বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম অ্যাটওয়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম অ্যাটওয়েল
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৮৬১-০৬-১২)১২ জুন ১৮৬১
কীওয়ার্থ, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
মৃত্যু১১ জুন ১৯২৭(1927-06-11) (বয়স ৬৫)
লং ইটন, ডার্বিশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১০ ৪২৯
রানের সংখ্যা ১৫০ ৮,০৮৩
ব্যাটিং গড় ১৬.৬৬ ১৪.০৩
১০০/৫০ ০/০ ১/২৭
সর্বোচ্চ রান ৪৩* ১০২
বল করেছে ২,৮৫০ ১০৮,২৬৪
উইকেট ২৮ ১,৯৫১
বোলিং গড় ২২.৩৫ ১৫.৩২
ইনিংসে ৫ উইকেট ১৩৪
ম্যাচে ১০ উইকেট ২৭
সেরা বোলিং ৪/৪২ ৯/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/০ ৩৬৪/০
উৎস: ক্রিকইনফো, ২৩ জুলাই ২০১৭
বল ডেলিভারি দেয়ার পূর্ব-মুহূর্তে অ্যাটওয়েল

উইলিয়াম অ্যাটওয়েল (/ˈætwɛl/; ইংরেজি: William Attewell; জন্ম: ১২ জুন, ১৮৬১ - মৃত্যু: ১১ জুন, ১৯২৭) নটিংহ্যামশায়ারের কীওয়ার্থে জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন ডিক অ্যাটওয়েল[] ঘরোয়া ইংরেজ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ মিডিয়াম পেস বোলার ছিলেন। অসাধারণ নিখুঁত ও রান প্রদানের কৃপণতায় তার জুরি মেলা ভার ছিল। একসময় নিজ কাউন্টিতে কার্যকরী ব্যাটসম্যান ছিলেন। ১৮৯৭ সালে কেন্টের বিপক্ষে ১০২ রান তুলেছিলেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

১৮৮১ সালে নটিংহ্যামশায়ারের পক্ষে প্রথম খেলতে নামেন। দলের জ্যেষ্ঠ খেলোয়াড় আলফ্রেড শফ্রেড মর্লের সহযোগী মনোনীত হন তিনি। খুব ভালো বোলিং করলেও ১৮৮৪ সালে মর্লের দেহাবসানের পরই কেবলমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তেরো রানেরও কম খরচায় ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর থেকেই সর্বদাই নিজেকে শীর্ষসারির ইংরেজ বোলারে রূপান্তরিত করেন। ১৮৮৭ সালের শুরুর দিকে নটিংহ্যামশায়ার একাদশের বাইরের চলে গেলে কাউন্টির আক্রমণভাগের সূচনায় চলে আসেন। তার প্রথম অ্যাশেজ সফরটি মাঝারীমানের ছিল। অংশতঃ শুষ্ক আবহাওয়ার কারণেই এমনটি ঘটেছিল। তবে ইংল্যান্ডে ঠিকই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হন তিনি। ১৮৮৬ সালে ট্রেন্ট ব্রিজে সাসেক্সের বিপক্ষে ৯২৩ পান। ১৮৮৭-৮৮ মৌসুমে পুনরায় অস্ট্রেলিয়া সফরের জন্য মনোনীত হন। ভেজা লা নিনা মৌসুমের অনুল্লেখ্য খেলাগুলোয় নিজেকে মেলে ধরেন। তবে উঁচু স্তরের ক্রিকেটে জর্জ লোহম্যান ও ব্রিগসের নৈপুণ্যের ফলশ্রুতিতে তাকে দূরে রাখা হয়েছিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে জোড়া শূন্য লাভ করেন তিনি।[]

আম্পায়ারিত্ব

[সম্পাদনা]

১৮৯৯ সালের শেষদিকে ক্রিকেট খেলা থেকেই অবসর নেন। এরপর তিনি প্রথম-শ্রেণীর খেলাগুলোয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন। ১৯০৯ সাল পর্যন্ত নিয়মিতভাবে এ দায়িত্বে ছিলেন। এমনকি ১৯১১ সালেও জরুরি মুহূর্তে তাকে লর্ডসে আম্পায়ারের দায়িত্বে পালন করতে হয়েছিল।

১১ জুন, ১৯২৭ তারিখে নিজ জন্মদিনের মাত্র একদিন পূর্বে ডার্বিশায়ারের লং ইটনে তার দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. G.M. Miller, BBC Pronouncing Dictionary of British Names (Oxford UP, 1971), p. 7.
  2. GHOSH, SANDIPAN (২০১৬-০৫-০৬)। "Stats: Batsmen who have been dismissed on King Pair in Test cricket - Sportzwiki"Sportzwiki (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-২০ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]