ছোট নাগপুর মালভূমি
ছোটনাগপুর মালভূমি | |
মালভূমি | |
রাঁচির চিরাউন্ডি
| |
দেশ | ![]() |
---|---|
রাজ্য | |
নগর | |
নদী | |
সর্বোচ্চ বিন্দু | |
- অবস্থান | পরেশনাথ পাহাড় (১৩৫০ মিটার) |
ক্ষেত্র | ৬৫,০০০ বর্গ কিলোমিটার বর্গকিলোমিটার (এক্সপ্রেশন ত্রুটি: অপরিচিত বিরামচিহ্ন অক্ষর "ব"। বর্গমাইল) |
ছোটনাগপুর মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন একটি মালভূমি। এটি পূর্ব ভারতের পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত। এই রাজ্য গুলি হল-ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ , ওড়িশা ও ছত্তীসগঢ়। এই মালভূমির বেশির ভাগ অংশ ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত। মালভূমিটি প্রধানত গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।[১]
ভূ-প্রকৃতি[সম্পাদনা]
সংরক্ষিত এলাকা[সম্পাদনা]
খনিজ[সম্পাদনা]
ছোটনাগপুর মালভূমিকে ভারতের "খনিজ ভান্ডার" বলা হয় কারণ ভারতে উৎপাদিত বেশির ভাগ খনিজ এই মালভূমি অঞ্চলে উৎপাদিত হয়। এই অঞ্চলের প্রধান কয়লা খনি গুলি হল: ঝড়িয়া, রানিগঞ্জ,তালচের, গিড়িডি, ধানবাদ প্রভৃতি। এছাড়া এখানে গিড়িডি, সিংভূমে লৌহ আকরিক পাওয়া যায়।এই অঞ্চলে ম্যাঙ্গানিজ, অভ্র, তামা, উল্ফম, ইউরেনিয়াম, বক্সাইট প্রভৃ্তি পাওয়া যায়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Chhota Nagpur Plateau"। mapsofindia। ২০০৯-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৫-০২।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |