বিষয়বস্তুতে চলুন

লাহুড়িয়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাহুড়িয়া
ইউনিয়ন
২নং লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলালোহাগড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৮ বর্গকিমি (৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৪,১৯৩
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটlahuriaup.bagerhat.gov.bd

লাহুড়িয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।

আয়তন

[সম্পাদনা]

লাহুড়িয়া ইউনিয়নের আয়তন ১৮ বর্গ কিলোমিটার।[১]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি লাহুড়িয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪১৯৩ জন। এর মধ্যে পুরুষ ১২৬১০ জন এবং মহিলা ১১৫৮৩ জন।[১]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে পলাশবাড়িয়া ইউনিয়ন, দক্ষিণে শালনগর ইউনিয়ন, পূর্বে বানা ইউনিয়ন এবং নলদী ইউনিয়ন অবস্থিত।[১]

প্রসাশনিক কাঠামো

[সম্পাদনা]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হলো[২]
ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড লাহুড়িয়া দীননাথ পাড়া, আরাজী মন্ডলগাতী
২নং ওয়ার্ড লাহুড়িয়া গোবিন্দ পাড়া, ঝামারঘোপ, লাহুড়িয়া ছায়মানারচর, কাদির পাড়া
৩নং ওয়ার্ড লাহুড়িয়া ৮৫ পাড়া, লাহুড়িয়া পশ্চিম পাড়া, লাহুড়িয়া মোল্যা পাড়া, লাহুড়িয়া কচুবাড়ীয়া, লাহুড়িয়া হিন্দু পাড়া
৪নং ওয়ার্ড লাহুড়িয়া ডহর পাড়া, লাহুড়িয়া প্রশন্ন পাড়া
৫নং ওয়ার্ড লাহুড়িয়া ১১ নলী, লাহুড়িয়া ত্রৈলক্ষ পাড়া, লাহুড়িয়া ডিগ্রিরচর, লাহুড়িয়া তেতুলবাড়ীয়া
৬নং ওয়ার্ড লাহুড়িয়া শেখ পাড়া, লাহুড়িয়া সৈয়দ পাড়া, লাহুড়িয়া ব্যবসায়ী পাড়া, লাহুড়িয়া মাঝি পাড়া, লাহুড়িয়া তালুক পাড়া, লাহুড়িয়া বাজার পাড়া,
৭নং ওয়ার্ড লাহুড়িয়া রাজাপুর, লাহুড়িয়া হেচলাগাতী, কল্যানপুর
৮নং ওয়ার্ড কামারগ্রাম
৯নং ওয়ার্ড সরুশুনা

ইতিহাস

[সম্পাদনা]

লাহুড়িয়া ইউনিয়নের নামকরণের ইতিহাস পূর্ব পুরুষদের মুখে শোনা যায় যে, লাহোর থেকে কিছু লোক অত্র লাহুড়িয়া ইউনিয়নে এসে বসবাস শুরু করেন। তাদের চলাফেরা, আচার-আচরণে মানুষ মুগ্ধ হয়। তাদের স্মৃতিস্বরুপ এ ইউনিয়নের নাম লাহুড়িয়া নামকরণ করা হয়।[৩]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লাহুড়িয়া ইউনিয়নের শিক্ষার হার ৬০.৪৩ % এবং এ ইউনিয়নে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।[১]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

লোহাগড়া উপজেলা থেকে ২৩ কিলোমিটার উত্তরে এ ইউনিয়নটি অবস্থিত। সব ধরনের যানবাহনে এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।[৪]

খাল ও নদী

[সম্পাদনা]

লাহুড়িয়া ইউনিয়নে কয়েকটি খাল রয়েছে। যেমন: দুধদোয়ার খাল, কুলু পাড়া খাল এবং অন্যান্য বিলের মধ্যে ইছামতি অন্যতম।[৫]

হাট-বাজার

[সম্পাদনা]

লাহুড়িয়া ইউনিয়নে হাট-বাজার এর মধ্যে রয়েছে:[৬]

  • লাহুড়িয়া বাজার
  • মুন্সী গঞ্জের বাজার
  • ঝামারঘোপ বাজার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে ২নং লাহুড়িয়া ইউনিয়ন"lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪ 
  2. "লাহুড়িয়া ইউনিয়নের গ্রাম সমূহের তালিকা"lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪ 
  3. "ইউনিয়নের ইতিহাস"lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪ 
  4. "যোগাযোগ"। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪ 
  5. "খাল ও নদী"lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪ 
  6. "লাহুড়িয়া ইউনিয়নের হাটবাজার"lahuriaup.narail.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৪