শায়খ আহমাদুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শায়খ

আহমাদুল্লাহ
আহমাদুল্লাহ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1981-12-15) ১৫ ডিসেম্বর ১৯৮১ (বয়স ৪২)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
সন্তান৩ পুত্র ও ১ কন্যা
পিতামাতা
  • মোহাম্মাদ দেলোয়ার হোসেন (পিতা)
  • মোসাম্মাত দেলোয়ারা বেগম (মাতা)
যুগআধুনিক
ব্যবহারশাস্ত্রআহলে সুন্নাত ওয়াল জামায়াত
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য কাজআস-সুন্নাহ ফাউন্ডেশন, আইকিউএ.ইনফো
যেখানের শিক্ষার্থী
মুসলিম নেতা
ওয়েবসাইটhttps://ahmadullah.info

আহমাদুল্লাহ, যিনি শায়খ আহমাদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী।[১][২] তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাতসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন।[৩] এছাড়াও তিনি আইকিউএ.ইনফো নামে একটি ইসলামি প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন।[৪] তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন।[৫][৬][৭]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আহমাদুল্লাহ ১৯৮১ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ দেলোয়ার হোসেন[৮] এবং মাতার নাম মোসাম্মাত দেলোয়ারা বেগম।[৯] আহমাদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন, ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। আহমাদুল্লাহর নিজের তিনটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি শিশু অবস্থায় তার পিতা, মাতা ও চাচার থেকে বাল্যশিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদীর নিকতবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নূরানির প্রাথমিক তিন জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষালাভ করেন। এরপর ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হোন, এখানে মুফতি ফয়জুল্লাহ শাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবেমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমাদ হুসাইন থেকে পরিবর্তন আহমাদুল্লাহ রেখে দেন।[১]

১৯৮৮ সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমাদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহিদুল্লাহর শাখরেদ ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানীর সহপাঠি ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দড়াটানা কওমি মাদ্রাসায় ভর্তি হোন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়াহ পরীক্ষায় (এইচএসসি সমতুল্য) পরীক্ষায় ১০তম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে ৩য় স্ট্যান্ড এবং দাওরায়ে ক্লাসে ২য় স্ট্যান্ড করে। সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

শিক্ষাজীবন শেষ করার পর তিনি ২০০৩ সালে দারুর রাশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন, পাশাপাশি নিকটস্থ মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন।[১০] ২০০৯ সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামি দাওয়াহ কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসাবে যোগদান করেন। তবে সেখানে ১০ বছর কাজ করার পরে খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন।[১] দেশে এসে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন।[১১][১২] তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন।[১৩]

লেখনী অবদান[সম্পাদনা]

ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পত্র-পত্রিকায় প্রবন্ধ এবং বই লিখেছেন।[১৪] তার লিখিত রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর বইটি তিন লক্ষাধিক কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।[১৫] এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাওয়াহ ও গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন। দেশের গণমাধ্যমে তার লেখা প্রায়ই প্রকাশিত হয়।

তার লিখিত বইসমূহ:

  • রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর [১৫]
  • উমরাহ কীভাবে করবেন? [১৬]
  • রিক্লেইম ইয়োর হার্ট[১৭]
  • রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৩) [১৮]
  • সীরাত স্মারক-২০২১[১৯]

দৃষ্টিভঙ্গি[সম্পাদনা]

তিনি আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ'র থেকে অনুপ্রাণিত।[তথ্যসূত্র প্রয়োজন]

সম্মাননা[সম্পাদনা]

  • আস-সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা-২০২১।
  • বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২২ (ধর্মীয় বিভাগ)।[২০]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসুত্র[সম্পাদনা]

  1. উদ্দিন, মুহাম্মদ মিনহাজ। "শায়খ আহমাদুল্লাহ: তিনি যেভাবে বেড়ে উঠেছেন"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "শায়খ আহমাদুল্লাহর ব্যক্তিগত ওয়েবসাইট চালু"dhakamail.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মালয়েশিয়ায় 'সিরাহ কনফারেন্স' অনুষ্ঠিত"সময় টিভি নিউজ। ১২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "ইসলামী প্রশ্ন, জিজ্ঞাসা ও জবাব"www.iqa.info। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৮ 
  5. "প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ"Dhaka Post। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "ইসলাম স্বাভাবিক পন্থায় ধনী হওয়াকে উৎসাহিত করে : শায়খ আহমাদুল্লাহ"Dhaka Post। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "শায়খ আহমাদুল্লাহ'র বাবার ইন্তেকাল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "শায়খ আহমাদুল্লাহর বাবা আর নেই"ntvbd.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "করোনামুক্ত ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ"সময় টিভি। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৩ 
  11. "মানবসেবায় আস-সুন্নাহ ফাউন্ডেশন | কালের কণ্ঠ"কালের কণ্ঠ। ২৫ সেপ্টেম্বর ২০২৩। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  12. "অসহায় মানুষের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন"বার্তা২৪। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  13. "সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে শায়েখ আহমাদুল্লাহর রিকশা বিতরণ"jugantor.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  14. "Fatwa issued against Facebook's 'haha' emoji by Bangladeshi cleric"www.geo.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৯ 
  15. "রাসূলুল্লাহ (সা.) এর সকাল সন্ধ্যার দু'আ ও যিকর"। wafilife.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  16. "উমরাহ কীভাবে করবেন?"। niyamahshop.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  17. "উমরাহ কীভাবে করবেন?"। রকমারি .কম। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  18. "রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৩)"। boiferry.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  19. "সীরাত স্মারক-২০২১"আমাদের বই.কম। ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 
  20. "বইফেরী বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১০ লেখক"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]