বিষয়বস্তুতে চলুন

.বিবি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
.বিবি
প্রস্তাবিত হয়েছে১৯৯১
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিটেলিকমস ইউনিট
প্রস্তাবের উত্থাপকবারবাডোস
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্যুক্তক  বার্বাডোস
বর্তমান ব্যবহারবারবাডোসে ব্যবহার
নিবন্ধনের সীমাবদ্ধতাবারবাডোজের নাগরিক ও বারবাডোজে নিবন্ধিত কম্পানির জন্য সংরক্ষিত।
কাঠামোনিবন্ধনের জন্য সরাসরি .বিবি এর আওতায় বা দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরে আবেদনের সুযোগ দেওয়া হয়।
নথিপত্র.bb domain registration form,
Policies and agreement,
Terms of Service
ওয়েবসাইট.বিবি নিবন্ধন

.বিবি বারবাডোজের কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন নাম, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। .বিবি প্রকাশ হওয়ার পর থেকে এটি কয়েকটি সংস্থা নিয়ন্ত্রণ করেছ। প্রথম এটি নিয়ন্ত্রণ করত পোয়ের্তরিকা বিশ্ববিদ্যালয়। ১৯৯৬ সালে এর নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বারবাডোজ সরকার ক্যাবল ও ওয়ারলেস লিমিটেডের নাম ঘোষণা করে। ২০০৭ সালে এর নিয়ন্ত্রণ দেওয়া হয় টেলিকমস ইউনিটকে।[]

দ্বিতীয় স্তর অথবা তৃতীয় স্তরের ডোমেইন নামের জন্য বছরে $১২০ করে দিতে হয়।.[] বর্তমানে বারবাডোজে কোন ধরনের যোগাযোগ ব্যতীত বাণিজ্যিক কাজের জন্য ডোমেইন দেওয়া হয় না।

কার্যকাল

[সম্পাদনা]
.বিবি ডোমেইনের পূর্র লগো
  • সেপ্টেম্বর,১৯৯১ – পোয়েরতরিকো বিশ্ববিদ্যালয়কে .বিবি ডোমেইন নাম পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়।
  • ১৯৯৬ – পোয়ের্তরিকো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে .বিবি ডোমেইন পরিচালনার দ্বায়িত্ব ক্যাবল ও ওয়ারলেসকে দেওয়া হয়।
  • ১৬ অক্টোবর, ২০০১: – বারবাডোজ সরকার এবং ক্যাবল ও ওয়ারলেস ভবিষ্যতে .বিবি ডোমেইন কে পরিচালনা করবে সে সম্পর্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
  • নভেম্বর, ২০০৭ – বারবাডোজ সরকার ক্যাবল ও ওয়ারলেস এর কাছ থেকে .বিবি ডোমেইনের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "IANA Report on the Re-delegation of the .BB Top-Level Domain - 2007" 
  2. "Domain Registration Licences (TUL152) are renewed annually at a fee of $120"। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]