রামকৃষ্ণ মিশন সেবাশ্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামকৃষ্ণ মিশন সেবাশ্রম রামকৃষ্ণ মঠের একটি শাখা এবং রামকৃষ্ণ মিশন নীতিবাক্য মানুষের মধ্যেই ঈশ্বর ভিত্তি করে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মানবিক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ত্রাণসামগ্রী প্রদানের ক্ষেত্রে জড়িত। স্বামী বিবেকানন্দ দ্বারা প্রচারিত আত্মতত্ত্ব, আত্মমানো মোকারার্থম জগৎ হিতৈ চাঁয়ের বাণীতে সেবাশ্রম পরিচালিত হয়।[১]

সেবাশ্রমের তালিকা[সম্পাদনা]

প্রাচীনতম সেবাশ্রমটি ১৯০০[২] সালে স্বামী বিবেকানন্দের দুই মঠ শিষ্য কেদারনাথ মল্লিক (স্বামী অচলানন্দ) এবং চারুচন্দ্র দাস (স্বামী সুবহানন্দ) কর্তৃক প্রতিষ্ঠিত বারাণসীতে রামকৃষ্ণ মিশন হোম সার্ভিস, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কনখল প্রতিষ্ঠিত হয়। ১৯০১ [৩] সালে স্বামী বিবেকানন্দের দুটি মঠ শিষ্য স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশয়ানন্দ, বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবশ্রম, ১৯০৭ [৪] সালে বেলুড় মঠের ব্রাহ্মণকর হারেন্দ্র নাথ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, এলাহাবাদ ১৯১[৫] খ্রিষ্টাব্দে স্বামীবিজ্ঞানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত।

রামকৃষ্ণ মিশন হোম সার্ভিস, বারাণসী

পরবর্তীকালে অন্যান্য কেন্দ্রগুলি বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল-

  • ভারতে অবস্থিত রামকৃষ্ণ মিশন কেন্দ্র
  1. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিলচর, আসাম
  2. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, মুজাফফরপুর, বিহার
  3. রামকৃষ্ণ মিশন টি.বি সানটরেটেড, রাঁচী
  4. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কালিকট
  5. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম লখনউ
  6. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বাঁকুড়া
  7. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কাঁথি
  8. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, গড়বেতা
  9. রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম, জয়রামবাটী,
  10. রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, কলকাতা এবং
  11. রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, তমলুক[৬]
  • বাংলাদেশে অবস্থিত রামকৃষ্ণ মিশন কেন্দ্র হলো
  1. ঢাকা (১৮৯৯ সালে প্রতিষ্ঠিত), # বরিশাল (১৯০৪),
  2. নারায়ণগঞ্জ (১৯০৯),
  3. মানিকগঞ্জ (১৯১০),
  4. সিলেট (১৯১৬),
  5. চট্টগ্রাম (১৯২১),
  6. ফরিদপুর (১৯২১),
  7. হবিগঞ্জ (১৯২১),
  8. ময়মনসিংহ (১৯২২),
  9. দিনাজপুর (১৯২৩),
  10. বাগেরহাট (১৯২৬),
  11. কুমিল্লা (১৯৩৬)। [৭][৮][৯]
  • রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, মাহিগঞ্জ, রংপুর, এটি ১৯৯৬ সালে মাহিগঞ্জ বাজারে হোমিও চিকিৎসক হরিসাধনের দানকৃত ১৬ শতক জমিতে স্থাপিত হয়। এখানে রয়েছে বই বিক্রয়কেন্দ্র, সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা, মন্দির ও অতিথিসালা। এটি বৃহত্তর রংপুরের একমাত্র রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনভারত সরকারের ১ কোটি ২৩ লাখ টাকা ব্যায়ে ২০১৯ সালে আধুনিকায়ন করা হয়।[১০]
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন রংপুরের পশ্চিমমুখি মূলগেট ও পাশে চারতলা আশ্রম ভবন

কার্যক্রম পরিচালনা[সম্পাদনা]

সমস্ত সেবাশ্রম দ্বারা পরিচালিত প্রাথমিক কাজ দরিদ্র ও অভাবিতদের জন্য প্রাথমিক এবং উন্নত স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, তাদের সংস্থার অধীনে হাসপাতালগুলির মাধ্যমে সুবিধা প্রদানে করা হয়। রামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রদত্ত ঐশ্বরিক প্রকাশনার প্রতি দৃষ্টিপাত করে বেদান্ত দর্শনের সাথে ধর্ম, বর্ণ ও ধর্মবিহীন সত্ত্বেও মানব সমাজে তাদের প্রধান নীতি হিসেবে কাজ করে।[১১] অতিরিক্ত কিছু শিক্ষাশ্রম শিক্ষাগত, মানবিক (ত্রাণ ও পুনর্বাসনের মতো) এবং আধ্যাত্মিক সেবা প্রদান করে সংস্থাটি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ramakrishna Mission Sevashrama"। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Ramakrishna Mission Home of Service, Varanasi"www.varanasirkm.org 
  3. "RKMS,Kankhal"www.rkmkankhal.org। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  4. First General Report of Ramakrishna Mission, 1912, by Swami Saradananda, Belur Math
  5. "Allahabad Sevashrama"। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "RKMVM,Porbandar - Branches"www.rkmvm.com। ১৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  7. স্বামী অক্ষরানন্দ (২০১২)। "রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  8. "Address and Activities of Chittagong Centre"Ramakrishna Math and Ramakrishna Mission। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 
  9. "Address and Activities of Comilla Centre"Ramakrishna Math and Ramakrishna Mission। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 
  10. "Welcome to High Commission of India, Bangladesh"www.hcidhaka.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২০ 
  11. "Activities of Ramakrishna Mission Ashrama"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭