২৯ পৌষ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
২৯ পৌষ বাংলা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের ২৯তম এবং বছরের ২৭৪তম দিন। বছর শেষ হতে ৯১ দিন (অধিবর্ষে ৯২ দিন) অবশিষ্ট রয়েছে।
পরিচ্ছেদসমূহ
ইতিহাস[সম্পাদনা]
ঘটনাবলী[সম্পাদনা]
- ১৮৬৬ইং - যুক্তরাজ্যের লন্ডন শহরে রয়েল এ্যারোনটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৪ইং - জাঞ্জিবার অভ্যুত্থান শুরু।
- ২০০১ইং - ক্যালিফোর্নিয়ার ডিজনীল্যান্ড রিসোর্ট-এ ডাউন টাউন ডিজনী উদ্বোধন করা হয়।
- ২০০৪ইং - বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ আরএমএস কুইন মেরী-২ প্রথমবারের মতো যাত্রা শুরু করে।
- ২০০৫ইং - কেপ কানাভেরাল থেকে নভোযান ডিপ ইম্পেক্ট উৎক্ষেপন করা হয়।
- ২০০৬ইং - সৌদী আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ 'হজ্জ্ব' এর একটি আবশ্যকীয় কার্য 'শয়তান-কে পাথর নিক্ষেপ' করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।
- ২০১০ইং - হাইতি ভূমিকম্প ২০১০ সংগঠিত হয়, যাতে আনুমানিক ৩১৬,০০০ নিহত ও রাজধানী পোর্ট-অউ-প্রিন্স অধিকাংশই ক্ষতিগ্রস্থ হয়।
জন্ম[সম্পাদনা]
- ১৭২৯ইং - এডমান্ড বার্ক, এঙ্গলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক।
- ১৮৬৩ইং - স্বামী বিবেকানন্দ, নব্যযুগে বেদন্ত দর্শণের একজন শ্রষ্ঠ গুরু।
- ১৯৪২ইং - এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
মৃত্যু[সম্পাদনা]
- ১৬৬৫ইং - পিয়ের দ্য ফের্মা, সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ।
- ১৮২৯ইং - ফ্রিড্রিশ ফন শ্লেগেল, জার্মান কবি।
- ১৯৭২ইং - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
ছুটি ও অন্যান্য[সম্পাদনা]
- স্মরণ দিন - তুর্কমেনিস্তান; ১৮৮১ইং সালে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারীদের বীরদের সম্মানে।
- জাতীয় যুব দিবস (ভারত); স্বামী বিবেকানন্দ-এর জন্ম দিন।
- জাঞ্জিবার বিপ্লব দিবস - তাঞ্জানিয়া; আরব ও এশীয় শাসকদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |