ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট
(ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পুনর্নির্দেশিত)
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ২০০৫ |
অধ্যক্ষ | ইঞ্জিঃ মোঃ তাজুল ইসলাম |
অবস্থান | ২২°২৯′৩৬″ উত্তর ৯০°৪৩′৫৬″ পূর্ব / ২২.৪৯৩৪৫৬° উত্তর ৯০.৭৩২২২৬° পূর্বস্থানাঙ্ক: ২২°২৯′৩৬″ উত্তর ৯০°৪৩′৫৬″ পূর্ব / ২২.৪৯৩৪৫৬° উত্তর ৯০.৭৩২২২৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ৩ একর (১.২ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |
![]() |
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলায় অবস্থিত একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।[১] চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪টি বিভাগ চলমান রয়েছে।
অবস্থান
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকায় অবস্থিত। ভোলা শহর থেকে প্রতিষ্ঠানটি ২৫ কিলোমিটার দূরে দক্ষিণদিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশেই অবস্থিত।
ক্যাম্পাস
টেকনোলজি এবং আসনসংখ্যা
একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে:
- কম্পিউটার-১২০
- সিভিল - ২৪০
- ইলেকট্রনিক্স-১২০
- রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং -১২০