বিষয়বস্তুতে চলুন

সঁত্র নাসিওনাল দেত্যুদ স্পাসিয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(CNES থেকে পুনর্নির্দেশিত)
সঁত্র নাসিওনাল দেত্যুদ স্পাসিয়াল
জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ফ্রান্স)
ফরাসি: Centre national d'études spatiales
প্যারিসে সঁত্র নাসিওনাল দেত্যুদ স্পাসিয়াল (কনেস)-এর প্রধান কার্যালয়
সংস্থার সংক্ষিপ্ত বিবরণ
সংক্ষেপকনেস (CNES)
গঠিত১৯ ডিসেম্বর ১৯৬১ (1961-12-19)
অধিক্ষেত্রফ্রান্সের সরকার
স্থিতিসক্রিয়
সদর দপ্তর২ প্লাস মোরিস কঁতাঁ, ৭৫০৩৯ প্যারিস, ফ্রান্স
দলপতি
সংস্থাপ্রধান
ফিলিপ বাতিস্ত
প্রাথমিক মহাকাশ বন্দরগায়ানা মহাকাশ কেন্দ্র
মালিকs
বার্ষিক বাজেট€২৩৭ কোটি (২০২৩)[]
ওয়েবসাইটcnes.fr/en

সঁত্র নাসিওনাল দেত্যুদ স্পাসিয়াল (ফরাসি: Centre national d'études spatiales) বা সংক্ষেপে কনেস (CNES) ফ্রান্সের জাতীয় মহাকাশ সংস্থা। সংস্থাটির প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। এটি ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়, অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়উচ্চশিক্ষা, গবেষণা ও নবপ্রবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ১৯৬১ সালে ফ্রান্সের তৎকালীন রাষ্ট্রপতি শার্ল দ্য গোল মার্কিন-সোভিয়েত স্নায়ুযুদ্ধমহাকাশ প্রতিযোগিতা চলাকালীন সময়ে ফ্রান্সের সামরিক বাহিনী ও গবেষণা খাতের মধ্যে সমন্বয় করে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন, যার প্রথম কাজ ছিল একটি ইউরোপীয় কৃত্রিম উপগ্রহ নির্মাণ ও উৎক্ষেপণ করা। ফ্রান্সের সেসময় নিজস্ব রকেট প্রযুক্তি ছিল না, তাই তারা জার্মানির সহায়তা নিয়ে দিয়ামঁ নামক রকেট ব্যবহার করে সেটি সম্পাদন করে। প্রায় দুই দশক পরে ১৯৭৯ সালে ফ্রান্স নিজস্ব ভারী বোঝাবাহী রকেট উদ্ভাবন ও উৎক্ষেপণে সক্ষম হয়, যার নাম আরিয়ান। সংস্থাটি অশনাক্তকৃত উড়ন্ত বস্তুগুলি পর্যবেক্ষণের কাজও নিয়োজিত। বর্তমানে সংস্থাটিতে প্রায় আড়াই হাজার কর্মচারী কাজ করছেন।

সংস্থাটির মূল কর্মকাণ্ডগুলি দক্ষিণ ফ্রান্সের তুলুজ মহাকাশ কেন্দ্র ও দক্ষিণ আমেরিকা মহাদেশের গায়ানা মহাকাশ কেন্দ্রতে পরিচালিত হয়। ২০২৪ সালে তথ্য অনুযায়ী সংস্থাটির প্রধান হলেন ফিলিপ বাতিস্ত[] কনেস সংস্থাটি মহাকাশ এবং তার প্রয়োগ ও প্রযুক্তি ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানের সদস্য। এটি জাতীয় পর্যায়ে ইউরোপের বৃহত্তম মহাকাশ সংস্থা।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Budget - CNES, CNES, সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৭ 
  2. "Macron names Philippe Baptiste new head of French CNES"। Spacewatch Global। এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ এপ্রিল ২, ২০২১ 
  3. "French Space Agency | French government agency"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]