১০ মাঘ
অবয়ব
১০ মাঘ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৮৬ তম দিন। বছর শেষ হতে আরো ৭৯ দিন (অধিবর্ষে ৮০ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]ঘটনাবলী
[সম্পাদনা]- ১৯৫০ইং - নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা।
- ১৯৬৭ইং - সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
- ১৯৬৮ইং - নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক।
- ১৯৯৭ইং - মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারী অব স্ট্যাট নিযুক্ত হন।
- ২০০২ইং - পাকিস্তানের করাচীতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।
জন্ম
[সম্পাদনা]- ১৮৬২ইং - ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।
- ১৮৯৭ইং - নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।
- ১৮৯৮ইং - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
- ১৯৪২ইং - রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
- ১৯৪৭ইং - মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।
- ১৯৫২ইং - ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৭১ইং - এডাম প্যারোরে, নিউজিল্যাণ্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।
- ১৯৭৭ইং - কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।
- ১৯৮৪ইং - আর্ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
[সম্পাদনা]- ১৯০৯ইং - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।
- ১৯৮৯ইং - সালভাদর দালি স্পেনীয় চিত্রকর।
- ২০১২ইং - অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]- নেতাজি জয়ন্তী (ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অস্ম ও ওডিশা রাজ্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |