মাইজপাড়া ইউনিয়ন
মাইজপাড়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
মাইজপাড়া ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
মাইজপাড়া ইউনিয়ন জেলা সদর থেকে ১০ কিঃ মিঃ উত্তর পশ্চিমে অবস্থিত। মাইজপাড়া ইউনিয়নের উত্তরে মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন ও নড়াইলের হবখালি ইউনিয়ন, পূর্বে হবখালি ও শাহাবাদ ইউনিয়ন, দক্ষিণে তুলারামপুর ইউনিয়ন এবং পশ্চিমে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন অবস্থিত। এর আয়তন ১৮ বর্গ কি.মি.।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
গ্রামগুলো হলোঃ ধাড়িয়াঘাটা, মাগুরা, কালুখালী, কাঠালবাড়িয়া, লোকনাথপুর, দৌলতপুর, মাইজপাড়া, পোড়াডাঙ্গা, তালেশ্বর, দুর্গাপুর, হোসেনপুর, রামপুর, উড়ানী, চারিখাদা, বলরামপুর, আদমপুর, বোড়ামারা, কোদলা, তারাশী, রামেশ্বরপুর, ডহর তারাশী, কল্যাণখালী, সলুয়া, পারবলরামপুর, আতোষপাড়া।
ইতিহাস[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
মাইজপাড়া ইউনিয়নে রয়েছেঃ
- কলেজঃ ১টি,
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৬টি,
- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩টি,
- মাদ্রাসাঃ ৪টি।
অর্থনীতি[সম্পাদনা]
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- মাইজপাড়া ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।