি [মে ২০১৭] [১]
ওয়েবসাইটসমকাল

দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হয়ে আসছে। গোলাম সারওয়ার এই পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির প্রকাশক এ.কে. আজাদ।

নিয়মিত আয়োজন

দৈনিক সমকাল-এর নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে- প্রথম পাতা, রাজধানী, সারাদেশ, বিশ্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলা, অর্থনীতি, সম্পাদকীয়, বিনোদন, করপোরেট, শেষ পাতাসহ বিভিন্ন আয়োজন। এছাড়া সাময়িকীতে রয়েছে- চারমাত্রা, আলোর পথযাত্রী, প্যাঁচাল, ঘাসফড়িং, বিনোদন, লাইফস্টাইল, শৈলী, নন্দন, চাকরি নিয়ে, খাবার, পাঠশালা, সাহিত্য নিয়ে কালের খেয়া।

হুমকি ও সাংবাদিক হত্যা

২০০৫ সাল থেকে যাত্রা শুরু করার পর থেকেই পত্রিকাটির সাংবাদিকরা বিপদ ও হুমকির মধ্য দিয়েই কাজ করছেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর পত্রিকাটির ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর ব্যুরো কার্যালয়ের প্রধান সাংবাদিক গৌতম দাসকে হত্যা করা হয়। মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার এবং পুনর্নির্মাণের অনিয়ম ও দুর্নীতির সংবাদ পরিবেশন করায় সাংবাদিক গৌতম দাসের ওপর ক্ষুদ্ধ হয় ততকালীন ২০০৬ সালের ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ঠ ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগী সন্ত্রাসী চক্র। [২] এর জের ধরে তাকে খুন করা হয়। হত্যাকাণ্ডের দীর্ঘ ৮ বছর পর ২০১৩ সালের ২৭ জুন নয়জনের যাবজ্জীবনের রায় দেয়া হয়।[৩][৪][৫]২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহাজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষ শুরু হয়।[৬] এ সময় ব্যক্তিগত শর্টগান নিয়ে গুলি ছুড়তে ছুড়তে বিপরীত পক্ষকে ধাওয়া করে মেয়র ও তার ভাই। সেই মুহূর্তে সংবাদ সংগ্রহে দায়িত্বরত সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি বগুড়া হাসপাতাল থেকে ঢাকা আনার পথে তিনি মৃত্যুবরণ করেন।[৭]বর্তমানে মামলা চলমান রয়েছে। মেয়র সহ ৬ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।[৮]

তথ্য সূত্র

বহিঃসংযোগ