পাসওয়ার্ড (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাসওয়ার্ড
পাসওয়ার্ডের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকমালেক আফসারী
প্রযোজকশাকিব খান
মোহাম্মদ ইকবাল
চিত্রনাট্যকারমালেক আফসারী
কাহিনিকার
শ্রেষ্ঠাংশে
সুরকার
সঙ্গীত:

আবহসঙ্গীত:

চিত্রগ্রাহকসাইফুল শাহীন
সম্পাদকতৌহিদ হোসেন চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকএসকে ফিল্মস
মুক্তি
  • ৫ জুন ২০১৯ (2019-06-05)
স্থিতিকাল২ ঘন্টা ১৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

পাসওয়ার্ড হচ্ছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মালেক আফসারী এবং এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খানমোহাম্মদ ইকবাল[১][২] এটি শাকিব খান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র, এর আগে তিনি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন।[৩][৪] চলচ্চিত্রটি মূলত সুইস ব্যাংক একাউন্ট পাসওয়ার্ড সম্পর্কিত, একাউন্টটির প্রকৃত মালিক মূলত আলাউদ্দীন সরকার, যিনি মৃত্যুর পূর্বে বাংলাদেশের রিহ্যাবিলিটেশন ফান্ডে টাকা জমা দেয়ার জন্য রুদ্রকে তার ব্যাংক একাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড দিয়ে যান। এতে শাকিব খান,[৫][৬][৭] শবনম বুবলি[৮][৯]ইমন[১০][১১] ছাড়াও নতুন মুখ তনামি হককে দেখা যায় মূখ্য ভূমিকায়।[১২] এছাড়াও এতে আরোও অভিনয় করেছেন মিশা সওদাগর,[১৩] অমিত হাসান, ডনসাংকো পাঞ্জা সহ আরও অনেকে।[১৪][১৫][১৬][১৭][১৮]

চলচ্চিত্রটি ভারত-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জনপ্রিয় চলচ্চিত্র ও জনপ্রিয় অভিনেতা পুরস্কার সহ সর্বাধিক পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে।[১৯][২০]

কাহিনি সংক্ষেপ[সম্পাদনা]

আলাউদ্দীন সরকার (শিবা শানু) একজন বিলিয়নিয়ার, যার সুইস ব্যাংকে হাজার কোটি টাকা জমা। ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড, আলাউদ্দীনের হাতের পেনড্রাইভে লুকানো আছে। আলাউদ্দীনের সেই সুইস ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড পেতে মরিয়া উয়ে উঠেন ভিক্টর (মিশা সওদাগর), যিনি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন। একদিন আলাউদ্দীন জিম করতে এলে, ভিক্টরের লোক তার কাছ থেকে পেনড্রাইভ নিতে ফন্দি আঁটে, এবং ঘটনা চক্রে পেনড্রাইভটি এসে রুশোর (ইমন) কাছে, যিনি একজন অটিস্টিক রোগী। পেনড্রাইভটি তার বড় ভাই রুদ্রের (শাকিব খান) নজরে পড়লে, সেটা ফেরত দিতে আলাউদ্দীনের অফিসে যায়, গিয়ে দেখে কারা যেন আলাউদ্দীনকে ছুরিকাঘাত করেছে। আলাউদ্দীন মরার আগে তার সুইস ব্যাংক একাউন্টের ব্যক্তিগত পাসওয়ার্ড রুদ্রকে বলে যায়, এবং বলেন যে টাকাগুলো যেন বাংলাদেশের রিহ্যাবিলিটেশন ফান্ডে জমা দিয়ে দেয়, এবং এই টাকার জন্যই ভিক্টর তাকে হত্যা করতে চায়। ঘটনাস্থলে পুলিশের স্পেশাল ব্র‍্যাঞ্চ কর্মকর্তা এসি কবির খান (অমিত হাসান), আলাউদ্দীন মৃত্যুর ক্ল্যু খুঁজতে থাকেন। ভিক্টর পুলিশ কর্মকর্তা ডিসিডিভি ভিক্টর সেজে ঘটনাস্থলে পেনড্রাইভ খুঁজতে থাকেন, কিন্তু তিনি পেনড্রাইভ কোথাও খুঁজে পাননি।

ফলশ্রুতিতে ভিক্টর ডাক্তার শবনম (রুদ্রের চিকিৎসক) (শবনম বুবলি), রুদ্র ও রুশোকে সন্দেহ করে, এদের কাছে পেনড্রাইভটি থাকতে পারে।

অভিনয়[সম্পাদনা]

  • শাকিব খান - রুদ্র, আলাউদ্দীন মরার আগে তাকে সুইস ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে যান, ব্যাংকের টাকাগুলো বাংলাদেশের দরিদ্র তহবিলে জমা দেওয়ার জন্য
  • শবনম বুবলি - ডাঃ শবনম, একজন ডাক্তার; রুদ্রের ভালবাসা আকর্ষণ
  • ইমন – রুশো, রুদ্র'র ছোট ভাই, একজন অটিস্টিক রোগী
  • মিশা সওদাগর – ভিক্টর ড্যানিয়েল, একজন আন্ডারওয়ার্ল্ড ডন, যিনি আলাউদ্দীনের সুইস ব্যাংক একাউন্টের পাসওয়ার্ড খুঁজতে মরিয়া হয়ে ওঠেন
  • অমিত হাসান - কবির খান, পুলিশের একজন এসিস্ট্যান্ট কমিশনার (এসি); তিনি আলাউদ্দীন হত্যা মামলায় তদন্তের নেতৃত্ব দেন
  • শিবা শানু - আলাউদ্দীন, একজন বিলিয়নিয়ার, সুইস ব্যাংক একাউন্টের প্রকৃত মালিক
  • তনামি হক[১২] – শান্তা, ডাক্তার শবনমের বোন, একজন অন্তঃসত্ত্বা রোগী; রুশো তার ভাই রুদ্রকে হাসপাতালের পুলিশের হাত থেকে বাচিঁয়ে আনার জন্য তাকে অপহরণ করে
  • ডন – কায়সার, ভিক্টরের বন্ধু ও সহযোগী
  • সাংকো পাঞ্জা - মিজান, ভিক্টরের বন্ধু ও সহযোগী; পরবর্তীতে তিনি ভিক্টরের কাছে আলাউদ্দিনের সুইস ব্যাংকের টাকার ভাগ চান
  • কমল পাটেকার - রিয়াজ উদ্দীন, রুদ্র ও রুশোর বাসার বাড়িওয়ালা
  • রাণী আহাদ - সুরাইয়া, বাড়িওয়ালা রিয়াজ উদ্দীনের মেয়ে
  • যাদু আজাদ
  • সীমান্ত
  • শরীফুল ইসলাম (শরীফ)
  • শাবান মাহমুদ - স্বভূমিকা (বিশেষ উপস্থিতি)
  • ঝিনুক - শিশু শিল্পী
  • সুনান - শিশু শিল্পী

প্রযোজনা[সম্পাদনা]

২০১৪ সালের হিরো: দ্য সুপারস্টার চলচ্চিত্র প্রযোজনার পর পাসওয়ার্ড শাকিব খানের প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র।[২][২১]

২০১৯ সালের ০১ মার্চ ঢাকায় পাসওয়ার্ড চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। পরে, এদিনই ঢাকার প্রিয়াঙ্কা শুটিং স্পটে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক চিত্র ধারণ শুরু হয়। প্রথমদিন শুটিংয়ে অংশগ্রহণ করেন বুবলি ও ইমন।[২২][২৩] এছাড়া, ৫ মার্চ শুটিংয়ে অংশগ্রহণ করেন শাকিব খান। পরে, এদিনই সকাল ৭ টায় এফডিসির একটি ফ্লোরে শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী। পরদিন, ৬ মার্চ সকাল ১০ টা পর্যন্ত টানা ২৭ ঘণ্টা শুটিং করেন তারা, সঙ্গে ছিল চলচ্চিত্রটি পুরো ইউনিট।[২৪]

চলচ্চিত্রের "ঈদ মোবারক" শিরোনামের একটি গান বিএফডিসির ২নং ফ্লোরে চিত্র ধারণ করা হয়, এবং বাকী তিনটি গানের চিত্র ধারণ করা হয় তুুরস্কের রাজধানী ইস্তাম্বুল, আলাতোনিয়া, কাপাডোকিয়া, পামুকালের বিভিন্ন স্থানে।[৬][২৫][২৬]

অভিনয়শিল্পী নির্বাচন[সম্পাদনা]

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ চলচ্চিত্রের প্রায় ৩ বছর পর এ চলচ্চিত্রের মাধ্যমে একত্রে অভিনয় করেছেন শাকিব খানইমন[২৭] এর আগে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি শাকিব খানের ছোট ভাই রুদ্র চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হন ইমন[১১]

সঙ্গীত[সম্পাদনা]

পাসওয়ার্ড (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র‍্যাক)
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৯
শব্দধারণের সময়২০১৮
স্টুডিওএসকে ফিল্মস
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
দৈর্ঘ্য১৫:০০
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীএসকে ফিল্মস
প্রযোজকশাকিব খান, মোহাম্মদ ইকবাল
পাসওয়ার্ড থেকে একক গান
  1. "পাগল মন"
    মুক্তির তারিখ: ২৯ মে ২০১৯
  2. "ঈদ মোবারক"
    মুক্তির তারিখ: ১ জুন ২০১৯
  3. "আগুন লাগাইলো"
    মুক্তির তারিখ: ৩ জুন ২০১৯
  4. "সোয়াগ"
    মুক্তির তারিখ: ৪ জুন ২০১৯
লিংকন কালক্রম
মন জানে না
(২০১৯)
পাসওয়ার্ড
(২০১৯)
আকাশ সেন কালক্রম
তুই আমার রানি
(২০১৯)
পাসওয়ার্ড
(২০১৯)
বীর
(২০২০)
স্যাভি কালক্রম
শাহেনশাহ
(২০১৯)
পাসওয়ার্ড
(২০১৯)
ভকাট্টা
(২০১৯)

চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন লিংকন, আকাশস্যাভি। "পাগল মন" শিরোনামের প্রথম গানের প্রথম চরণটি আব্দুর রহমান বয়াতীর রচিত ও সুরারোপিত একই শিরোনামের গান থেকে নেয়া হয়েছে। এই গানের বাকি কথাগুলো লিখেছেন এবং সুর ও সঙ্গীতায়োজন লিংকন। গানটি গেয়েছেন অশোক সিং, যা তার চলচ্চিত্রে অভিষেক গানও। এটি ২০১৯ সালের ২৯ মে ইউটিউবে মুক্তি পায়। এরপর ২০১৯ সালের ১ জুন মুক্তি পায় চলচ্চিত্রের দ্বিতীয় গান "ঈদ মোবারক", গেয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী আকাশ। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ নিজে এবং গীত রচনা করেছেন ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। ২০১৯ সালের ৩ জুন " আগুন লাগাইলো" শিরোনামের তৃতীয় গান মুক্তি পায়। গানটি গেয়েছেন কোনাল ও লিংকন এবং গীত রচনা ও সুরারোপন করেছেন লিংকন নিজেই। ২০১৯ সালের ৪ জুন চলচ্চিত্রটির চতুর্থ ও শেষ গান ইউটিউবে মুক্তি পায়। "সোয়াগ" শিরোনামের এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল। এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি এবং গীত রচনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটির সবগুলো গান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

নং.শিরোনামগীতিকারসুরকারসংঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."পাগল মন"লিংকনলিংকনঅশোক সিং৪:৩৩
২."ঈদ মোবারক"প্রিয় চট্টোপাধ্যায়আকাশআকাশ৩:০২
৩."আগুন লাগাইলো"লিংকনলিংকনকোনাল, লিংকন৩:৪৮
৪."সোয়াগ"প্রিয় চট্টোপাধ্যায়স্যাভি গুপ্তইমরান মাহমুদুল৩:৩৭
মোট দৈর্ঘ্য:১৫:০০ মিনিট

বাজারজাতকরণ ও মুক্তি[সম্পাদনা]

২০১৯ সালের ১১ মে পাসওয়ার্ড চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজে চলচ্চিত্রটির থ্রিডি ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়।[১][২৮] ২০১৯ সালের ২৬ মে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃপক্ষ চলচ্চিত্রটিকে বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করে।[২৯] এরপর, ২৮ মে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করা হয়।[৩০]

প্রচারণা[সম্পাদনা]

২০১৯ সালের ৩ জুনপাসওয়ার্ড চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসাবে ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ শিরোনামের একটি টক শো অনুষ্ঠানে অতিথি হিসাবে চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা শাকিব খান, মিশা সওদাগর ও মামনুন হাসান ইমন উপস্থিত ছিলেন।[৩১] ৪ জুন এ চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসাবে চ্যানেল আইয়ে ‘টু দ্য পয়েন্ট’ শিরোনামের আরও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান, মামনুন হাসান ইমন ও মিশা সওদাগর।[৩২]

মুক্তি[সম্পাদনা]

২০১৯ সালের ৫ জুন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাসওয়ার্ড চলচ্চিত্রটি বাংলাদেশের ১৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় যা গত ২০ বছরে ১ম সপ্তাহে সবচেয়ে বেশি হল পাওয়ার স্বীকৃতি পায়।[৩৩][৩৪] দ্বিতীয় সপ্তাহে আরো হল বেড়ে প্রায় দুই শতাধিক হল পায় এরপর তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটির হলসংখ্যা বেড়ে দাড়ায় ২০৯-এ।[৩৫]

বক্স অফিস[সম্পাদনা]

পাসওয়ার্ড দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া পায়। চলচ্চিত্রটি ১ দিনেই ৭০ লাখ টাকার ব্যবসা করে সপ্তাহ শেষে ৫ কোটি ৩০ লক্ষ টাকা আয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ১ম সপ্তাহে সর্বাধিক আয়কারী চলচ্চিত্র হিসেবে মর্যাদা লাভ করে।[৩৬][৩৭]

সমালোচনা[সম্পাদনা]

চলচ্চিত্রটির প্রযোজক ও অভিনেতা শাকিব খান সাংবাদিকদের চলচ্চিত্রটি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। নিজেকে চলচ্চিত্রের উপর ডক্টরেট ব্যক্তি বলে দাবি করেন এবং জানান যে সুন্দরবনেও তিনি আন্তর্জাতিকমানের চলচ্চিত্র বানিয়ে দেখাতে পারবেন।[৩৮][৩৯] বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।[৪০][৪১] নিজের এই বক্তব্য করার কারণ সম্পর্কে শাকিব খান জানান, "আমি আসলে যেভাবে কথাটা বোঝাতে চেয়েছি সেভাবে অনেকে বুঝতে পারেননি। আমি বোঝাতে চেয়েছি যেহেতু আমি সিনেমা করতে ভালোবাসি। আমার অভিজ্ঞতাও অনেক। সে অর্থে নিজেকে ডক্টরেট বলেছি। হাজার প্রতিকূলতা এলেও আমি সিনেমা তৈরি করতে প্রস্তুত। এটা বোঝাতে চেয়েছি।"[৪২] অপরদিকে, চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী চলচ্চিত্রটির প্রযোজক ও নায়ক শাকিব খানের এই বক্তব্য সম্পর্কে মন্তব্য করেন যে, "সুন্দরবন তো জঙ্গল, ওখানে তো পাঁচতারকা হোটেল নেই। যে কয়দিন থাকব কষ্ট করেই থাকতে হবে। ওটাই সে বুঝাতে চেয়েছে যে, আমাকে যদি সুন্দবনেও ছেড়ে দেন তাহলেও আন্তর্জাতিক মানের ছবি বানাতে পারব।"[৪৩]

চলচ্চিত্রটি মুক্তির আগে এটিকে মৌলিক গল্পের চলচ্চিত্র বলে দাবি করা হয়। মুক্তির আগে চলচ্চিত্রটির ট্রেইলার দেখে দর্শকগণ তামিল ভাষার চলচ্চিত্র ডায়নামাইট এর পুনঃনির্মাণ বলে অভিযোগ তোলেন।[৪৪] চলচ্চিত্রটির নির্মাতা মালেক আফসারী অবশ্য তা প্রত্যাখ্যান করেন এবং চলচ্চিত্রটি ভারতীয় বা তামিল ভাষার চলচ্চিত্রের অনুকরণ এটা প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেন।[৩৮] [৪৫]

চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকগণ অভিযোগ তুলেন যে, চলচ্চিত্রটির গল্পের সঙ্গে ফরাসি ভাষার চলচ্চিত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক এর গল্পে পুনঃনির্মিত দক্ষিণ কোরীয় চলচ্চিত্র দ্য টার্গেট এর চিত্রনাট্য ও গল্পের মিল রয়েছে।[৪৬] পরে চলচ্চিত্রটির সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল এক ভিডিও বার্তায় অনুকরণ গল্পের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেন। এরপর চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যে, পাসওয়ার্ড চলচ্চিত্রটির গল্প যে নকল, সেটা তিনি জানতেন না। পরে অবশ্য তিনি সেই স্ট্যাটাসটি মুছে ফেলেন।[৪৭] এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি চলচ্চিত্রটির মৌলিকতার সপক্ষে চারটি যুক্তি প্রদান করেন।[৪৫][৪৬]

২০১৯ সালের ১৭ জুন আনন্দ কুটুম নামের এক চলচ্চিত্র ব্যক্তিত্ব এটির বিরুদ্ধে গল্প নকলের অভিযোগ এনে সেন্সর বোর্ডে অভিযোগপত্র দাখিল করেন।[৪৮][৪৯] সেন্সর বোর্ড পর্যালোচনার পর দ্য টার্গেট চলচ্চিত্রের কিছু দৃশ্যের সাথে পাসওয়ার্ড চলচ্চিত্রের কিছু দৃশ্যের মিল খুঁজে পান এবং ভবিষ্যতে প্রযোজক ও পরিচালকের চলচ্চিত্রের সাথে যেন অন্য কোন চলচ্চিত্রের মিল না থাকে, সে ব্যাপারে সতর্ক করেন ও পুনরায় চলচ্চিত্রটিকে ছাড়পত্র প্রদান করেন।[৫০][৫১][৫২]

এছাড়া, চলচ্চিত্রটির গান আগুন লাগাইলো র গানের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ করেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। তিনি অভিযোগ করেন যে, তার সুরে ২০১৯ সালের ১৮ মার্চ প্রকাশ হওয়া চন্দ্র তারা গানের সুরের মিল আছে।[৫৩][৫৪][৫৫] এর পরিপ্রেক্ষিতে মালেক আফসারী বলেন, "পাসওয়ার্ড এখন সফল। তাই এটি নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলবে। সবাই চাইবে এর সফলতার ভাগ নিতে।"[৫৬] তিনি আরো বলেন, "গানটি আমিও শুনেছি। এর সঙ্গে শওকত আলী ইমনের গানের সুরের মিল আছে। এই গানের সুর যে করেছে, সেই এর জবাব দিতে পারবে, কেন সে এই কাজটি করেছে।"[৫৬] এরপর, গানের সুরকার লিংকন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন যে তিনি গানটি ২০১৭ সালে সুর করেছেন।[৫৭] এরপর, তার মুঠোফোনে সংরক্ষিত অডিও ফাইলগুলো থেকে একটি গানের অডিও ফাইল বের করে দেখান। সেখানে তিনি দেখান যে, অডিও ফাইলটি ২০১৭ সালে তার মুঠোফোনে সংরক্ষিত হয়েছে। তবে, তার এই প্রমাণকে অকাট্য যুক্তি মানতে নারাজ অনেকে। কেননা, তথ্য প্রযুক্তির এই যুগে মুঠোফোনে সংরক্ষিত কোনো ফাইলের সংরক্ষণের তারিখ পরিবর্তন করা অসম্ভব কোনো বিষয় নয়।[৫৭]

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার আয়োজনের তারিখ বিভাগ মনোনীত ফলাফল
ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার ২১ অক্টোবর ২০১৯[৫৮] জনপ্রিয় চলচ্চিত্র পাসওয়ার্ড বিজয়ী
জনপ্রিয় অভিনেতা শাকিব খান বিজয়ী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মামনুন হাসান ইমন বিজয়ী
শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল[৫৯] বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী বিজয়ী

হোম ভিডিও[সম্পাদনা]

২০১৯ সালের ২৩ অক্টোবর চলচ্চিত্রটি 'রবি টিভি প্লাস'-এ উন্মুক্ত করা হয়।

চলচ্চিত্রটির টেলিভিশন স্বত্ব কেনে টেলিভিশন চ্যানেল চ্যানেল আই, এরপর ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে এটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার করা হয়।[৬০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রথম দর্শনে পাসওয়ার্ড"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  2. "নিজের বাড়ির মতো যত্ন নিয়ে অফিস গোছাচ্ছি: শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  3. "রোজা রেখে শুটিং করছেন শাকিব খান"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  4. "প্রথম দর্শনেই আগ্রহ বাড়িয়ে দিলেন শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  5. "Shakib Khan to star in 'Password'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৭ 
  6. "গানের মধ্য দিয়ে শেষ হবে শাকিবের 'পাসওয়ার্ড'"এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  7. "‌‌'পাসওয়ার্ড'-এর প্রথম ঝলকে ভিন্ন শাকিব"Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  8. "শাকিবের 'পাসওয়ার্ড' এ বুবলী"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  9. "আগাম কিছু বলতে নারাজ"m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  10. jagonews24.com। "ইমনের প্রশংসায় পঞ্চমুখ শাকিব খান"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  11. "গ্যারান্টি শতভাগ, পাসওয়ার্ড অন্যরকম ছবি: ইমন"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৪-১৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১৩ 
  12. "পাসওয়ার্ডের পর আবারও তনামি"সময় নিউজ। ৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯ 
  13. "'পাসওয়ার্ড'-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা সওদাগর"চ্যানেল আই অনলাইন। ২০১৯-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৬ 
  14. "প্রথম দর্শনে শাকিব খানের 'পাসওয়ার্ড'"www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১২ 
  15. "আবার শাকিব বনাম শাকিব?"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০ 
  16. "শাকিবের 'পাসওয়ার্ড' সিনেমার গানের সুরও নকল | বিনোদন"ittefaq। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০ 
  17. "আমার কোনো মাথাব্যথা নেই: শাকিব খান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০ 
  18. "ঈদুল আযহা পর্যন্ত চলবে 'পাসওয়ার্ড'"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০ 
  19. "শাকিব খানের ছবি 'পাসওয়ার্ড'-এর জয়জয়কার"দ্য ডেইলি স্টার। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  20. "সুপারহিট 'পাসওয়ার্ড'-এর জয়জয়কার"চ্যানেল আই অনলাইন। ২৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  21. "'হিরো দ্য সুপারস্টার'-এর পর 'পাসওয়ার্ড'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১ 
  22. "শাকিব-বুবলীর 'পাসওয়ার্ড'র শুটিং শুরু"বাংলানিউজ টোয়েন্টিফোর। ১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  23. "আসছেন নতুন শাকিব খান"চ্যানেল আই অনলাইন। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  24. "টানা ২৭ ঘণ্টা 'পাসওয়ার্ড'-এর শুটিংয়ে শাকিব-বুবলী"চ্যানেল আই অনলাইন। ৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  25. "প্রস্তুত শাকিব-বুবলীর 'পাসওয়ার্ড'"এনটিভি অনলাইন। ২০১৯-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১ 
  26. "অপেক্ষা করুন, বড় ধামাকা আসছে: শাকিব খান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯ 
  27. "শাকিবের 'পাসওয়ার্ড' এ ইমন"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১ 
  28. "প্রথম দর্শনে শাকিব খানের 'পাসওয়ার্ড'"দৈনিক মানবজমিন। ১২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  29. "'পাসওয়ার্ড' মুগ্ধ করলো সেন্সর বোর্ড সদস্যদের"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০ 
  30. "কেমন হলো 'পাসওয়ার্ড'-এর ট্রেলার?"চ্যানেল আই অনলাইন। ২৯ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  31. "ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন II আজকের বাংলাদেশ II ৩ জুন ২০১৯ II পাসওয়ার্ড"ইনডিপেনডেন্ট টেলিভিশন। ৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯ 
  32. "বুধবার রাতে 'টু দ্য পয়েন্ট'-এ শাকিব-মিশা-ইমন"চ্যানেল আই অনলাইন। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৯ 
  33. "প্রসঙ্গ 'পাসওয়ার্ড': সেন্সর বোর্ডকে চিঠির উত্তর দিলেন শাকিব খান"বাংলা ট্রিবিউন। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  34. "বানিজ্যিকভাবে এগিয়ে ঈদের কোন ছবি?"দ্য ডেইলি স্টার। ১০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯ 
  35. https://www.prothomalo.com/entertainment/%E0%A6%97%E0%A6%A4-%E0%A7%AC-%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A7%AC
  36. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৩ 
  37. https://old.dailyinqilab.com/article/211667/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE
  38. "ছবির নাম পেনড্রাইভও হতে পারত"প্রথম আলো। ১৩ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  39. "'সুন্দরবনে ছেড়ে দিলেও, সেখানেই ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে পারব' (ভিডিও)"সময় টিভি। ২৮ মে ২০১৯। ২০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  40. "'ডক্টরেট' করার দাবি শাকিব খানের, চলছে হাস্যরস (ভিডিও)"আমাদের সময়। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  41. "শাকিব খানের সেই বক্তব্য ভাইরাল"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  42. "'ডক্টরেট' শাকিব খানের ভিডিও ভাইরাল"এনটিভি। ২৮ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  43. "শাকিবের পরের চলচ্চিত্রের শুটিং সুন্দরবনে, নায়িকা পাকিস্তানি"বিডিনিউজ২৪.কম। ২৯ মে ২০১৯। ২০ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  44. "পাসওয়ার্ডের খোঁজে তামিল থেকে কোরিয়ায়"যুগান্তর। ১৫ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  45. "শাকিবের 'পাসওয়ার্ড' নকল, মুখ খুললেন নির্মাতা"আমাদের সময়। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  46. "'পাসওয়ার্ড' নকল নয় দাবিতে মালেক আফসারীর ৪ যুক্তি"যুগান্তর। ১২ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  47. "নকল নিয়ে কী বলছেন 'পাসওয়ার্ড' ছবির পরিচালক?"প্রথম আলো। ১১ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  48. "পাসওয়ার্ড'র বিরুদ্ধে 'নকলের' অভিযোগ সেন্সর বোর্ডে"বিডিনিউজ২৪.কম। ১৭ জুন ২০১৯। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  49. "শাকিব-বুবলীর 'পাসওয়ার্ড' নকল, সেন্সর বোর্ডে অভিযোগ"আমাদের সময়। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯ 
  50. "অভিযোগ আংশিক সত্য, তারপরও আবার ছাড়পত্র"প্রথম আলো। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  51. "'পাসওয়ার্ড' পুরোপুরি নয়, আংশিক নকল: পরিচালক-প্রযোজককে সতর্ক বার্তা"চ্যানেল আই। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  52. "'পাসওয়ার্ড' নিয়ে নকলের অভিযোগের নিষ্পত্তি"মানবজমিন। ৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯ 
  53. "শাকিবের 'পাসওয়ার্ড' সিনেমার গানের সুরও নকল"ইত্তেফাক। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  54. "এবার পাসওয়ার্ডের বিরুদ্ধে গানের সুর নকলের অভিযোগ"জাগোনিউজ২৪.কম। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  55. "'পাসওয়ার্ড' ছবির গান নকলের অভিযোগ"জনকণ্ঠ। ৩ জুলাই ২০১৯। ৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  56. "পাসওয়ার্ডে গান 'নকল', যা বললেন মালেক আফসারী (ভিডিও)"আমাদের সময়। ৩০ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  57. "'পাসওয়ার্ড ছবির গান নকল নয়', প্রমাণ দিলেন সঙ্গীত পরিচালক"কালের কণ্ঠ। ১ জুলাই ২০১৯। ৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  58. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  59. "সেরা গায়কের পুরস্কার পেলেন ইমরান"বাংলাদেশ জার্নাল অনলাইন। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  60. "ভালোবাসা দিবসে টিভিতে 'পাসওয়ার্ড'"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]