২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক
আয়োজকপ্যারিস, ফ্রান্স
নীতিবাক্যআসুন অংশীদার হই
(ফরাসি: Venez partager ভ্যনে পারতাজে)
উদ্বোধন26 July
সমাপন11 August
স্টেডিয়ামStade de France
গ্রীষ্মকালীন
টোকিও ২০২০ লস অ্যাঞ্জেলেস ২০২৮
শীতকালীন
বেইজিং ২০২২ মিলান-কর্তিনা ২০২৬

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা (ফরাসি: Jeux olympiques d'été de 2024 জ্যো যোলাঁপিক্‌ দেতে দ্য দ্যো মিল ভাঁ কাত্‌খ্‌; ইংরেজি: 2024 Summer Olympics), যা প্রাতিষ্ঠানিকভাবে ৩৩তম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাধারণভাবে প্যারিস ২০২৪ হিসেবে পরিচিত, একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়াবিশিষ্ট প্রতিযোগিতার আসর যা ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে ২০২৪ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই থেকে ১১ই আগস্ট পর্যন্ত আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।[১]

প্যারিস শহর এর আগে ১৯০০ এবং ১৯২৪ সালে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। লন্ডনের পরে এটি দ্বিতীয় শহর হিসেবে মোট তিনবারের মত অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। প্যারিস ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটিতে ১৯২৪ সালে সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক একশত বছর পরে আয়োজন করা হবে। গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গণনায় ধরে এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে।

২০১৫ সালে ৫টি শহর ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য প্রার্থী হয়। এদের মধ্যে হামবুর্গ, রোমবুদাপেশত নাম প্রত্যাহার করে নিলে শেষ পর্যন্ত প্যারিস ও লস অ্যাঞ্জেলেস টিকে থাকে। ২০১৭ সালের শেষার্ধে আন্তর্জাতিক অলিম্পিক সমিতি যুগ্ম সিদ্ধান্তে ২০২৪ সালের জন্য প্যারিসকে এবং ২০২৮ সালের জন্য লস অ্যাঞ্জেলেসকে আয়োজক শহর হিসেবে নির্বাচন করে। [২][৩][৪]

ক্রীড়া অনুষ্ঠানস্থলসমূহ[সম্পাদনা]

বৃহত্তর প্যারিস অঞ্চল[সম্পাদনা]

স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়াম, দৌড়ের ট্র্যাকসহ
ইউ অ্যারেনা
অনুষ্ঠানস্থল অনুষ্ঠান ধারণক্ষমতা অবস্থা
স্তাদ দ্য ফ্রঁস উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ৭৫,০০০ বিদ্যমান
দৌড় ও মল্লক্রীড়া
সাঁ-দ্যনি জলক্রীড়া (সাঁতার, ঝাঁপ এবং সমসঙ্কালিক সাঁতার) ১৭,০০০ অতিরিক্ত
পানির পোলো ৫,০০০ বিদ্যমান
ল্য বুর্জে ব্যাডমিন্টন ৭,০০০ সাময়িক
ভলিবল ১৮,০০০ সাময়িক
গুলিচালনা ৩,০০০ সাময়িক
স্তাদ ওলাঁপিক ইভ-দ্যু-মানোয়ার হকি ১৫,০০০ বিদ্যমান
ইউ অ্যারেনা শারীরিক কসরত বা জিমনাস্টিকস (শৈল্পিক, ছান্দিক এবং ট্র্যাম্পোলিন) ১৭,০০০ বিদ্যমান
ল্য জেনিথ ভারোত্তলন ৬,০০০ বিদ্যমান

প্যারিস নগরকেন্দ্র অঞ্চল[সম্পাদনা]

শঁ দ্য মার্স
গ্রঁ পালে
লেজাঁভালিদ
স্তাদ রোলঁ গারোস
অনুষ্ঠানস্থল অনুষ্ঠান ধারণক্ষমতা অবস্থা
শঁ দ্য মার্স সৈকত ভলিবল ১২,০০০ সাময়িক
সেন নদী ম্যারাথন দৌড় (সমাপ্তি বাদে) ১৩,০০০
(৩,০০০ উপবিষ্ট)
সাময়িক
দ্রুত হাঁটা (সমাপ্তি বাদে)
ম্যারাথন সাঁতার
ট্রায়াথলন (সমাপ্তি বাদে)
শঁজেলিজে সড়ক সাইকেল চালনা ১০,০০০ সাময়িক
স্কেটবোর্ড
ম্যারাথন (সমাপ্তি)
দ্রুত হাঁটা (সমাপ্তি)
ট্রায়াথলন (সমাপ্তি)
গ্রঁ পালে অসিক্রীড়া ৮,০০০ বিদ্যমান
তায়েকওন্দো
লেজাঁভালিদ তীরন্দাজি ৬,০০০ সাময়িক
পারি এক্সপো পর্ত দ্য ভের্সাই টেবিল টেনিস ৬,০০০ সাময়িক
হ্যান্ডবল ১২,০০০
পালে দে স্পর (প্যারিস) ক্রীড়া আরোহণ ৫,০০০ বিদ্যমান
স্তাদ জঁ-বুআঁ রাগবি ২০,০০০ বিদ্যমান
স্তাদ রোলঁ গারোস টেনিস ২৪,০০০ বিদ্যমান
মুষ্টিযুদ্ধ ১০,০০০ সাময়িক
পার্ক দে প্রাঁস ফুটবল ৬১,০০০ বিদ্যমান
স্তাদ পিয়ের দ্য কুবেরতাঁ নারীদের বাস্কেটবল (প্রাথমিক পর্ব) ৪,০০০ বিদ্যমান
কারাতে
আকরহোটেলস অ্যারেনা পুরুষদের বাস্কেটবল (প্রাথমিক পর্ব) ৭,০০০ বিদ্যমান
কুস্তি
জুদো ১৫,০০০
পুরুষদের বাস্কেটবল
পুরুষ ও নারীদের বাস্কেটবল (প্লে-অফ)
স্তাদ সেবাস্তিয়াঁ শার্লতি বেজবল/সফটবল (প্রস্তাবিত) ২০,০০০ বিদ্যমান

ভের্সাই অঞ্চল[সম্পাদনা]

ল্য গলফ নাসিওনাল
ভেলোদ্রোম দ্য সাঁ-কঁতাঁ-অঁ-ইভলিন
ভের্সাই প্রাসাদ
অনুষ্ঠানস্থল অনুষ্ঠান ধারণক্ষমতা অবস্থা
ল্য গলফ নাসিওনাল গলফ ৩৫,০০০ বিদ্যমান
ভেলোদ্রোম দ্য সাঁ-কঁতাঁ-অঁ-ইভলিন ট্র্যাক সাইকেল চালনা ১০,০০০ (২ x ৫,০০০) বিদ্যমান
বিএমএক্স (প্রতিযোগিতা এবং নিয়মহীন)
আধুনিক পেন্টাথলন (অসিক্রীড়া)
ভের্সাই প্রাসাদ ঘোড়সওয়ারি (লম্ফ, সূক্ষ্ম চলাচল নিয়ন্ত্রণ) ৮০,০০০ (২২,০০০ + ৫৮,০০০) সাময়িক
আধুনিক পেন্টাথলন (অসিক্রীড়া ব্যতীত)
এলঁকুর পার্বত্য সাইকেল চালনা ২৫,০০০ বিদ্যমান

স্বতন্ত্র অনুষ্ঠানস্থল[সম্পাদনা]

মার্সেই
অনুষ্ঠানস্থল অনুষ্ঠান ধারণক্ষমতা - ভ্যার-স্যুর-মার্ন দাঁড় টানা ২২,০০০ বিদ্যমান
কায়াক
ক্যানো স্লালোম
মার্সেই নৌচালনা ৫,০০০ বিদ্যমান
বিয়ারিত্‌স ঢেউ-আরোহণ (সার্ফিং) ৫,০০০ সাময়িক

অ-প্রতিযোগিতামূলক অনুষ্ঠানস্থল[সম্পাদনা]

অনুষ্ঠানস্থল অনুষ্ঠান ধারণক্ষমতা - লিল-সাঁ-দ্যনি অলিম্পিক আবাস ১৭,০০০ অতিরিক্ত
ল্য বুর্জে গণমাধ্যম আবাস
সাময়িক
আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র
মূল সংবাদপত্র কেন্দ্র

আপাতকালীন ফুটবল অনুষ্ঠানস্থল[সম্পাদনা]

পার্ক ওলাঁপিক লিয়োনে

ক্রীড়াসমূহ[সম্পাদনা]

২০১৭ সাল থেকে কার্যকর হওয়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান নিয়ম অনুসারে প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে ২৮টি বাধ্যতামূলক "কোর" খেলা থাকতে হবে এবং সেগুলোর পাশাপাশি সর্বাধিক ছয়টি ঐচ্ছিক খেলার জন্য যোগ করা যাবে।

২০১৭ এর সেপ্টেম্বরে ১৩১ তম আইওসি অধিবেশন চলাকালীন, আইওসি প্যারিস ২০২৪-এর জন্য 28টি খেলার অনুমোদন দেয়, পাশাপাশি প্যারিস ২০২৪ অলিম্পিকের আয়োজক কমিটিকে পাঁচটি অতিরিক্ত খেলা বিবেচনার জন্য জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়।[৫]

২১ ফেব্রুয়ারি ২০১৯ এ প্যারিস ২০২৪ অলিম্পিকের আয়োজক কমিটি পূর্ববর্তী 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে আত্মপ্রকাশ হওয়া স্কেটবোর্ডিং , স্পোর্ট ক্লাইম্বিং , সার্ফিং এবং ব্রেকড্যান্সিং (ব্রেকিং)-কে ঐচ্ছিক ক্রীড়া হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়।[৬]সুইজারল্যান্ডের লুজানে ২৪ জুন ২০১৯-এ ১৩৪তম আইওসি অধিবেশনের সময় প্রস্তাবটি অনুমোদিত হয়।[৬]

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ক্রীড়া কার্যক্রম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Butler, Nick (৭ ফেব্রুয়ারি ২০১৮)। "Paris 2024 to start week earlier than planned after IOC approve date change"insidethegames.biz। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "IOC Executive Board approve joint awarding plans for 2024 and 2028 Olympics"। Inside the Games। ৯ জুন ২০১৭। 
  3. Wharton, David। "Los Angeles makes deal to host 2028 Summer Olympics"Los Angeles Times। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৭ 
  4. "Olympic Games: Paris & LA to host 2024 & 2028 respectively"www.bbc.com। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "JO 2024 : les nouveaux sports seront connus en 2019"L'Équipe (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১ 
  6. "Olympic Games: Breakdancing takes step closer to Paris 2024 inclusion"BBC Sport (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০১ 
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
টোকিও
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
প্যারিস

২০২৪
উত্তরসূরী
লস অ্যাঞ্জেলেস