ওয়েলিংটন ক্রিকেট দল
একদিনের ম্যাচ নাম | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
---|---|
কর্মীবৃন্দ | |
অধিনায়ক | মাইকেল ব্রেসওয়েল ও হামিশ বেনেট |
কোচ | ব্রুস এডগার ও গ্লেন পকনল |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৮৭৩ |
স্বাগতিক মাঠ | ব্যাসিন রিজার্ভ |
ধারণক্ষমতা | ১১,৬০০ |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | অকল্যান্ড এইসেস ১৮৭৩ সালে ওয়েলিংটন |
প্লাঙ্কেট শীল্ড জয় | ২০ |
ফোর্ড ট্রফি জয় | ৭ |
সুপার স্ম্যাশ জয় | ২ |
দাপ্তরিক ওয়েবসাইট | ওয়েলিংটন ফায়ারবার্ডস |
ওয়েলিংটন ক্রিকেট দল (ইংরেজি: Wellington cricket team) নিউজিল্যান্ডের ছয়টি প্রথম-শ্রেণীর ক্রিকেট দলগুলোর অন্যতম। নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃক দলটি পরিচালিত হচ্ছে। সংক্ষেপে দলটি ওয়েলিংটন ফায়ারবার্ডস নামে পরিচিত। ওয়েলিংটনভিত্তিক দলটি চারদিনের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ডে অংশগ্রহণ করে আসছে। এছাড়াও, একদিনের ঘরোয়া প্রতিযোগিতা ফোর্ড ট্রফি ও সুপার স্ম্যাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
সম্মাননা
[সম্পাদনা]- প্লাঙ্কেট শীল্ড (২০)
১৯২৩-২৪, ১৯২৫-২৬, ১৯২৭-২৮, ১৯২৯-৩০, ১৯৩১-৩২, ১৯৩৫-৩৬, ১৯৪৯-৫০, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৬০-৬১, ১৯৬১-৬২, ১৯৬৫-৬৬, ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, ১৯৮১-৮২, ১৯৮২-৮৩,১৯৮৩-৮৪, ১৯৮৯-৯০, ২০০০-০১, ২০০৩-০৪
- ফোর্ড ট্রফি (৭)
১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫, ১৯৮১-৮২, ১৯৮৮-৮৯, ১৯৯০-৯১, ২০০১-০২, ২০১৩-১৪
- সুপার স্ম্যাশ (২)
২০১৪-১৫, ২০১৬-১৭
মাঠ
[সম্পাদনা]আয়োজক দল হিসেবে নিজেদের খেলাগুলো ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভ মাঠে আয়োজন করে থাকে। এ মাঠটি বড়দের রাগবি দল ওবিইউ মৌসুম বহির্ভূত সময়ে ব্যবহার করে থাকে। এছাড়াও, মাঝেমধ্যে দিবা/রাত্রির খেলা আয়োজনে ওয়েস্টপ্যাক স্টেডিয়াম ও ব্যাসিন রিজার্ভে কোন কারণে ব্যবহার করা সম্ভব না হলে কারোরি পার্কে প্রথম-শ্রেণীর খেলা আয়োজনের ব্যবস্থা করা হয়।
দলের সদস্য
[সম্পাদনা]২০১৬-১৭ মৌসুমে ওয়েলিংটন ফায়ারবার্ডসে অংশগ্রহণকারী খেলোয়াড়:[১]
উল্লেখযোগ্য খেলোয়াড়
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2016-17 Firebirds Squad - Cricket Wellington"। Cricket Wellington (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩১।