২১ মাঘ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
২১ মাঘ বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের ২১তম এবং বছরের ২৯৬তম দিন। বছর শেষ হতে ৬৯ দিন (অধিবর্ষে ৭০ দিন) অবশিষ্ট রয়েছে।
ইতিহাস[সম্পাদনা]
ঘটনাবলী[সম্পাদনা]
- ১৮৫৫ইং - লর্ড ডালহৌসি হাওড়া-বর্ধমান রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- ১৯২৭ইং - হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- ১৯৯৭ইং - বিধ্বংসী অগ্নিকাণ্ডে কলকাতা পুস্তকমেলা ভষ্মীভূত হয়।
জন্ম[সম্পাদনা]
- ১৮৭৩ইং - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
- ১৮৮৩ইং - নন্দলাল বসু, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
- ১৮৮৩ইং - ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা।
মৃত্যু[সম্পাদনা]
- ১৯২৪ইং - উড্রো উইল্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।
- ১৯৩৫ইং - ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী (ফাঁসি হয়েছিল)।
ছুটি এবং অন্যান্য[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |