উল্টা পাল্টা ৬৯
(উল্টা পাল্টা থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
উল্টা পাল্টা ৬৯ | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
প্রযোজক | মালেক আফসারী |
চিত্রনাট্যকার | মালেক আফসারী |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি | ২০০৭ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
উল্টা পাল্টা ৬৯ হচ্ছে ২০০৭ মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিটধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা ও প্রযোজনা করেছেন মালেক আফসারী। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, নাসির খান, আসিফ ইকবাল ও ইরিন জামানসহ আরও অনেকে। এটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র বিক্রমারকুডু-এর আনঅফিসিয়াল পুনঃনির্মাণ।
অভিনয়[সম্পাদনা]
- মান্না[১]
- পূর্ণিমা
- ইরিন জামান
- আসিফ ইকবাল
- নাসির খান
- লেনিন
- সাঙ্কু পাঞ্জা
- ডেনিরাজ
- আফজাল শরীফ
- ববি/বাদল
- নাসরিন
- বেবি টিনা - টিনা (শিশু শিল্পী)
Character map of Vikramarkudu and its remakes[সম্পাদনা]
বিক্রমারকুডু (২০০৬) (তেলুগু) |
উল্টা পাল্টা ৬৯ (২০০৭) (বাংলা) |
বীরা মাদাকারী (২০০৯) (কন্নড়) |
সিরুথাই (২০১১) (তামিল) |
বিক্রম সিংহ (২০১২) (ভারতীয় বাংলা) |
রোওডি রেথর (২০১২) (হিন্দি) |
অ্যাকশন জেসমিন (২০১৫) (বাংলা) |
রবি তেজা | মান্না | সুদীপ | কার্তি | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | অক্ষয় কুমার | ববি হক |
অনুষ্কা শেঠি | পূর্ণিমা | রাগিনি দ্বিবেদি | তামান্না ভাটিয়া | রিচা গঙ্গোপাধ্যায় | সোনাক্ষী সিনহা | সায়মন সাদিক |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Film actor Manna passes away"। thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১৫-০৮-২৮।