বিষয়বস্তুতে চলুন

খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

পরীক্ষিত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৫৮-১১-০৫)৫ নভেম্বর ১৯৫৮[]
নরহরিদ্রা গ্রাম, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
মৃত্যু১১ মে ২০১৬(2016-05-11) (বয়স ৫৭)
ঢাকা-খুলনা মহাসড়ক, মাগুরা জেলা
মৃত্যুর কারণসড়ক দুর্ঘটনা[]
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীফাতিমা আবুল আনসার
সন্তানখোন্দকার উসামা জাহাঙ্গীর (পুত্র)
জাকিয়া খোন্দকার, রিফাত খোন্দকার ও বুসাইনা খোন্দকার (৩ কন্যা)
পিতামাতা
  • খোন্দকার আনোয়ারুজ্জামান (পিতা)
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসআছারি
আন্দোলনসালাফি
যেখানের শিক্ষার্থীইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
কাজঅধ্যাপনা, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
প্রতিষ্ঠানআস সুন্নাহ ট্রাস্ট, আল ফারুক একাডেমি।
মুসলিম নেতা
শিক্ষকআব্দুল আযীয বিন বায, মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন, সালেহ আল-ফাওযান, সালেহ বিন আব্দুল আযীয আলে শাইখ, উবায়দুল হক, আবদুর রহিম, মোহাম্মাদ ফখরুদ্দীন
শিক্ষার্থী
  • মোহাম্মদ ইমাম হোসাইন ও আব্দুল্লাহ হাই মুহাম্মদ সাইফুল্লাহ

খোন্দকার আবু নাসর মুহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর (১৯৫৮[] – ২০১৬)[][] একজন বাংলাদেশি ইসলামি ব্যক্তিত্ব,[] অধ্যাপক, গবেষক, লেখক, টিভি আলোচক ও অনুবাদক ছিলেন।[][][] তিনি ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন ইত্যাদি টিভি চ্যানেলে ও অন্যান্য বিভিন্ন গণমাধ্যমে ইসলামের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেন।[][][] এবং আইটিভি ইউএস (মার্কি‌ন ইসলামি টেলিভিশন চ্যানেল)-এর উপদেষ্টা ছিলেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ছিলেন।[১০] তার বাংলাদেশে উশর বা ফসলের যাকাত: গুরুত্ব ও প্রয়োগ গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয়ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল আলিয়া মাদ্রাসার সম্মান (অনার্স) পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে।[১১][১২] এছাড়া বুহুসুন ফি উলূমিল হাদীস এবং হাদিসের নামে জালিয়াতি দুইটি বই ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে।[১৩][১৩] এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালীন তার অধীনে ১২ জন পিএইচডি এবং ৩০ জন এমফিল ডিগ্রি অর্জন করেন।[১৪]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৫৮ সালের ৫ নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের ধোপাঘাট-গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[১৫][১৬] তার পিতা খোন্দকার আনওয়ারুজ্জামান এবং মাতা বেগম লুৎফুন্নাহার।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আব্দুল্লাহ জাহাঙ্গীর ১৯৭৩ সালে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল, ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল পাশ করেন।[১৭] এরপর ১৯৭৯ সালে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে হাদিস বিভাগে কেন্দ্রীয় কামিল পরীক্ষায় অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে ৮ম স্থান অর্জন করেন।[১৮]

মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি ১৯৮০ সালে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর বোর্ডে প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কারস্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নৌভ্রমণের সুযোগ পান।[১৮]

তিনি সৌদি আরবের রিয়াদ শহরের ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে আরবি বিভাগে অনার্স এবং ১৯৯২ সালে উসুলে হাদিস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। ১৯৯৮ সালে কাওয়ায়েদুল লুগাতিল কোরআন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নরত অবস্থায় তিনি বর্তমান সৌদি বাদশা ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পর পর দু’বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন এবং চূড়ান্ত পরীক্ষায় ৯৬% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন।[১৮][১৯] সৌদি আরবে বাংলাদেশীদের মধ্যে আরবি ব্যাকরণ বিষয়ে তিনিই প্রথম ডক্টরেট উপাধি লাভ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি সৌদি আরবের কুল্লিয়াতুল লুগাতিল আরাবিয়া -তে প্রথম স্থান অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উত্তর রিয়াদ ইসলামিক সেন্টারে দাঈ, অনুবাদক ও দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অনুবাদক হিসেবেও কাজ করেছেন। তিনি মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের পাশাপাশি কুরআন হিফজ সম্পন্ন করেন।[১৮]

বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ আব্দুল আযীয বিন বায, শাইখ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন, শাইখ সালেহ আল-ফাওযান, শাইখ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আল-জিবরীন, সৌদি আরবের ধর্মীয় সংস্কারক মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাবের বংশধর ও সাবেক ধর্মমন্ত্রী শাইখ সালেহ ইবনে আব্দুল আযীয আলে শাইখ, প্রমুখসহ আরও অনেক শিক্ষকের সাহচর্যে থেকে জ্ঞানার্জন করেছেন। পাশাপাশি নিজদেশে মাওলানা উবায়দুল হক, মাওলানা আবদুর রহিম, মাওলানা মিয়া মোহাম্মাদ কাসেমী, মোহাম্মাদ ফখরুদ্দীন, আনোয়ারুল হক কাসেমী প্রমুখসহ আরও অনেকের কাছে শিক্ষালাভ করেছেন।[২০]

কর্মজীবন

[সম্পাদনা]

ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ১৯৭৯ সালে কামিল পাশ করার পর ঝিনাইদহ সদর উপজেলার নাচনা নূরনগর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় প্রায় দুই বছর শিক্ষকতা করেন।[১৮] ১৯৯৮ সালে তিনি সৌদি আরব থেকে দেশে এসে প্রথমে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস শিক্ষকতা করেন।[১৮] এরপর ১৯৯৮ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ও ইসলামি অধ্যয়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।[২১][২২] ১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকেইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় ইন্দোনেশিয়ার মালাংয়ে, মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স আয়োজিত সেমিনার ও কর্মশালায় (১১-১৬ অক্টোবর, ১৯৯৯) তিনি তার গবেষণাপত্র পাঠ ও জমাদান করেন। একই বছর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে ও ২০০৪ সালে ‘সহযোগী অধ্যাপক’ পদে পদোন্নতি লাভ করেন।[১৮] এছাড়া তিনি ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ও ২০০৫ সালে আল ফিকহ বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি আল হাদিস ও ইসলামি অধ্যয়ন বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন।[১০] কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম কওমি মাদ্রাসা ও পাবনার জেলার পাকশিতে অবস্থিত জামিয়াতুল কুরআনিল কারিম কওমি মাদ্রাসায় খণ্ডকালীন 'শায়খুল হাদিস' হিসেবে বুখারি শরিফ পাঠদান করতেন।[২৩]

এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন।[২০] ২০০৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত তিনি এ মসজিদে জুম'আর খুতবা দিয়েছেন। তার আলোচনা শোনার জন্য দূরের জেলা থেকেও মানুষ আসত।[২৪]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ফুরফুরা শরীফের পীর আব্দুল কাহহার সিদ্দিকীর কন্যা ফাতিমা আবুল আনসারকে বিবাহ করেন। তাদের খোন্দকার উসামা জাহাঙ্গীর নামে এক পুত্র; এবং জাকিয়া খোন্দকার, রিফাত খোন্দকার, বুসাইনা খোন্দকার নামে তিন কন্যা রয়েছে। খোন্দকার উসামা জাহাঙ্গীর মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয় হতে অধ্যায়ন সমাপ্ত করেছেন।[২৫]

মৃত্যু

[সম্পাদনা]

২০১৬ সালের ১১ মে, ৫৮ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন।[২৬][২৭] তিনি ব্যক্তিগত গাড়িতে করে ঝিনাইদহ হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।[২৮] পথিমধ্যে মাগুরা জেলার ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি খুলনাগামী মালবাহী ভ্যানের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, আর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।[২৯] তার জানাজার নামাজে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিলো।[৩০][৩১]

অবদান

[সম্পাদনা]

ইসলামি আলোচনা

[সম্পাদনা]

তিনি শিরক, বিদ'আত, আকীদাসহ ইসলামের সমসাময়িক বিষয়ে পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলা, এনটিভি, বাংলা ভিশন, দিগন্ত টিভি সহ বিভিন্ন টিভিতে ইসলামি আলোচনায় অংশ নিতেন।[][৩২] তিনি আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু ভাষায় পারদর্শী ছিলেন, এসব ভাষায় দেশের শীর্ষস্থানীয় অনুষ্ঠানে আলোচনা করতেন।[৩৩]

ইসলামের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আলেমদের মতপার্থক্য নিরসনে তিনি কাজ করতেন। সমাজ সংস্কার ও ইসলামের নামে ভেজাল, বিকৃতি, কু-সংস্কার ও ভ্রান্ত আকীদা নিরসনে তিনি কাজ করেছেন বলে তার অনুসারীগণ দাবি করেন। তিনি ইসলামের বিভিন্ন উপদলের মধ্যে সমন্বয় করে কথা বলার জন্য সুপরিচিত হয়েছিলেন, তিনি সালাফি, আহলুল হাদিস, মাযহাবপন্থি, আহল-ই-হাদীস সহ সকল দলের মধ্যে সমাদৃত ছিলেন।[৩৪] এছাড়াও তিনি দেশের বিভিন্ন স্থানে ইসলামি আলোচনার জন্য যেতেন এবং সশরীরে আলোচনা করতেন। আন্তর্জাতিক গবেষণা গ্রন্থেও তিনি ধর্মীয় বিষয়ে নিজের মতামত দিয়ে সাক্ষাতকার দিয়েছেন।[৩৫] তিনি অনলাইনে জনপ্রিয় ছিলেন, ইসলামের সমসাময়িক বিভিন্ন সমস্যা, দিক-নির্দেশনা নিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেল, তার ফেসবুকে পাতায় আলোচনা করতেন। এছাড়াও তার আস সুন্নাহ ট্রাস্ট ওয়েবসাইটে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করতেন।[৩৬][৩৭][৩৮]

গ্রন্থবিবরণী

[সম্পাদনা]

সমাজ সংস্কার, শিক্ষা, আল ফিকহ, আল হাদিস, তুলনামূলক ধর্মীয় আলোচনা, ইসলামি ঐক্য প্রভৃতি বিষয়ের উপর ৫০টির অধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম উল্লেখ করা হলো:

ইংরেজি ভাষায়
  • এ ওম্যান ফ্রম ডেজার্ট (মরুভূমি থেকে এক মহিলা) (১৯৯৫)
  • গাইডেন্স ফর ফাস্টিং মুসলিমস (রোজা পালনকারী মুসলমানদের জন্য দিকনির্দেশনা) (১৯৯৭)
  • এ সামারি অফ থ্রি ফান্ডামেন্টালস অফ ইসলাম (ইসলামের তিনটি মৌলিক সংক্ষিপ্তসার) (১৯৯৭)
আরবি ভাষায়
  • বুহুসুন ফি উলুমিল হাদিস [৩৯] ( হাদিস শাস্ত্র বিষয়ক গবেষণা) (২০০৭)
বাংলা ভাষায়
অনুবাদ

সামাজিক কর্মকান্ড

[সম্পাদনা]

তিনি বহুবিদ সামাজিক উন্নয়ন, ইসলামি শিক্ষা উন্নয়ন, দুস্থ মানুষের সহযোগিতার কার্যক্রম পরিচালনা করেছেন।

আস সুন্নাহ ট্রাস্ট

[সম্পাদনা]

সমাজসেবা ও দ্বীনের বহুমুখী কাজ যথাযথভাবে করার জন্য ২০ জানুয়ারি ২০১১ তারিখে তিনি ‘আস-সুন্নাহ ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। এর অন্তর্গত ইসলামিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ইসলামের প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর গবেষণার জন্য পড়াশোনা করে থাকে।[৪৪] এই বিদ্যালয়ের বালক ও বালিকা উভয় শাখা রয়েছে।[৪৫] বর্তমানে ৩০০-৪০০ শিক্ষার্থী এখানে অধ্যায়নরত আছে। এটি অনেকটাই দাতব্য প্রতিষ্ঠানের ন্যায়। শিক্ষার্থীরা এখানে স্বল্প ও বিনা খরচে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।[৪৬] এছাড়াও গরীব মানুষের মধ্যে খাদ্য বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, বয়স্ক ও শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় শিক্ষা,[৪৭] বিনামূল্যে চিকিৎসা সেবাসহ[৪৮] নানামুখী সামাজিক, অর্থনৈতিক ও মেধা উন্নয়ন কার্যক্রম চালিয়ে থাকে। এর অধীনে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে।

  • আস সুন্নাহ পাবলিকেশন্স: একটি ইসলামি প্রকাশনা সংস্থা। তারা আবদুল্লাহ জাহাঙ্গীর সহ ইসলামি লেখকদের বই ছাপিয়ে থাকে।[৪৯]
  • আস-সুন্নাহ ট্রাস্ট পাঠাগার: সাধারণ মানুষ ও যুবকদেরকে বইপড়ায় অভ্যস্থ করতে তারা একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছে।[৫০]
  • আস-সুন্নাহ ট্রাস্ট মসজিদ: ট্রাস্টের পক্ষ থেকে সুবৃহৎ ৪ তলা আকর্ষণীয় মসজিদ নির্মান করা হয়েছে সাধারণ মানুষের জন্য।[৫১]
  • মাদরাসাতুস-সুন্নাহ বালক বালিকা ও হিফজ শাখা:
  • মারকাযুস সুন্নাহ মক্তব:

আল ফারুক একাডেমী

[সম্পাদনা]

আল ফারুক একাডেমী দুই বছর মেয়াদী উচ্চতর ইসলামি গবেষণা করার জন্য একটি প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসার আদলে এই মাদ্রাসাটি করা হয়েছে, তবে এখানে কিছু কওমি মাদ্রাসার পাঠ্যবই যুক্ত রয়েছে।[১৮] তিনি কওমি ও আলিয়া ধারার সমন্বয়ে ছাত্রদেরকে উভয়দিকে দক্ষ আলেম তৈরি করার লক্ষ্যে 'উচ্চতর হাদীস গবেষণা বিভাগ' এবং ধর্মীয় অপতৎপরতার বিরুদ্ধে 'উচ্চতর দাওয়াহ ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগ' প্রতিষ্ঠা করেন।[১৮] এছাড়াও নূরানী মক্তব, বালক ও বালিকা হিফজ বিভাগ ও কিতাব বিভাগ প্রতিষ্ঠা করেছেন।

অন্যান্য

[সম্পাদনা]
  • ঝিনাইদহ দাতব্য ফাউন্ডেশন: তিনি সাধারন দুস্থ, অসহায় ব্যক্তি ও গরীব ছাত্রদের সাহায্য করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে এই ফাউন্ডেশন চালু করেন।
  • কর্মসংস্থান ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র: আস সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ-অভাবী মানুষদের কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয় ও কর্মসংস্থান পেতে সাহায্য করা হয়।[১৮][৫২]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

পুরস্কার

[সম্পাদনা]

তিনি দেশ-বিদেশ থেকে বিভিন্ন সময় পুরস্কারপ্রাপ্ত ও সম্মাননিত হয়েছেন।

স্মরণিকা ও জীবনী

[সম্পাদনা]
  • প্রেরণার বাতিঘর (ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারকগ্রন্থ)[৫৪] - আবুল কালাম আজাদ আযহারী সম্পাদিত

তার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক প্রকাশিত হয় প্রেরণার বাতিঘর। এই স্মারকগ্রন্থটিকে আবদুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে ঢাবির সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, কবি আল মাহমুদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, সাবেক সচিব শাহ্ আব্দুল হান্নান, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনসহ অনেকেই বক্তব্য দিয়েছেন।[৫৫]

আবদুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুতে ১৮ মে ২০১৬ তারিখে তার নিজ কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয়ে,[][৫৬] ৪ জুন ২০১৬ তারিখে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃ‌ক[৫৪] এবং ১৯ মে ২০১৬ আইটিভি টোয়েন্টিফোর কর্তৃক দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আস সাফা ইসলামিক সেন্টার কর্তৃক দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া ২০১৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার জীবন কর্ম আলোচনা বিষয়ের উপর সেমিনারের আয়োজন করা হয়েছিলো।[৫৭]

আস সুন্নাহ পাবলিকেশন্স থেকে ২০২০ সালে তার জীবনীগ্রন্থ যুগের মহান দাঈ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে তার সমন্ধে সমকালীন ইসলামি পন্ডিতদের বক্তব্যের একটি সংকলনও যুক্ত করা হয়েছে।

এছাড়া সান্নিধ্যপ্রাপ্ত আলেম শায়খ ইমদাদুল হক ২০২৩ সালে আব্দুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে সুন্নাতে উদ্ভাসিত যে জীবন নামে স্মৃতিচারণা একটি বই লিখেন।[৫৮]

আলোচনা-সমালোচনা

[সম্পাদনা]

আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের ইসলামের সকল উপদলের মানুষসহ, সকল সাধারণ মানুষের নিকট সমান জনপ্রিয় ছিলেন।[৫৯] হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুতে অনেকের মধ্যে রহস্যের সৃষ্টি হয়। কিছু আলেম ধারণা করেন, জনৈক খ্রিষ্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।[৬০] যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ বলেন, এই যুগশ্রেষ্ঠ ও ভারসাম্যপূর্ন মনীষী ও আলেমের জীবন ও কর্মের উপর উচ্চমানের গুণগত গবেষণা হওয়া প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন:

তবে কওমি আলেমগণ তাকে সহনীয় সালাফিপন্থি আলেম বলে অভিহিত করে থাকেন। [১৮] এছাড়া কারো মতে, তিনি মতভেদপূর্ণ মাসায়েলে হানাফী, সালাফী উভয় পক্ষের দলিলই বলার চেষ্টা করে একটি মধ্যপন্থী অবস্থান তৈরীর চেষ্টা করতেন।

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. তার প্রকৃত জন্মসাল ১৯৫৮ হলেও প্রাতিষ্ঠানিক নথিপত্রে তা ১৯৬১ উল্লিখিত আছে।[]
  2. এই বইটি লিখে ২০০৭ সালে কুরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আব্দুল্লাহ জাহাঙ্গীর সেরা ইসলামী সাহিত্যিক পুরস্কার লাভ করেন।[৪০]
  3. তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় এর সন্মান চূড়ান্ত পরীক্ষায় ৯৬% মার্ক পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তৎকালীন সৌদি বাদশাহ ও রিয়াদের গভর্নর সালমান বিন আবদুল আজিজ এর হাত থেকে পরপর দুইবার সেরা ছাত্রের পুরস্কার লাভ করেন। এই সংবাদ ও আবদুল্লাহ জাহাঙ্গীরের সাক্ষাৎকার পরদিন আল রিয়াদ পত্রিকার ৩য় পাতায় ছাপা হয়েছিলো।[৫৩]
  4. 'এহইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ'আতের বিসর্জন' গ্রন্থটি রচনার কারণে।[৪০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মাগুরায় দুর্ঘটনায় পিস টিভির উপস্থাপক নিহত"এনটিভি। ২০১৬-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  2. "প্রতিষ্ঠাতা"আস-সুন্নাহ ট্রাস্ট। সংগ্রহের তারিখ ২০২১-০৯-১৭ 
  3. আব্দুল্লাহ জাহাঙ্গীর, খোন্দকার (২০০২)। আল-ফিকহুল আকবর: বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। ঝিনাইদহ: আস-সুন্নাহ ট্রাস্ট। আইএসবিএন 978-984-90053-5-3 
  4. "ড. আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন ইসলামের খাদেম"নয়া দিগন্ত। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  5. "পদদলনের ঘটনায় অধ্যাপক এবং গবেষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীরের মন্তব্য"ভয়েস অব আমেরিকা বাংলা। ১১ মার্চ ২০১৫। ১৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯ 
  6. "একজন কিংবদন্তি ব্যক্তিত্বের অকালবিদায়"নয়া দিগন্ত। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  7. "মহৎ এক মনীষার প্রতিচ্ছবি"দৈনিক সমকাল। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 
  8. হাসান, মেহেদি (২৮ এপ্রিল ২০১৯)। "মাদরাসার পাঠ্য; মাজারে গিয়ে দোয়া করলে কবুল হয়!"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯ 
  9. "ইসলামী চিন্তাবিদ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় নিহত | সারা দেশ"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  10. "Islamic University Teacher's Index"web.archive.org। ২০২১-০৬-১০। Archived from the original on ২০২১-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  11. সিলেবাস, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন বিভাগ (২০১৫)। علوم الحديث ( Course: 325 and 315 ) المصادر والمراجع (আরবি ভাষায়)। ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ। পৃষ্ঠা ৭১, ৮০। 
  12. সিলেবাস, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন বিভাগ (২০১৮)। الاقتصاد والاقتصاد الإسلامي, Course : 202106 – Economics and Islamic Economics [অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি] (পিডিএফ) (আরবি ভাষায়)। ঢাকা: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা 20। ২৮ জুন ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  13. "Al Hadith Syllabus( 2015), Islamic University, Bangladesh"। ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ২০২১-০৭-০৩। 
  14. প্রেরণার বাতিঘর স্মারকগ্রন্থ, আবুল কালাম আজাদ আযহারী সম্পাদিত। পৃষ্ঠা-৯০। ঢাকা: বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। মে ২০১৭। 
  15. "সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ দুইজনের মৃত্যু"বাংলা ট্রিবিউন। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  16. "বিশিষ্ট ইসলামি মনীষী ড. আবদুল্লাহ জাহাঙ্গীর"দৈনিক নয়াদিগন্ত। ২০২০-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  17. প্রেরণার বাতিঘর, আবুল কালাম আজাদ আযহারী সম্পাদিত। পৃষ্ঠা- ৮৮ 
  18. "মুসলিম উম্মাহর একজন দরদী মানুষ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.-কে যেমন দেখেছি - মাসিক আলকাউসার"www.alkawsar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৮ 
  19. "সোনা দানা নয়, ৩৫শ কেজি বই নিয়ে দেশে ফিরেছিলেন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ."ourislam24.com। ২ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২১ 
  20. "বহুমুখী প্রতিভার অনন্য উদারহণ একজন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর"প্রিয়.কম। ২০২১-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  21. প্রেরণার বাতিঘর, আবুল কালাম আজাদ আযহারী সম্পাদিত। ঢাকা: বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। পৃষ্ঠা ১১২। 
  22. "সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত"প্রথম আলো। ১২ মে ২০১৬। ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ 
  23. প্রেরণার বাতিঘর (ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারকগ্রন্থ), সম্পাদক আবুল কালাম আজাদ আযহারী, পৃষ্ঠা-৫৭। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। 
  24. আবদুর রহমান, সম্পাদনাঃ শাইখ ইমদাদুল হক (জানুয়ারী ২০২০)। যুগের মহান দাঈ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আস-সুন্নাহ পাবলিকেশন্স। পৃষ্ঠা ৫৪ নং। এএসআইএন B092Q5ZPBV 
  25. "সড়ক দুর্ঘটনায় ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর নিহত"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  26. "প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষ, ইবি শিক্ষকসহ নিহত ২"archive1.ittefaq.com.bd। ২০২১-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  27. "সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  28. প্রতিবেদক, নিজস্ব। "সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  29. "সড়ক দুর্ঘটনায় ইবি অধ্যাপকের মৃত্যু"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  30. "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের দাফন সম্পন্ন জানাযায় অশ্রুসিক্ত লাখো মুসল্লির ঢল"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  31. "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের জানাজায় মানুষের ঢল"দৈনিক নয়াদিগন্ত। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  32. "রসুলের সা: রওজা জিয়ারত করলেই শাফায়াত ওয়াজিব! এসব কী শেখানো হচ্ছে মাদরাসায়?"দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  33. "যে সব আলেমকে হারিয়েছে জাতি"jagonews24.com। ২০২১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  34. আহমেদ জায়িফ ও আজাদ রহমান। "ঝিনাইদহে বিস্তার ঘটছে সালাফি মতাদর্শের"www.prothomalo.com। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  35. ইসলাম, মোঃ নজরুল; ইসলাম, মোঃ সাইদুল (২০ মার্চ ২০২০)। Islam and Democracy in South Asia: The Case of Bangladesh (ইংরেজি ভাষায়)। স্প্রিংগার নেচার। পৃষ্ঠা ২৭১। আইএসবিএন 978-3-030-42909-6। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২১বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ভূমিকা মূল্যায়ন করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার অধ্যাপক আবদুল্লাহ জাহাঙ্গীর লেখকদের সাথে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন: জামায়াতে ইসলামী উপমহাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক দল। দলটি বেশ কিছু ইতিবাচক কাজ করেছে। … পাশাপাশি জাহাঙ্গীর বলেন, জামায়াত-ই-ইসলামীর রাজনীতিতে বেশ কিছু ত্রুটি দেখা যায়... 
  36. "জুমআতুল বিদা, আমাদের করণীয়"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  37. "ঈসায়ী প্রচারকদের প্রতারণা -আবদুল্লাহ জাহাঙ্গীর"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০২১-০৫-২৯। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  38. "কুরআন-সুন্নাহর আলোকে শব-ই বরাত :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  39. "Studies On Hadith Literature – Dr. Khandaker Abdullah Jahangir"www.rokomari.com। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৬ 
  40. প্রেরণার বাতিঘর (ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারকগ্রন্থ), সম্পাদক আবুল কালাম আজাদ আযহারী, পৃষ্ঠা-৩৩ 
  41. "শাওয়াল ও জিলকদ নিয়ে কিছু জাল হাদিস"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  42. প্রতিবেদক, নিজস্ব (১৫ জুলাই ২০১৬)। "ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই"দৈনিক ইনকিলাব। ১৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  43. "কোন পরিস্থিতি জঙ্গিবাদের বিস্তার ঘটায়"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  44. "আস-সুন্নাহ ট্রাস্টের উচ্চ শিক্ষা ও গবেষণা"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০২১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৬ 
  45. "মাদরাসাতুস সুন্নাহ বালিকা শাখা"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০২১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৬ 
  46. "করোনা কালীন সময়ে গরীব, অসহায়দের মধ্যে খাদ্য-দ্রব্য বিতরণ কর্মসূচী"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০২০-০৪-১৫। ২০২১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 
  47. "বয়স্ক পুরুষ, মহিলা ও শিশু-কিশোরদের কুরআন ও দীন শিক্ষা"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০১৪-০৯-১৪। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  48. "বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রকল্প Archives"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০২১-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  49. "As-Sunnah Publications Books - আস-সুন্নাহ পাবলিকেশন্স এর বই"www.rokomari.com। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  50. "আস-সুন্নাহ ট্রাস্ট পাঠাগার"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০১৪-০৯-১৪। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  51. "আস-সুন্নাহ ট্রাস্ট মসজিদ"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০১৯-০৩-২১। ২০২১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  52. "কর্মসংস্থান, সেলাই মেশিন প্রশিক্ষণ ও পুনবার্সন প্রকল্প"আস-সুন্নাহ ট্রাস্ট। ২০১৪-০৯-১৪। ২০২১-০৫-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩০ 
  53. ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারক গ্রন্থ (প্রেরণার বাতিঘর)। ঢাকা: বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। পৃষ্ঠা ২৬। 
  54. "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারকগ্রন্থ 'প্রেরণার বাতিঘর' প্রকাশিত | দৈনিক নয়াদিগন্ত"দৈনিক নয়াদিগন্ত। ১৭ মে ২০১৭। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  55. "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্মারকগ্রন্থ 'প্রেরণার বাতিঘর' প্রকাশিত"দৈনিক ইনকিলাব। ১৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 
  56. "ইবিতে ড. আবদুল্লাহ জাহাঙ্গীর স্মরনে দোয়া ও আলোচনা সভা || দেশের খবর"দৈনিক জনকন্ঠ। ১৮ মে ২০১৬। ১২ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ 
  57. "ইবির প্রয়াত শিক্ষক আব্দুল্লাহ জাহাঙ্গীরের জীবন-কর্মের উপর আলোচনা সভা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৪ 
  58. "সুন্নাতে উদ্ভাসিত যে জীবন - শাইখ ইমদাদুল হক"ওয়াফিলাইফ। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  59. নন-বরং-একটি-প্রতিষ্ঠান--ইবি-ভিসি "ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শুধু ব্যক্তিই নন বরং একটি প্রতিষ্ঠান -ইবি ভিসি"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৮ 
  60. "ইসলামী চিন্তাবিদ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় নিহত"দৈনিক ইনকিলাব। ১২ মে ২০১৬। ১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]