আউড়িয়া ইউনিয়ন
আউড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | নড়াইল জেলা |
উপজেলা | নড়াইল সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আউড়িয়া ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯২৯ খ্রিঃ স্থাপিত হয়।
ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]আউড়িয়া ইউনিয়নটি জেলা সদর থেকে ৪.০০ ☆কিঃ মিঃ পূর্বে, নাকসী বাজারে অবস্থিত। আউড়িয়া ইউনিয়নের উত্তরে চন্ডিবরপুর ইউনিয়ন, পূর্বে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন, দক্ষিণে ভদ্রবিলা ও বাঁশগ্রাম ইউনিয়ন এবং পশ্চিমে নড়াইল পৌরসভা। এই ইউনিয়নটির আয়তন ২০.০৩ বর্গ কি.মি.।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]আউড়িয়া ইউনিয়ন ছাব্বিশটি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ আউড়িয়া, বোড়াবাদুড়ীয়া, চিলগাছা রঘুনাথপুর, চৌগাছা, বাজেয়াপ্ত, ডৌয়াতলা, দত্তপাড়া, ঘোষপুর, খলিশাখালী, কমলাপুর, নাকসী, লস্করপুর, মূলদাইড়কুহোডাঙ্গা, মূলদাইড়, পশ্চিমবালিয়াডাঙ্গা, রামচন্দ্রপুর, শড়াতলা, সিমাখালী, বামনসিমাখালী, পূর্বসিমাখালী, পশ্চিমসিমাখালী, তালতলা, উত্তরবালিয়াডাঙ্গা, উত্তরবুড়িখালী, উত্তরপংকবিলা, দক্ষিণপংকবিলা।
শিক্ষা
[সম্পাদনা]আউড়িয়া ইউনিয়নে মোট শিক্ষার হার: ৮০%। আউড়িয়া ইউনিয়নে রয়েছে:
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ৪টি,
- প্রাথমিক বিদ্যালয়: ১০টি,
- মাদ্রাসা: ১টি।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- আউড়িয়া ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জানুয়ারি ২০১৭ তারিখে।