পাকিস্তানে সমকামীদের অধিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(LGBT rights in Pakistan থেকে পুনর্নির্দেশিত)
সমকামী অধিকার : পাকিস্তান পাকিস্তান
পাকিস্তানের এলজিবিটি রেইনবো ফ্ল্যাগ
সমকামী অধিকার?অবৈধ
শাস্তি:
২ বছরের কারাদন্ড[১][২][৩]
লিঙ্গ স্বীকৃতিহিজড়াদের স্বীকৃতি আছে
সামরিক চাকরিতেনা
বৈষম্য নিরাপত্তাকেবলমাত্র হিজড়াদের ক্ষেত্রে
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিসম-লিঙ্গের মানুষের মধ্যে সম্পর্ককে ট্যাবু ধরা হয়
সন্তান দত্তকসমলিঙ্গের যুগলদের অনুমতি নেই, তবে হিজড়ারা বাচ্চা দত্তক নিতে পারবে

একজনের যৌন অভিমুখিতা এর ক্ষেত্রে স্বাধীনতা যেমন সমকামী ব্যক্তিদের স্বাধীনতা পাকিস্তানের সমাজে নিষিদ্ধ। এমনকি এদেশের সুশীল সমাজেও সমকামীদের সতর্ক হয়ে চলাফেরা করতে হয়। পাকিস্তানে এরকম তরুণ-তরুণীর সংখ্যা বাড়ছে যারা পশ্চিমা দেশ থেকে শিক্ষা নিয়ে এসেছে এবং যাদের যৌনতা সম্বন্ধে ভালো জ্ঞান আছে, তারা সমকামিতাকে সমর্থন করে।[৪]

পাকিস্তানের সমকামিতা বিরোধী আইন ১৮৬০ সালের ৬ই অক্টোবর প্রথম আসে ব্রিটিশ শাসনামলে (পাকিস্তান তখন ভারতের অংশ ছিল)। লর্ড ম্যাকাউলে কর্তৃক লিখিত এই আইনটি 'ভারতীয় দণ্ডবিধি ১৮৬০' নামে পরিচিত ছিল, এই আইনে সমলিঙ্গের মানুষের মধ্যে যৌনতা নিষিদ্ধ করা হয় অপ্রাকৃতিক কর্মকাণ্ড 'এ্যাংলো-স্যাক্সোন আইন' এর অধীনে যেটি যৌন-জ্ঞান হিসেবে পরিচিত ছিল। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রটির গোড়াপত্তন ঘটলে সরকার একই আইন চালিয়ে যায় 'পাকিস্তান দণ্ডবিধি' নাম দিয়ে। পাকিস্তান দণ্ডবিধিতে সমকামিতাকে অপ্রাকৃতিক কাজ বলে আখ্যায়িত করে বলা হয়েছে, 'যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো নারী বা পুরুষের সাথে বা কোনো প্রাণীর সাথে প্রকৃতিবিরোধী সঙ্গমে লিপ্ত হয় তাহলে তাকে কারাদণ্ড দেওয়া হবে [......] কারাদণ্ডটির মেয়াদ হবে কমপক্ষে দু'বছর এবং সর্বোচ্চ দশ বছর এবং জরিমানাও করা হবে'।[৫]

সমকামী জীবনযাত্রাকে সমর্থন না করার পেছনের মন-মানসিকতার পেছনে রয়েছে পাকিস্তানের ধর্ম এবং পুরুষতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। সমাজে সমলিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক, হাত ধরে হাঁটা, দুজন দুজনের কোমর ধরে হাঁটা, কপালে চুমো দেওয়া, একসাথে বিছানায় শুয়ে থাকাঃ সামাজিক অসঙ্গতি, মেনে না নেওয়া এবং সমকামিতার ক্ষেত্রে বৈষম্য সমকামীদের জন্য স্থির এবং স্বাভাবিক সম্পর্ক রাখার ক্ষেত্রে বাঁধা।[৬] আজকাল অবশ্য চোখে পড়ছে যে সমকামীরা সামাজিকীকরণ, অনুষ্ঠান আয়োজন করা, আড্ডার জন্য বিরাট আয়োজন এবং একসাথে যুগল হিসেবে বসবাস করা শুরু করেছে তবে একটু গোপনে গোপনে।[৭] উদারনীতিবাদ, বৈশ্বিকতা এবং সামাজিক সহনশীলতার কিছুটার উন্নতির ফলে পাকিস্তানে আজকাল ব্যক্তিগত সমকামী অনুষ্ঠানের আয়োজন বেড়েছে।[৮] পাকিস্তানের কোনো নাগরিক অধিকার নেই যেটি সমকামীদেরকে কোনো হয়রানি কিংবা হেনস্তার হাত থেকে রক্ষা করবে। ২০০৯ সালে পাকিস্তানের সুপ্রীম কোর্ট হিজড়াদের পক্ষে নাগরিক অধিকার পাশ করে।

সমকামিতা বৈধ ইস্যু[সম্পাদনা]

পাকিস্তানের আইন হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক আইন এবং তাদের নিজস্ব আইন দ্বারা মিশ্রিত, দু'ধরনের আইনই সমলিঙ্গের যৌনমিলনকে সাজাযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে। 'পাকিস্তান দণ্ডবিধি ১৮৬০' যেটি ব্রিটিশ শাসনামলে প্রণীত হয় যেটাতে পায়ুকাম দন্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত এবং অন্যান্যা সামজিক সমস্যাবলীর কারণে পাকিস্তানে সমকামীদের অনেক ঝামেলায় পড়তে হয়।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pakistan Law"। International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "The 41 Commonwealth Nations where being gay can land you in prison"। Pink News। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "Where is it illegal to be gay?"। BBC News। 10 February 2014। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Gay Pakistanis, Still in Shadows, Seek Acceptance"। The New York Times। 3 November 2012। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "Pakistan Penal Code (Act XLV of 1860)"। Pakistani। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. Azhar, Mobeen (২০১৩-০৮-২৬)। "BBC News - Gay Pakistan: Where sex is available and relationships are difficult"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১১ 
  7. "Gays in Pakistan Move Cautiously to Gain Acceptance"The New York Times। ৩ নভেম্বর ২০১২। 
  8. Walsh, Declan (2006-03-14)। "Pakistani society looks other way as gay men party"। London: The Guardian Newspaper। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  9. "Pakistan Penal Code (Act XLV of 1860)"। Pakistani.org। সংগ্রহের তারিখ ১০ই জানুয়ারি ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)