নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট
![]() | |
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ২০০৬ |
অধ্যক্ষ | প্রকৌশলী ফরহাদ হোসেন চৌধুরী |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৪৫+ |
শিক্ষার্থী | ২০০০ |
অবস্থান | পুলিশ লাইন, নরসিংদী , ১৬০০ , ২৩°৫৫′১০″ উত্তর ৯০°৪১′২৭″ পূর্ব / ২৩.৯১৯৩৯৯° উত্তর ৯০.৬৯০৮৩৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২০ একর (৮.১ হেক্টর) |
ভাষা | বাংলা |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |
![]() |
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি নতুন কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। [১]
অবস্থান[সম্পাদনা]
এটি নরসিংদী সদরের পুলিশ লাইন্সের পাশে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব ৪৮ কিলোমিটার।
ইতিহাস[সম্পাদনা]
এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র চারটি টেকনোলজি (সিভিল, কম্পিউটার, ফুড ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং) নিয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ৫ টি টেকনোলজি চলমান রয়েছে। ইলেকট্রিক্যাল নতুন যুক্ত হয় ২০১৬ সালে।
ক্যাম্পাস[সম্পাদনা]
মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট দুইটি ভবন অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ দুইটি ওয়ার্কশপ ভবন এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। এছাড়া মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার। রয়েছে মনোরোম পরিবেশ।
টেকনোলজি এবং আসনসংখ্যা (উভয় শিফটে)[সম্পাদনা]
একাডেমিক টেকনোলজিসমূহের মধ্যে রয়েছে:
- সিভিল - ২০০
- কম্পিউটার - ১০০
- রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং(আর.এ.সি) - ১০০
- ফুড টেকনোলজি - ১০০
- ইলেকট্রিক্যাল - ১০০ [২]