শাহেনশাহ (চলচ্চিত্র)
| শাহেনশাহ | |
|---|---|
| পরিচালক | শামীম আহমেদ রনি |
| প্রযোজক | সেলিম খান |
| চিত্রনাট্যকার | শামীম আহমেদ রনি |
| কাহিনিকার | আংশুমান ও প্রমিত |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | স্যাভি গুপ্ত |
| চিত্রগ্রাহক | সাইফুল শাহীন |
| সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | শাপলা মিডিয়া |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৫২ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| নির্মাণব্যয় | প্রা. ৳২.৫ কোটি[১] |
শাহেনশাহ হচ্ছে ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী মারপিট-প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও শাপলা মিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সেলিম খান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী সুপারস্টার শাকিব খান[২][৩] নুসরাত ফারিয়া[৪] ও নবাগতা রোদেলা জান্নাত[৫], অমিত হাসান, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, নানা শাহ্, শিবা শানু, ডন ও ডিজে সোহেল সহ প্রমুখ।
চলচ্চিত্রটি ২০১৯ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি নির্ধারণ করা হলেও পরে চলচ্চিত্রটির প্রচারণার জন্য মুক্তির তারিখ পিছিয়ে ২০১৯ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে ঈদুল ফিতরে শাকিব খানের প্রযোজিত পাসওয়ার্ড চলচ্চিত্র মুক্তির ফলে, আবারও মুক্তির তারিখ পিছিয়ে ঈদুল আযহায় নির্ধারণ করা হয়। ৪ দফা মুক্তির তারিখ পেছানোর পর চলচ্চিত্রটি ২০২০ সালের ৬ মার্চ মুক্তি পায়। এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রের প্রথম ট্রিজার মুক্তি পায়।[৬][৭][৮]
কাহিনি
[সম্পাদনা]শাহেনশাহ (শাকিব খান) সকলের স্বাধীনতা চায়। সে নবাবগঞ্জ সম্পর্কে একটি সূত্র থেকে জানে। নবাবগঞ্জে দুই জমিদার, বড় নবাব এবং ছোট নবাব। তাদের বাবা দুই মহিলাকে বিয়ে করেছেন, অর্থাৎ তারা সৎ ভাই। তারা ভাই কিন্তু প্রতিদ্বন্দ্বী। বড় নবাবের লায়লা ( নুসরাত ফারিয়া) নামে একটি মেয়ে আছে। ছোট নবাবেরও একটি মেয়ে আছে, তার নাম প্রিয়া (রোদেলা জান্নাত)। এক মারামারির সময় শাহেনশাহ প্রিয়াকে দেখে প্রেমে পড়ে। তারপর এক উৎসবে সে লায়লার সাথে দেখা করে এবং আবার প্রেমে পড়ে। নবাবগঞ্জের শতবর্ষ উদযাপনের উৎসবে শাহেনশাহের পরিচয় ফাঁস হয়ে যায়। সেই ঘটনার পর শাহেনশাহ লায়লা এবং প্রিয়াকে তার সাথে দেখা করতে ডেকে পাঠায়। তারপর সে বলে কেন সে তাদের ভালোবাসে এমন আচরণ করেছিলেন। তারা শাহেনশাহের কাছে দুঃখ প্রকাশ করে। পরে জানা যায় শাহেনশাহ আসলে প্রয়াত পুলিশ অফিসার বাদশার ছেলে সিনেমার শেষে প্রিয়া লায়লাকে শাহেনশাহকে বিয়ে করতে বলে।
অভিনয়
[সম্পাদনা]- শাহেনশাহ চরিত্রে শাকিব খান, একজন পুলিশ এবং প্রয়াত পুলিশ অফিসার বাদশার ছেলে যে নবাবগঞ্জে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়
- লায়লা চরিত্রে নুসরাত ফারিয়া,বড় নবাবের মেয়ে
- প্রিয়া চরিত্রে রোদেলা জান্নাত,ছোট নবাবের মেয়ে
- দাউদ ওরফে বিগ বস চরিত্রে মিশা সওদাগর, একজন কুখ্যাত অপরাধী
- মোস্তাক চরিত্রে অমিত হাসান, ডিজে'র কাকা
- উজ্জ্বল
- খাজা খান চরিত্রে সাদেক বাচ্চু
- আহমেদ শরীফ
- নানা শাহ্
- মুকুল চরিত্রে আরেফীন সৌরভ
- ডিজে চরিত্রে ডিজে সোহেল,বিগ বসের ছেলে
- শিবা শানু
- ডন
প্রযোজনা
[সম্পাদনা]উন্নয়ন
[সম্পাদনা]চলচ্চিত্রটির ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজিস। এছাড়াও এটির কস্টিউম ডিজাইনার ও নুসরাত ফারিয়ার মেকআপ ম্যান হিসাবে আছেন ফারিয়ার বড় বোন মারিয়া মৃত্তিকা।[১১]
নির্মাণ-পূর্ব
[সম্পাদনা]২০১৮ সালে আগস্ট শাপলা মিডিয়ার ক্যাপ্টেন খান চলচ্চিত্রের দৃশ্যধারণের শেষে শাকিব খানের সাথে শাহেনশাহ নামের একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন প্রযোজক সেলিম খান। ২০১৮ সালের ৫ আগস্ট চ্যানেল আইকে এটি নিশ্চিত করেন তিনি। তিনি জানান, "শাকিব খান ও নুসরাত ফারিয়া শাহেনশাহ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে সিনেমায় কাজ করবেন। এই ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। ছবিতে আরেক নায়িকা থাকবে।" প্রযোজক আরও জানান ২০১৮ সালের ৫ আগস্ট শাকিব খান ও নুসরাত ফারিয়া চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হবেন।[১২] এরপর ৭ আগস্ট পরিচালক শামীম আহমেদ রনি একটি ফেইসবুক পোস্টের মাধ্যমে এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন।[১৩] এরপর ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঢাকায় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়, যেখানে শাকিব খান ও নুসরাত ফারিয়া ছাড়াও নবাগতা রোদেলা জান্নাতের নাম ঘোষণা করা হয়। চ্যানেল আই জানায় রোদেলার আগে এই চলচ্চিত্রে নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করার কথা ছিল মডেল অভিনেত্রী তানজিন তিশার। প্রাথমিকভাবে চলচ্চিত্রে তানজিন তিশা কাজ করবেন বলে সম্মতি দিলেও পরে সরে আসেন। এরপর রোদেলা জান্নাতকে চূড়ান্ত করা হয়।[১৪]
চিত্রগ্রহণ
[সম্পাদনা]২০১৮ সালের ১১ সেপ্টেম্বর কক্সবাজারে শাহেনশাহর চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণ-পূর্ব কাজ পুরোপুরি শেষ না হওয়ায় পেছানো হয় এটির চিত্রগ্রহণ।[১৫] ২০১৮ সালের ২৩ অক্টোবর এফডিসিতে শুরু হয় চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ।[১৬] প্রথম লটে ৩ নভেম্বর পর্যন্ত হয় এটির চিত্রগ্রহণ। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর ঢাকার পূবাইলে চিত্রগ্রহণের মাধ্যমে শেষ হয় চলচ্চিত্রটির কাজ। যেখানে অংশ নেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাতসহ চলচ্চিত্রের পুরো দল। এর আগে এফডিসি, আফতাব নগরসহ ঢাকার বিভিন্ন স্থানে কয়েক লটে চিত্রগ্রহণ করা হয়।[১৭] ২০১৯ সালের ১-৪ পর্যন্ত ফেব্রুয়ারি এফডিসিতে শাকিব খান-ফারিয়ার একটি গানের দৃশ্য ধারণ করা হয়[১৮] এবং ৫ ও ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের বিভিন্ন স্থানে শাকিব খান-রোদেলার একটি গানের চিত্রগ্রহণ করা হয়। সবগুলো গানের কোরিওগ্রাফ করেন ভারতের বাবা যাদব।[১৯]
সঙ্গীত
[সম্পাদনা]| শাহেনশাহ (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) | ||||
|---|---|---|---|---|
রশিক আমার গানের প্রচ্ছদ | ||||
| কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
| মুক্তির তারিখ | ২০২০ | |||
| শব্দধারণের সময় | ২০১৮ | |||
| ঘরানা | চলচ্চিত্রের গান | |||
| দৈর্ঘ্য | ১৭:৩২ | |||
| ভাষা | বাংলা | |||
| সঙ্গীত প্রকাশনী | আনলিমিটেড অডিও ভিডিও | |||
| প্রযোজক | স্যাভি, ডাব্বু | |||
| শাহেনশাহ থেকে একক গান | ||||
| ||||
| স্যাভি কালক্রম | ||||
| ||||
| ডাব্বু কালক্রম | ||||
| ||||
চলচ্চিত্রটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি, ডাব্বু, ইমরান মাহমুদুল ও লিংকন। এটির প্রথম গান মুক্তি পায় ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি।[২০] রশিক আমার শিরোনামের এই গানের প্রথম চরণটি সংগৃহীত। বাকি কথাগুলো লিখেছেন প্রিয় ভট্টাচার্য্য এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন স্যাভি।[২১] গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাভি ও কনা। ইমরান মাহমুদুল ও কনার গাওয়া "প্রেমের রাজা" শিরোনামের চলচ্চিত্রটির দ্বিতীয় গান মুক্তি পায় ২০১৯ সালের ২১ মার্চ। গানটির সুর ও সঙ্গীতায়োজন ডাব্বু এবং রচনা করেছেন প্রসেনজিৎ।[২২][২৩] চলচ্চিত্রের তৃতীয় গান "ও প্রিয়া" ২০১৯ সালের ২৫ আগস্ট মুক্তি পায়। যা লিংকনের লেখা ও সুরে গেয়েছেন অশোক সিং।[২৪] "তুই আমি চল" শিরোনামের চলচ্চিত্রটির চতুর্থ ও শেষ মুক্তি পায় ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর। যেখানে কণ্ঠ দেন ইমরান ও আনিশা। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজে এবং এর গীত রচনা করেছেন স্নেহাশিস ঘোষ।[২৫] চলচ্চিত্রটির সবগুলো গান আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
| গানের তালিকা | |||||
|---|---|---|---|---|---|
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
| ১. | "রসিক আমার" | প্রিয় চট্টোপাধ্যায় | স্যাভি গুপ্ত | স্যাভি ও কনা | ৩:২৯ |
| ২. | "প্রেমের রাজা" | প্রসেনজিৎ মল্লিক | ডাব্বু | ইমরান ও কনা | ৩:৫০ |
| ৩. | "ও প্রিয়া" | লিংকন | লিংকন | অশোক সিং | ৫:৩০ |
| ৪. | "তুই আমি চল" | স্নেহাশিস ঘোষ | ইমরান | ইমরান ও আনিশা | ৪:৪৩ |
| মোট দৈর্ঘ্য: | ১৭:৩২ | ||||
বাজারজাতকরণ ও মুক্তি
[সম্পাদনা]২০১৯ সালের ২৫ জানুয়ারি চলচ্চিত্রটির প্রচারণামূলক প্রথম ফার্স্ট লুক টিজার মুক্তি পায়।[২৬] ২০১৯ সালের ১১ মার্চ প্রকাশ করা হয় চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার।[২৭] ২০১৯ সালের ১২ মার্চ চলচ্চিত্রটি বিনাকর্তণে সেন্সর ছাড়পত্র পায়। এরপর ১৬ মার্চ সাজ্জাদুল ইসলাম সায়েমের তৈরিকৃত চলচ্চিত্রটির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয়।[২৮] ২০১৯ সালের ১ এপ্রিল ইউটিউবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেইলার প্রকাশ করা হয়।
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্র ২০২০ সালের ৬ মার্চ ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পায়।[২৯][৩০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কত টাকার ব্যবসা করবে শাকিবের 'শাহেনশাহ'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'শাহেনশাহ' শাকিব, সঙ্গী ফারিয়া"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "'শাহেনশাহ'র সঙ্গী নুসরাত ফারিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "'শাহেনশাহ' ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!"। চ্যানেল আই। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "আবারও পিছিয়েছে শাকিব-ফারিয়ার সিনেমার মুক্তি"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "৪ অক্টোবর নয়, আগামী ঈদে মুক্তি পাবে শাহেনশাহ"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "এসেছে 'শাহেনশাহ'র টিজার"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "শাহেনশাহ-র সঙ্গে প্রথম দেখা লায়লার"। দ্য ডেইলি স্টার। ১৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "'শাহেনশাহ' শাকিবের 'প্রিয়া' রোদেলা জান্নাত"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "'শাহেনশাহ'তে ফারিয়ার বোন মারিয়াও!"। Bangla Tribune। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- ↑ "শাকিব খানের নতুন ছবির নায়িকা নুসরাত ফারিয়া"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Shamim Ahamed Roni"। www.facebook.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- ↑ "'শাহেনশাহ' ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- ↑ "পিছিয়ে গেল শাকিবের 'শাহেনশাহ'র শুটিং"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১৫ ফেব্রুয়ারি আসছে 'শাহেনশাহ'"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "আজ শেষ হচ্ছে শাকিব-ফারিয়া-রোদেলার 'শাহেনশাহ'"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "কক্সবাজারে শাকিব খান"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- ↑ "দম ফেলার সময় পাইনি: রোদেলা জান্নাত"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রথম গানেই বাজিমাত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "শাহেনশাহর রাজকীয় প্রচারণা"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "প্রেমের রাজা শাকিব খান"। m.rtvonline.com। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "প্রেমের রাজা শাকিব খান"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "মন ছুঁয়েছে শাকিব-ফারিয়ার রোমান্স"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "শাকিবের সঙ্গে রোদেলার 'তুই আমি চল'"। এনটিভি (ইংরেজি ভাষায়)। ১৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "এসেছে 'শাহেনশাহ'র টিজার"। প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "তছনছ করে দিতে আসছে 'শাহেনশাহ'"। চ্যানেল আই (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "'শাহেনশাহ'র নতুন পোস্টারে শাকিবের চমক"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'শাহেনশাহ'"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
- ↑ "দেশের ৭৭ হলে মুক্তি পেল 'শাহেনশাহ'"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শাহেনশাহ (ইংরেজি)
- ২০২০-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- বাংলাদেশী চলচ্চিত্র
- ২০২০-এর দশকের মারপিটধর্মী চলচ্চিত্র
- ২০২০-এর দশকের প্রণয়ধর্মী চলচ্চিত্র
- শাপলা মিডিয়া'র চলচ্চিত্র
- ২০২০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- শামীম আহমেদ রনি পরিচালিত চলচ্চিত্র
- বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র
- বাংলাদেশী মারপিটধর্মী চলচ্চিত্র
- বাংলাদেশী প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ইমরান মাহমুদুল সুরারোপিত চলচ্চিত্র